592 26 3
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#৫

বাসায় পৌঁছে ফারহা সরাসরি ওয়াশরুমে ঢুকে যায়। ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ধরে গোসল করল। গোসল করতে করতে বারবার কোমরের কাছে হাত চলে যাচ্ছে। সত্যিই, নারী দেহ কি এই সমাজে এত সস্তা? নাকি ওকে দেখলে মনে হয় ও এভেইলেভল? "টেকেন ফর গ্রান্টেড"? নাকি ওর আচরণ এমন? সমস্যাটা আসলে কোথায়? আয়নায় নিজের মুখচ্ছবি ও দেখছে। এই ফারহাকে কি ও চেনে? ফারহা তো এমন এভেইলেভল কখনোই ছিল না! হ্যাঁ, একমাত্র জামান ভাইয়ের জন্য নিজেকে একেবারে পানির দরে তুলে দিয়েছিল মানুষটার হাতে। আর মানুষটা কি করল? বুঝেও না বোঝার ভাণ করে এড়িয়ে গেল। আর যখন আসলো, তখন আর ফারহা আর পারল না তাকে মেনে নিতে। আসলে সমস্যা কার মাঝে? জামান? নাকি ফারহার?

ওয়াশরুম থেকে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো ও। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, কিছু পানি টাওয়েল শুষে নিচ্ছে, আর কিছু মাটিতে পড়ছে। ফারহা আরেকটা  টাওয়েল নিয়ে চুল মুছছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চুপ করে দেখে যাচ্ছে ফারহা। আয়নাতে নিজের পরিবর্তিত রূপটা অসহ্য লাগে। আগেই তো ভালো ছিল! কাউকে কেয়ার করেনি, কাউকে প্রয়োজন হয়নি! ফারহা একটা বড় টিশার্ট বের করে তার সাথে ঢোলা পালাজ্জো পরল। তারপর ভেজা চুল ঘাড়ের এক পাশে ফেলে এন্ড্রয়েড নিয়ে শুয়ে পড়ল। ফোনে ফেসবুক অন করে সার্ফিং করতে করতে চোখে পড়ল জামানের নামের পাশে সবুজ আলো জ্বলছে। ফারহার ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠল। জামান ভাইয়ের সাথে একটু কথা বলা যাক! ভয়েস কল দিয়ে বসল সে জামানকে।

বেশ কিছুদিন পরের কথা।

ঝামেলার পরদিনই ফারহা অফিসে তার রিজাইন লেটার মেইল করে দিয়েছিল। ওর স্যার ওকে কল করে অফিসে এসে দেখা করতে বলেছিল, কিন্তু ফারহা রাজী হয়নি। উনি ভীষণ অবাক হয়ে বললেন,
"ফারহা, তোমার এই মাসের সেলারির একটা অংশ তো বাকি পড়ে গেছে। তুমি কি সেটা নিতেও আসবে না?"
"না স্যার। আপনার অফিসে যে অসভ্য এমপ্লয়িরা আছে, তাদের ছায়াও যদি আমার উপর পড়ে, আমি অপবিত্র হয়ে যাবো। তাই অফিসে আমি পাই রাখতে চাচ্ছি না। তাছাড়া আমি টাকার জন্য কখনো চাকরিতে জয়েন করিনি, আমার উদ্দেশ্য ছিল আমার পটেনশিয়ালটি কাজে লাগানো এবং এক্সপেরিয়েন্স গ্যাদার করা। সেটা তো আর ভালো ভাবে হয়নি! হয়ত আমারই ভুল। তাই আমি আর কোনোভাবেই কন্টিনিউ করতে চাচ্ছি না"
"ফারহা, তুমি সবকিছু ভেবে বলছ তো?"
"জ্বী স্যার। আমি আপনার অফিসের সাথে কোনো প্রকার লেনদেন রাখতে পারছি না, সেজন্য দুঃখিত। তবে আপনি বস হিসেবে অনেক ভালো, এটা আমার জন্য একটা ভালো অভিজ্ঞতা ছিল। আমি সেটা মনে রাখব"
"ফারহা, আরেকবার ভেবে দেখো। চাকরিতে জয়েনের এখনো সুযোগ আছে, আমি চাচ্ছি না তোমাকে হারাতে!"
"কিন্তু স্যার, রাকিবের সাথে তো আমার ভয়াবহ রকমের খারাপ সম্পর্ক। কে জানে কবে তার নাক মুখ ফাটিয়ে বসি। তাছাড়া আমার নামে অনেক মিথ্যাও সে অফিসে রটিয়েছে। এসব নোংরা কে পরিষ্কার করবে বলেন? আর আপনিও তো রাকিবের মত এক্সপেরিয়েন্সড লোক ছাটাই করবেন না। যেহেতু আমারই সমস্যা, আমিই নাহয় সরে দাঁড়ালাম স্যার"
"ইচ্ছা করেই কি এমন শর্ত দিচ্ছ?"
"ভেবে নিতে পারেন স্যার। কারণ আমার স্বভাব তো জানেনই। আপনার নিশ্চয়ই ভালো লাগবে না এটা দেখতে যে আপনার দুজন কর্মচারী মারিমারি করছে স্কুলের বাচ্চাদের মত! হা হা হা!"

অভিসারক ও অভিসারিণী Donde viven las historias. Descúbrelo ahora