৩৯ ও শেষ পর্ব

656 42 22
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#৩৯ ও শেষ পর্ব

ফারহাকে তন্দ্রা সাজিয়ে দিচ্ছে। কথা ছিল ফারহা ওদের বাসায় যাবে, কিন্তু ওদের আত্মীয়রা তা হতে দেয়নি। হোক মাত্র একটা ফ্লোরের পার্থক্য, তবুও তো শ্বশুরবাড়িতে কেন যাবে সময়ের আগে? তাই তন্দ্রাকে নিচে নেমে আসতে হয়েছে। ফারহা চুপ করে বসে আছে। একটু পর পর তন্দ্রা কি কি আইটেম ব্যবহার করছে, সেটা দেখছে। তন্দ্রা যখন ওর চোখ সাজাচ্ছে, তখন বিড়বিড় করে বলল,
"এ সময় এত কিছু স্কিনে ব্যবহার করা উচিত না!"
তন্দ্রা ভ্রু কুঁচকালো।
"কি বললা আপু?"
"কি বললাম?"
"এই সময় এত কিছু ব্যবহার করা উচিত না কেন? তো কবে ব্যবহার করবা? হলুদ তো আজকেই!"
ফারহা হেসে মাথা নাড়ালো।
"এমনিই বললাম আর কি!"
তন্দ্রা সন্দেহ নিয়ে ওর দিকে তাকাতেই ও পালটা তাড়া দিল

হলুদের স্টেজে সন্ধ্যার পর যখন ফারহা গিয়ে বসলো, জামান ওকে দেখে চমকে গেছে। তন্দ্রার করে দেয়া মেকাপে ওকে অত্যন্ত স্নিগ্ধ লাগছে, যেন রূপকথার কোনো ফুল পরী। চুল ফুলিয়ে কাঁধের একপাশে রাখা, তাতে শোভা পাচ্ছে ছোট ছোট সাদা ঘাসফুল আর কিছু কসমস। ফারহা তন্দ্রার হাত ধরে স্টেজের দিকে এগিয়ে আসছে। আজ পুরো ছাদটা অন্য রকম ভাবে সাজানো হয়েছে হলুদ কমলার কম্বিনেশনে। ফারহাকে আসতে দেখে জামান উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে ওকে স্টেজে উঠতে সাহায্য করল। ফারহা সাবধানে জামানের পাশে বসতে বসতে বলল,
"উফ, এত্ত হেঁটেছি! মনে হচ্ছে দম আটকে যাচ্ছে!"
"সিঁড়ি বেয়ে উঠার কারণে খারাপ লাগছে খুব?"
"এইতো, তেমন কিছু না!"
ফারহা স্মিত হাসলো। জামান ওর হাত চেপে ধরল। আশেপাশে অনেকেই আছে, তবুও তাদের পরোয়া করলো না। ও যা জানে, তা তারা কেউ জানে না। ফারহা এখন ওর স্ত্রী এবং অন্তসত্বা। কেন যেন ওর মনে হচ্ছে, এসব টিউমার কিছুই না, ফারহা প্রেগন্যান্সি কিটে যেটা দেখেছে, সেটাই ধ্রুব সত্য। ওদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। ফারহার চোখের দিকে চেয়ে সে পরিপূর্ণ দৃষ্টি দিল,  ফারহার নজর শাড়ির কুচির দিকে। সোফায় বসে সেটা ঠিক করে সাজিয়ে নিচ্ছে৷ চোখের কোণা দিয়ে মনে হলো জামান ওকে দেখছে। পাশে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল,
"কি দেখো?"
"আমার বউকে", জামানের অকপট স্বীকারোক্তি। ফারহা নির্লজ্জ হলেও আজ সবার সামনে কেমন গুটিয়ে যাচ্ছে। মুখ নিচু করে হাসতেই তখন দু তিনজন স্টেজে উঠে এলো ওদের হলুদ ছোঁয়াতে আর ছবি তুলতে।

অভিসারক ও অভিসারিণী Wo Geschichten leben. Entdecke jetzt