#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria#৯
ইরফান আর জামান একটা রেস্টুরেন্টে বসে খেয়ে নিচ্ছে দুপুরের খাবার। মুখের খাবারটুকু চিবিয়ে জামানকে সে প্রশ্ন করল,
"ফারহা কি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির খরচ সম্পর্কে?"
"জানে। তবে এমন একটা ভাব করছে যেন এসব ওর হাতের মোয়া!"
"ওদের আর্থিক অবস্থা কেমন?"
"এত এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে পড়ার মত না অন্তত"
"তাহলে? তাছাড়া তোমার বাসায় যে উঠবে, আমি জানি তুমি আর জন দুই রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকো। ফারহা কোথায় থাকবে?"
"জন ছুটিতে আছে আপাতত। ও দুই মাস পর আসবে। ততদিনে ফারহার কোনো না কোনো একটা গতি হয়ে যাবে। আমি কি এই মেয়েকে আমার ঘরে রাখব নাকি, হুহ!"
"আন্টি কি এসব জানে?!"
"নাহ! আম্মু শুনলে কি করবে জানি না, কিন্তু আম্মু জানে না। এগুলো হচ্ছে ফারহার প্ল্যান, সে যতদিন না আলাদা বাসা নিতে পারছে, ততদিন থাকবে। আমার কাছে স্পেশাল ফেভার চেয়েছে"
"আর ইউ কম্ফোর্টেবল এবাউট ইট?"
"অফকোর্স নট! আমি এখনো নিজেকে মানসিকভাবে ওর সাথে কি করে চোখে চোখ মিলাবো, সেটাই বুঝতে পারছি না!"
"ভয়াবহ অবস্থা। তোমার জন্য মায়া লাগছে জামান"
"ভাবছি, ফারহাকে পেয়িং গেস্ট হিসেবে রাখব। আমাকে পে করতে হবে ওর। কারণ এই মেয়ে যে রান্নার র ও জানে না, সেটা আমি নিশ্চিত। এসেই আমার উপর খাওয়া শুরু করবে। এই সুযোগে টাকা নিয়ে রেখে দিব!"
জামান দাঁত কেলিয়ে হাসছে। ইরফান মাথা নাড়ল,
"তুমি পারবা না। পেয়িং গেস্ট বলো আর ফ্রি গেস্ট বলো, পারবা না। এই মেয়ের কাছে তুমি নস্যি জামান"খানিক সময়ের জন্য জামান চাবানো বন্ধ করে দিল, তারপর আবার খাবারের দিকে মনোযোগ দিল। ফারহাকে নিয়ে ভেবে ভেবে সকালটা গেছে, দুপুরটা নষ্ট করা যাবে না। এই মেয়ে তো কয়েকদিন পর ঠিক মাথা কিনে নেবে যা বোঝা যাচ্ছে। জামান মনে মনে শঙ্কিত। যেভাবে ফারহা ওকে থ্রেট দিয়েছে, ফারহা এখানে আসলে যে পুরোপুরি ডেস্পারেট হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরকম পাগলাটে মেয়ের পাল্লায় ওর মত মানুষ পড়বে, সেটা ভাবনাতীত ছিল। যেখানে জামানের মেজাজের সাথে ওর চারপাশের সবাই মানিয়ে চলত, সেখানে এই ফারহা ওর মেজাজকে বুড়ো আঙুল দেখিয়ে চলা ফেরা করে। না জানি এখানে আসার পর কিভাবে ওকে নাচায়! অজানা আশঙ্কায় জামানের শরীর কেঁপে ওঠে।

ESTÁS LEYENDO
অভিসারক ও অভিসারিণী
Romanceফারহার জীবন থেমে যায়নি। জামান চলে গেছে, জামানের কাছ থেকে সে সরে এসেছে। কিন্তু সে কি আদৌ পেরেছে সরে আসতে? তাহলে কে তার অভিসারক? ফারহার বিয়ে হলো কার সাথে? কিভাবে? ফারহা এখন কি করছে? তারপর? ফারহার গল্পের শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হলাম। অভিসারিণীর অ...