#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria#১৩
ফারহার সমস্ত শরীর কাঁপছে। ওর কম্পনের মাত্রার সাথে মিল রেখে সামনের নিগ্রোর শরীরও কাঁপছে। এই নিগ্রোরা এমনিতেই পাগলাটে ধাঁচের হয়, তার উপর আজকে ফারহার এই কাজের জন্য কেমন খেসারত দিতে হবে আল্লাহ জানে!
ঠিক তখন দেবদূতের মত ওকে বাঁচাতে পেছন থেকে হাজির হলো জামান। এই তো কিছুক্ষণ আগে মাত্র বাসায় এসে পৌঁছেছে। ঘরের ভেতর থেকে হাউকাউ শুনে দরজা খুলে সে এক নজর দেখেই যা বোঝার বুঝে গেল৷ লাফিয়ে ফারহাকে ধরে ফেলল। মেয়েটা তো আরেকটু হলে কেঁপে কেঁপে পড়েই যাচ্ছিল! জামান ওকে আড়াল করে সামনে তাকিয়ে বলল,
"সরি লিও, ইটস আ মিসআন্ডারস্টেন্ডি! শি থট ইটস মি। প্লিজ, সো সরি ফর দিস!"
ওদিকে লিও রেগে বলল,
"তোমার কি হয় এই মেয়ে? ফ্রেন্ড? গার্লফ্রেন্ড? তার কিভাবে সাহস হয় তোমাকে ভেবে আমার সাথে মজা করার?!"জামান ফারহার হাত থেকে ডিমের ব্যাগ টেনে নিয়ে এক হাতে ফারহাকে আর আরেক হাতে সেটা ধরে টেনে ঘরের দিকে নিয়ে যায়। ও দিক লিও ফোঁসফোঁস করছে সাপের মত। জামান সরি বলে দ্রুত ফারহাকে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। এদিকে ফারহার শরীরের কাঁপুনি কমছেই না! দ্রুত ওকে টেনে নিয়ে চেয়ারে বসালেও লাভ হলো না, মেয়েটা কেঁপেই যাচ্ছে। ফারহার দু'কাঁধ ধরে জামান ঝাকাচ্ছে।
"এই ফারহা! এইভাবে কাঁপতেছ কেন? আরেহ, কিচ্ছু হবে না, ইটস ওকে! হাত ধোও তুমি! এমন ডিম মেখে বসে থাকবা?"
ফারহাকে চেয়ার থেকেই জামান তুলতে পারছে না, চেয়ারে বসেই সে কাঁপছে। জামানে একটা মগে পানি এনে ওর হাত ধুয়ে দিল। ওদিকে লিও কি রিএকশন করবে, ভেবে একটু চিন্তা হচ্ছে। আর এদিকে এই মেয়ে একেবারে স্টিল হয়ে কাঁপছে, যেন একটা ভাইব্রেটর! জামান ফারহাকে পানি এগিয়ে দিল খাওয়ার জন্য। ফারহা কাঁপতে কাঁপতে সেটা নিয়ে থেকে পানি খেলো। জামান ওকে টেনে এনে সোফায় এনে বসালো। তারপর মাটিতে হাঁটু মুড়ে বসে ওর দুহাত চেপে বলল,
"ইটস ওকে ফারহা, ইটস ওকে। লিও কিচ্ছু করবে না, আমি সামলাচ্ছি!"
ফারহা কাঁপতে কাঁপতে বলল,
"আআসলেইই? ঐ দদৈত্য তো মমনে হহচ্ছে আআআমাকে আআছাড় মাআআরবে!"

KAMU SEDANG MEMBACA
অভিসারক ও অভিসারিণী
Romansaফারহার জীবন থেমে যায়নি। জামান চলে গেছে, জামানের কাছ থেকে সে সরে এসেছে। কিন্তু সে কি আদৌ পেরেছে সরে আসতে? তাহলে কে তার অভিসারক? ফারহার বিয়ে হলো কার সাথে? কিভাবে? ফারহা এখন কি করছে? তারপর? ফারহার গল্পের শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হলাম। অভিসারিণীর অ...