২৭

478 23 4
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#২৭

খুব ভোরে যখন ফারহার ঘুম ভাঙলো, তখনও ওর ভালোবাসা সব উষ্ণতা নিয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে। ঘুমের মাঝে যতবার নড়ে উঠেছে, ততবার উষ্ণ অবয়ব তার অস্তিত্ব জানান দিয়েছে। আধো আলো আধো আঁধারে অবয়বটার মুখ ছুঁয়ে দিচ্ছে। না, কোনো অলীক স্বপ্ন নয়, দিনের আলোর মতোই বাস্তব সে। তার ভালোবাসা, প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, বুকের ওঠানামা, সব কিছু সত্য। তাকে দেখলে বারবার ভালোবাসার সমুদ্রে ডোবার সাধ হয়। তবু ভয় হয়, যদি সমুদ্রের মত গভীর জলীয় চাপে তাকে আষ্টেপৃষ্টে মেরে ফেলে? দিন শেষে যদি সবটা হারিয়ে যায়? এই মহাশূন্যে কোথায় লুকোবে তখন? সন্তর্পনে সে বিছানা থেকে নেমে এলো। ঠান্ডায় পা শিরশির করে উঠলেও মুহুর্তে তা মেনে নিল। বিছানার এক পাশে পড়ে থাকা কার্ডিগান তুলে নিজেকে জড়ালো। সামনেই জানালার পর্দা সরানো। ঝকঝকে কাঁচের ওপাশে বরফের রাজ্যে একটু একটু করে আলো ফুটে ওঠছে। নিজেকে তুষার রানী ভাবতে ভালো লাগছে। কেমন বোধ হতো এই বরফের রাজ্যে পুরো জীবন কাটিয়ে দিতে? তখন কি সামান্য উষ্ণতার লোভে প্রাণ ছটফট করত? কিংবা অনুভূতিগুলো বরফের মতোই নিষ্প্রভ জমাট বেঁধে যেত?

ভাবতে ভাবতে তার কোমল দেহে এক জোড়া হাতের  আনাগোনা অনুভব করল। মানুষটা পেছনে দাঁড়িয়ে ওর ঘাড়ে মুখ গুঁজে আছে। ভোরের আলোয় অবাস্তব লাগছে তাকে। ফারহা মুখ ঘুরিয়ে তার দিকে ফিরতেই তার ভালোবাসার বহিঃপ্রকাশকে অনুভব করতে শুরু করল। ধীরে ধীরে নিজেকে কিছুটা গুটিয়ে প্রশ্ন করল,
"উঠলে কখন?"
"যখন তুমি উঠেছ। ঘুম ভালো হয়নি?"
"হয়েছে তো?"
"তাহলে এত সকালে যে?"
"কি জানি। এত সুন্দর যায়গায় এসে ঘুমাতে ইচ্ছা করছে না"
"খাবে কিছু?"
"খাচ্ছি তো"
"কি খাচ্ছো?"
"তোমার মহব্বত!"

জামান হেসে ফেলল।
"মহব্বত খেয়ে পেট ভরে নাকি? কিছু স্ন্যাকস আছে, খেয়ে নাও। ঘুম ভেঙে কেমন যেন ক্ষুধাটা বেড়ে গেল। আগে এত ক্ষুধা লাগত না। তোমার সাথে সাথে থেকে থেকে এমন হচ্ছে বোধহয়, না?"
"আমার দোষ না। নাইট ডিউটি করলে তো ক্ষুধা লাগবেই, অবাকের কি আছে?"
"ও! নাইট ডিউটি? নাইস নেইম!"
"তা আমাদের আজকের প্ল্যান কি?"
"আজকে একটা ঝর্ণা আছে এদিকে, ওখানে যাবো ব্রেকফাস্ট এর পর। এরপর আমরা আইস স্কি করব"
"স্কি? স্কেটিং এর মত?"
"না, ঐ যে, স্নো এর উপর স্লাইডিং সেটা। ডিসেম্বরে সবাই বেসিক্যালি এটাই করে"
"স্কেটিং এর মত মজা হবে?"
"এরচেয়ে বেশি মজা হবে! আমরা তো প্রতি বছর স্কি এর জন্য নতুন নতুন লোকেশানে যাই ফ্রেন্ডরা মিলে। এবার তো তোমার... "

অভিসারক ও অভিসারিণী Tahanan ng mga kuwento. Tumuklas ngayon