১৫

522 23 4
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#১৫

ফারহা জামানের প্রস্তাব শুনে তব্দা খেয়ে আছে। এই কথা জামান বলেনি, অসম্ভব। ফারহা চোখ বন্ধ করে মাথা ঝাঁকি দিল। চোখ খুলে আবিষ্কার করল, জামানের মুখ এখনও ওর মুখের সামনে। জামানের দুচোখ এখন ওর ঠোঁটের উপর নিবদ্ধ। এমন নির্লজ্জ আচরণ জামান করবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারে নি। এত বিশ্বাসের শেষ মেশ এই মর্যাদা দিল জামান?! এত ভালো ব্যবহারের পেছনে লোভ ছিল ফারহাকে অনৈতিক ভাবে পাওয়ার? নোংরা কথা বলার আগে জামানের একবারও বুক কাঁপলো না? ফারহাকে কি আর দশটা সস্তা মেয়ে মনে হচ্ছে ওর কাছে? শুধুমাত্র ওর বাসায় থাকছে বলে?! ফারহার পায়ের রক্ত মাথায় উঠে গেল। গলা ফাটিয়ে জামানের মুখের উপর চেঁচিয়ে উঠল।

"কি মনে হয় আমাকে? সস্তা? কদিন একটু অসুস্থ হয়ে পড়লাম বলে একেবারে কিনে ফেলেছেন মনে হয় যেন? এই রকম নোংরা কথা বলার আগে মুখ থেকে জিভটা খসে পড়ল না, হ্যাঁ? খুব তো সবার সামনে চরিত্রবান সেজে বসে থাকেন! ভেতরে ভেতরে লিভ টুগেদারের চিন্তা করেন, না? শোনেন জামান ভাই, মনে করবেন না যে অসুস্থ বলে কিচ্ছু করতে পারব না! আমি কিন্তু কলেজে থাকতে জুডো প্র‍্যাক্টিস করতাম। আপনি একটা ছেলে মানে গায়ের জোরে পেরে যাবেন, একদম এমনটা ভাববেন না! এক ঘুসিতে আপনার চোয়াল আলগা করে ফেলতে পারব আমি!"
জামান হাসি হাসি মুখে বলল,
"তুমি শিওর যে এক ঘুসিতেই আমার চোয়াল আলগা হবে? এত সহজ? ঠিক আছে, একটা ঘুসি মারো। একটায় যদি কাজ না হয়, তাহলে কিন্তু ডিপ ফ্রেঞ্চ কিস দিব তোমাকে!"

জামানের দুচোখে কৌতুক খেলছে। আর ফারহার দুচোখে আগ্নেয়গিরির ভয়ানক আগুন, যেন কোনো মুহূর্তে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়ে তা জামান আর তার সাজানো বাসাটা চুরমার করে দিতে পারে। ফারহা দুই হাতে জামানের বুকে প্রচন্ড জোরে ধাক্কা দিল। যদিও ফারহার মনে হচ্ছিল ও অনেক জোরে ধাক্কা দিয়েছে, অথচ জামান সেই তুলনায় সামান্যই নড়ল। ফারহা দ্বিতীয়বার আরও জীরে ধাক্কা দিল। এবারও জামান ফারহার ধাক্কার তুলনায় কমই নড়ল। ফারহা ভেতরে ভেতরে শংকিত হয়ে উঠেছে, জামান ওকে পেচিয়ে ধরলে ও কোনোভাবে পালাতে পারবে না। জামানের মত শক্ত সামর্থ ছেলে, যে কিনা নিয়ম করে জীম করে, তার সাথে গায়ের জোরে সে পারবে না। ফারহার ভেতরে ভয় চলে আসছে। নাহ, কোনোভাবেই মুখে ভয়ের ছাপ ফেলা যাবে না। জামানকে বুঝতে দেয়া যাবে না ওর মনে কি চলছে।

অভিসারক ও অভিসারিণী Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin