#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria#৩২
খুব সকালে ফারহার ঘুম ভেঙে গেল৷ সে গুটিশুটি মেরে জামানের উদোম বুকের সাথে লেপ্টে আছে। গোসল করে ভেজা চুল খোলা রেখে ঘুমিয়েছিল, তাই সেগুলো এখন মুখের উপর ছড়িয়ে আছে। মুখের উপর থেকে চুল সরিয়ে একমনে জামানের মুখের দিকে তাকিয়ে থাকলো। আগে কত পর পর লাগতো, অভিমানে বুক ভার হয়ে থাকত, পালিয়ে বেড়াতে ইচ্ছে হত, রাগ হতো। আর এখন? ওর সবচেয়ে কাছের মানুষ সে। যখন প্রেমে পড়েছিল, তখন ফ্যান্টাসি কাজ করত জামানকে নিয়ে, দুষ্টু দুষ্টু চিন্তা মাথায় আসত কেবল। তবে এই ভালোবাসা যখন জেঁকে বসবে, তখন অনুভূতি ঠিক কেমন হবে তা কখনো বোঝা হয়নি। ফারহা চুপ করে জামানের বুকে কান চেপে ওর হার্টবিট শুনতে থাকলো। এই শীতের সকালে উষ্ণ বুকের মাঝে ঘাপটি মেরে পড়ে থাকার আনন্দটা আর খুব বেশিদিন হয়ত কপালে জুটবে না। আর মাত্র দুই সপ্তাহ বাকি। তারপর ওর ফ্লাইট। জামানের ওর সাথে যাওয়ার কথা, কিন্তু এখনো টিকিট কিংবা ছুটি ম্যানেজ হয়নি। যদি না হয়? যদি ফারহাকে একা যেতে হয়? যদি জামানের আসতে কয়েক মাস কিংবা বছর পেরিয়ে যায়? ফারহার অদৃশ্য ভবিষ্যৎ কল্পনা করে কাঁদতে ইচ্ছা করছে। কান্না করতে পারছে না বলে বুকের ভেতর লুকানো ঝড় উঠছে। দুইহাতে জামানকে শক্ত করে চেপে ধরে বুকে মুখ গুঁজে থাকলো।
ঘুমের মাঝে এমন চেপে ধরায় জামানের মনে হচ্ছে, বুকে উপর কি চেপে বসলো ভাই? চোখ খুলে আবিষ্কার করল ফারহা ওকে শক্ত করে চেপে ধরে বসে আছে। জামান এক হাতে ঘুম ঘুম চোখে অন্ধকারে ফারহার চুলে আঙুল চালিয়ে বলল,
"খারাপ লাগছে তোমার?"
ফারহা মাথা নাড়লো। জামান ওর মুখ উঁচু করে ঘুম ঘুম চোখে বোঝার চেষ্টা করল বৌয়ের চোখে মুখে কি চলে? দুশ্চিন্তা? নাকি খারাপ লাগা? একটা বড় করে নিঃশ্বাস ফেলে আবার ওকে জড়িয়ে ধরল।"ঘুম হয়েছে?"
"হু"
"ভালো লাগতেছে?"
"হু"
"ক্ষুধা লাগছে?"
"হু"
"উঠবা?"
"হু"
"এত হু হু করতেছ কেন?"
ফারহা চোখ মুখ কুঁচকে বলল,
"ভাল্লাগতাসে না!"
"এই মাত্র না বললা ভাল লাগতেছে?! এর মাঝেই অনুভূতি চেঞ্জ? মুড সুইং করতেছে কি প্রতি সেকেন্ডে?"
"মজা লাগতেছে তোমার, না?"
জামান উত্তর দিল না। চিৎ হয়ে শুয়ে মাথার নিচে এক হাত দিয়ে আরেক হাতে ফারহাকে ধরে বলল,
"খুব সুন্দর স্বপ্ন দেখলাম বুঝছ!"
"কি স্বপ্ন?"
"আমাদের একটা কিউট বেবি হইছে। ঠিক তোমার মত একটা মেয়ে। আর তোমার মত সাহসী আর দস্যি!"

ANDA SEDANG MEMBACA
অভিসারক ও অভিসারিণী
Romantikaফারহার জীবন থেমে যায়নি। জামান চলে গেছে, জামানের কাছ থেকে সে সরে এসেছে। কিন্তু সে কি আদৌ পেরেছে সরে আসতে? তাহলে কে তার অভিসারক? ফারহার বিয়ে হলো কার সাথে? কিভাবে? ফারহা এখন কি করছে? তারপর? ফারহার গল্পের শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হলাম। অভিসারিণীর অ...