১৮

477 23 2
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#১৮

পর পর দুদিন পার হয়ে গেছে। জামান কথা বলেনি ফারহার সাথে, এমনকি খেতেও ডাকেনি। জামান খেয়ে উঠে যাওয়ার পর ফারহা বেরিয়ে আসত। একই ছাদের নিচে দুটো মানুষ, অথচ দুজন দুজনের অস্তিত্ব অস্বীকারের প্রচেষ্টা চালাচ্ছে। না, ফারহা এর মাঝে একবারও জামানকে সরি বলতে এগিয়ে যেতে পারে নি। দোটানায় ভোগে সে আর কোনো স্টেপ নেয়নি। ওদিকে জামানও তার মতই আছে, অফিসে যাচ্ছে, আসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। ফারহা কি করবে ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে আবারও পাভেলের শরণাপন্ন হলো।

"দোস্ত, জামান ভাই তো কথা বলে না!"
"উনি বলে না, তো তুই বল! এরকম মুরগীর মত বসে থাকতে কি ওই দেশে গেছিস?"
"আজকে দেশে থাকলে আমাকে মুরগী ডাকা বের করতাম। শালা!"
"হে হে, তুই দেশে নাই, সো মামলা ডিসমিস"
"কাজের কথা বল ফাউল। কি করব এখন?"
"দি ফেমাস জিনিয়াস ফারহা আমাকে প্রশ্ন করতেছে যে সে এখন কি করবে! ফারহা চৌধুরীর এমন দুর্দিনের সাক্ষীও হলাম তাহলে?!"
"ফটফট করবি না একদম! মাইর না খাইতে খাইতে তোর কলিজা বড় হয়ে গেছে। দেশে এসে তোর কলিজা কেটে রান্না করব, দেখিস!"
"খালি আমার সাথেই তোমার যত তেজ! যায়গা মত তেজ তো দেখাইতে পারো না!"
"জামান ভাইয়ের সাথে তেজ দেখাইলে আমার খবর আছে! এমনেই বাঁচি না, আবার মরার উপর খাড়ার ঘা দিব নাকি?!"
"শোন, রাগ করলে রাগ ভাঙাতে হয়। ভাইয়া রাগ করছে, তুই ভাঙা। কিভাবে ভাঙাবি সেটা তোর ব্যাপার। আমি এতটাও বুদ্ধিমান হইনি যে এখন তোকে বুদ্ধিটাও আমিই দিব!"
"এতক্ষণে লাইনে আসছিস! ঠিক আছে, এই কথার জন্য আগের কথা গুলো মাফ করে দিলাম! এরপর থেকে বেলাইনে একদম কথা বলবি না!"
"যথা আজ্ঞা!"

ফারহার মাথায় ঘুরছে জামানের সাথে স্বাভাবিক আচরণ করার প্ল্যানিং। সব ঠিক থাকার পর শুধুই অপেক্ষা কখন জামান অফিস থেকে আসবে। দুইদিন ধরে জামান কিছুটা দেরীতে বাসায় এসেছে। কিন্তু আজ তারচেয়েও দেরী করছে জামান। ফারহা ইন্টারনেটে কয়েকবার দেখল, জামান অনলাইনে নেই। ওর কাছে সিমকার্ড নেই যে জামানকে কল দিবে। তৈরি হয়ে অপেক্ষা করতে করতে ডাইনিং টেবিলে মাথা রেখে ওর দু চোখ যখন লেগে গেল, তখনই দরজায় খুট করে আওয়াজ হলো। ফারহা দেখল, জামান বাসায় ঢুকছে। ও উঠে দাঁড়িয়ে জামানের কাছে আসলো, সে তখন জুতো খুলছে। ফারহা হাই তুলে বলল,
"আজ যে এত দেরী হলো?"
"কাজ ছিল,"
জামানের দায়সারা জবাব। সে ফারহার দিকে তাকালোও না। গায়ের জ্যাকেট খুলে পাশে হ্যাঙারে রাখলো। ফারহা আবারও কথা বলল,
"আজকে আপনি আসলে বাইরে বেরুবো ভাবছিলাম। আপনার সময় হবে?"
"মাত্র আসলাম, অনেক টায়ার্ড আমি। সময় নেই"
"দুইদিন ধরে বাসায় বসে আছি। এক সপ্তাহ তো পার হয়ে গেল। আমি কি এভাবেই বসে থাকব?"
জামান একটা চাবি রাখলো টেবিলে। তারপর ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল,
"আমি বাসায় না থাকলেও বাইরে একা একা যেতে পারো। শুধু এলাকা আর ঠিকানা মনে রাখলেই হবে। আমাকে সারাদিন মিটিং আর দৌড়ের উপর থাকতে হইছে। আমার তোমাকে নিয়ে বের হওয়ার মত এনার্জি নেই"

অভিসারক ও অভিসারিণী Tahanan ng mga kuwento. Tumuklas ngayon