710 33 3
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#২

রাকিবের সাথে ফারহা অফিসের পর পাশে শপিংমলে গেল। দুজনে যখন ঘুরতে শুরু করেছে, তখন ফারহার সব পছন্দতেই কোনো না কোনো খুঁত খুঁজে বের করছে। আর যেটায় পাচ্ছে না, সেটাকে কোনো এক অজানা কারণেই বাতিল করে দিচ্ছে। ফারহা দাঁতে দাঁত চেপে রাকিবের কান্ড দেখছে আর মনে মনে ভাবছে, তোকে শালা এক মাইনকার চিপায় ফেলে একেবারে স্ট্রবেরির মত চিপে চিপে রস বের করব দেখিস!

যেই মুহূর্তে ফারহা রীতিমতো ফেটে রাকিবের ধড় থেকে মুণ্ডপাত করবে, ঠিক সেই মুহূর্তে একটা উপহার ওর মনে ধরল। একটা ঘড়ি আর তার সাথে এক সেট জুয়েলারি। ফারহাকে দেখানোর পর যতটা না জোরে মাথা নাড়ানো প্রয়োজন, তারচেয়ে জোরে সে মাথা নাড়ালো। ও এখন এই ঝামেলা থেকে বের হতে পারলেই বাঁচে। তবে ফারহা চৌধুরী প্রতিশোধ নিতে ভুলে না। তাই শপিং শেষেই ইচ্ছে করে ভাণ করে ফ্লোরে পড়ে গেল। রাকিব দ্রুত ওর কাছে আসলো।
"ও মাই গড! আর ইউ অলরাইট?!"
"নো, নো, নট এট এল! পায়ে মোচড় লেগেছে হালকা। আহ!"
ফারহার ন্যাকা অভিনয় দেখলে ওর বাবা মা এখন মুহুর্তেই অজ্ঞান হয়ে যেতেন। এই মেয়ে সিনেমাতে গেলে নিশ্চিত অস্কার জয় করত প্রতি বছর একটা করে। ফারহা নিজের অভিনয়ের ভূয়সী প্রশংসা করতে ভুলে না। পায়ে হাত চেপে বেচারি বেচারি ভাব এনে বলল,
"আমার মনে হয় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে! চলো না ফুডকোর্টে যাই?"
"হ্যাঁ হ্যাঁ শিওর! তুমি উঠতে পারবে?"
"পারব। একটু হাত ধরলেই হবে"
ফারহা এমন একটা ভাব ধরল যেন রাকিবের সাহায্য ছাড়া সে দাঁড়াতেই পারছে না। ওদিকে মনে মনে ভাবছে,
ওরে মগার মগা!
জানস না তোরে যে বানামু বগা
চান্দের দেশে নিয়া ফান্দে ফালায়া
বাইন্দা কান্দামু তোরে মগা!

ফুডকোর্টে গিয়ে ফারহা একটার পর একটা অর্ডার করতে থাকে। না, সবগুলো সে খায় না। প্রতিটা থেকে কিছু কিছু খেয়ে বাকিটা ফেলে দিচ্ছে। রাকিব কিছুক্ষণ বাদে বেশ বিরক্ত হয়ে বলল,
"তুমি খাবে না তো এত অর্ডার কেন দিচ্ছ?"
"আহ, অর্ডারের আগে তো খেতেই ইচ্ছা করে। কিন্তু মুখে দেয়ার পর আর খাওয় যায় না! তুমি আমাকে বকো কেন? এগুলো কি আমার দোষ? এটা তো যারা খাবার বানায় তাদের দোষ!"
রাকিব মাথায় হাত রেখে ওর ড্রিংকের দিকে মনোযোগ প্রদান করার সিদ্ধান্ত নিল। এদিকে ফারহা আরও দুটো ডিশ নষ্ট করল। রাকিব চিন্তিত হয়ে বলল,
"তুমি কি সবসময় এমন?"
"উম? ম হুম। আমার আব্বু তো নিম্নে করে হলেও।পাঁচ হাজার টাকা নিয়ে আসে শুধু আমার খাবারের জন্য"
রাকিব আনমনে প্রমাদ গুনলো। অন্যান্য সময় অনেক টাকাই পকেটে থাকে। অথচ আজকে এত টাকা ভুলেও নেই। তার উপর এই মেয়েকে দেখে তো মনে হয়না এই মেয়ে টাকা এনেছে। তবে? রাকিব ক্রেডিট কার্ড নিয়ে এসেছে কিনা মানিব্যাগ বের করে সেটা দেখলো। আছে, কার্ড আছে। রাকিব তারপরও শুকনো মুখে বলল,
"আমার কাছে তো বেশি টাকা নেই,তুমি..."
"নাই? হায় হায়! আগে বলবা না! আমার কাছে তো এক টাকাও নেই! এখন কি হবে? দু তিন হাজার টাকা কোথায় পাবো!"
"আমার কাছে কার্ড আছে, আপাতত সেটা দিয়েই চালাতে হবে"

অভিসারক ও অভিসারিণী Donde viven las historias. Descúbrelo ahora