#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria#১১
শীতকালে বাতাস যেন হিড়হিড় করে ফাঁক ফোঁকর গলে ভূতের মত ঢুকে পড়ে, হোক তা জানালার ফাঁক কিংবা কাপড়ের। ফারহার মনে হচ্ছে, এই দেশের শীতের বাতাসও ব্যতিক্রম নয়। যখনই সুযোগ পাচ্ছে, শরীরের চিপা চাপায় ধান্দা করে ঢুকে যাচ্ছে। ফারহা বুকের সাথে দুই হাত চেপে ধরে। হাত মোজা না থাকায় হাত জোড়া মুখের কাছে এনে তা গরমের চেষ্টা করল। জামান ওর দিকে তাকিয়ে বলল,
"গাড়ির হিটারের হিট বাড়িয়ে দিব? ঠান্ডা লাগছে?"
হাত বাড়িয়ে হিট কিছুটা বাড়িয়ে দিল। ফারহা মিষ্টি হেসে বলল,
"ইউ আর সো কাইন্ড"
জামান জবাব দিল না। ফারহা এরপর একটু পর পর এটা কোন এলাকা, এটা কোন বিল্ডিং, কোন ব্রিজ, এসব প্রশ্ন করতে থাকল। জামান চুপচাপ শুধু জবাবটুকু দিতে থাকলো। আড়চোখে বেশ কয়েকবার ফারহাকে দেখেও বিশ্বাস করতে পারছে না সে। মেয়েটার ড্রাস্টিক পরিবর্তন এসেছে, আগ্ব্র মেয়েটার সাথে মেলানোই যাচ্ছে না। জামানের ফারহার এই পরিবর্তন হজম হচ্ছে না।ফারহা বাহিরে তাকিয়েই প্রশ্ন করল,
"আমাদের আর কতক্ষণ লাগবে বাসায় পৌঁছাতে?"
"আরও ১৫ মিনিটের ড্রাইভ"
"আচ্ছা, আমরা কি ঐ সাইডে নামতে পারি?"
"ঐদিকে নেমে কি করবা?"
"আপনি না বড্ড প্রশ্ন করেন! পুরো একদিনেরও কিছু বেশি সময় ধরে বসে আছি একটু রিলাক্স তো করা উচিত, হাত পা নাড়া দেয়া উচিত!"
জামান মাথা নাড়ল।
"এখানে দেখার মত এমন কিছু নেই। সব রাস্তাঘাট আর দোকানপাট। তার চেয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিও"
ফারহা আবদারের সুরে বলল,
"উফ জামান ভাই, আপনি না এত বোরিং! প্লিজ সাইড করেন না!"
জামান অন্য দিকে ফিরে এমন ভাব করল যেন ফারহার কথা শুনতে পায়নি। ফারহা এবার গিয়ারের উপর রাখা জামানের বাম হাতের উপর হাত রাখলো। জামান চমকে উঠে ফারহার দিকে চাইতেই ফারহা লাস্যময়ী হাসি দিল।
"জামান ভাই, দেখেন তো আমাকে কেমন লাগছে!"জামান চমকে উঠল ফারহার আচরণে, এক টানে হাত সরিয়ে ফেলল, সাথে দৃষ্টিও। ফারহা এবার ওর স্টেয়ারিং থেকে হাত জোর করে হাত টেনে নিয়ে দুই হাতে চেপে ধরল।
"এমন করে পিছলে যাচ্ছেন কেন জামান ভাই? আমার স্পর্শ ভালো লাগছে না? এখানে কেউ নেই তো, শুধু আমি আর আমি!"
জামান আবারও জোর করে হাত টেনে সরিয়ে দ্রুত একপাশে পার্ক করল গাড়ি। সিট বেল্ট খুলতে খুলতে বলল,
"গাড়ি থেকে নামো"
ফারহা বিজয়ীর হাসি হেসে মনে মনে বলল,
আমার সাধের পায়রা
মাথায় দিয়ে টায়রা
শুনবি না কথা আজকে,
কোলে উঠে বসবো কালকে!
YOU ARE READING
অভিসারক ও অভিসারিণী
Romanceফারহার জীবন থেমে যায়নি। জামান চলে গেছে, জামানের কাছ থেকে সে সরে এসেছে। কিন্তু সে কি আদৌ পেরেছে সরে আসতে? তাহলে কে তার অভিসারক? ফারহার বিয়ে হলো কার সাথে? কিভাবে? ফারহা এখন কি করছে? তারপর? ফারহার গল্পের শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হলাম। অভিসারিণীর অ...