৩৭

578 22 9
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#৩৭

দুপুরের খাবার খেতে ফারহার মা বাবা আগে চলে গেলেন। ফারহা দেখল, তালা চাবি ডাইনিং টেবিলের উপর রাখা। ফারহা সারাবাড়ি খুঁজে তাদের না পেয়ে এই স মত্য আবিষ্কার করেছে। তাছাড়া এখন হামিদা কিংবা তার মত কেউ নেই, বাসায় কেবল ছোটা বুয়া একবেলা এসে কাজ করে দিয়ে যায়৷ ফারহা এদিক ওদিক চেয়ে ভাবে, একবারও কি ডেকে দিতে পারেনি যাওয়ার আগে? বাসায় এসেছে দেড় ঘন্টা হবে, তার মধ্যে একবার মায়ের সাথে কথা শুরু হতে না হতেই চড় খেলো। এখন কি ওর বাবার হাতে চড় খাওয়া বাকি? ফারহার কেন যেন এখন সব কিছু খুব গায়ে লাগছে। আর লাগছে বলেই বিরক্তও লাগছে। হঠাৎ অনুভূতি গুলো এমন তীব্র হয়ে গেল কেন? ও তো নির্লজ্জের মত বাবা মায়ের বকা আজকে থেকে খাচ্ছে না, সেই ছোটবেলার অভ্যাস! অথচ এখন এই সামান্য চড় এত লাগলো? তার উপর বাবা মায়ের ওকে এড়িয়ে চলাটাও? এত সেন্সিটিভ? এগুলো কি বিয়ের সাইড ইফেক্ট? তাহলে তো শালার বিয়ে করাই একটা পাপ ছিল! ফারহা আনমনে গজগজ করতে করতে মাথায় ওড়না চাপায়। ডাইনিং এর ছোট্ট আয়নার দিকে তাকিয়ে বলে,
"মানুষ ঠিকই বলে, বিয়েটা করলেই মেয়েদের জীবন বদলে যায়। এই যেমন আমার গন্ডারের মত মোটা চামড়া এখন ফিনফিনে পাতলা হয়ে গেছে!"

জামানদের বাসায় ঢুকে ফারহা বেশ অবাক হয়ে গেল, পুরো ঘর জুড়ে কি সুন্দর উৎসবের আমেজ! অথচ ওর বাসায়? মনে হচ্ছে প্রতিটা ঘরে একটা করে মরা ইঁদুর পড়ে আছে, এমন বাজে একটা অনুভূতি হয়। আসলেই কি ওর বিয়ে অন্য কোথাও দেওয়ার চিন্তা করছে ওর মা? নাকি সবটা ব্লাফ? ফারহা বেশিক্ষণ চিন্তায় ডুবে থাকার আগেই কোমরে জামানের হাতের অস্তিত্ব টের পায়। সবার অলক্ষ্যে জামান ওকে নিজের ঘরে টেনে আনে। দরজা আটকে তাতে হেলান দিয়ে বউকে নিজের সাথে জড়িয়ে ধরে।

ফারহার ভালো লাগছে না এসব। কখন আবার ওর মা ওকে খুঁজতে শুরু করে কে জানে! দৃষ্টি অন্যপাশে সরিয়ে নিজেকে ছাড়ানোর জন্য জামানকে মৃদু ধাক্কা দেয়।
"ছাড়ো। সবাই দেখলে এখন বাজে বাজে কথা ভাববে"
"ভাবলে বলে দিব, এটা আমার বিয়ে করা বউ!"
"আর সবাই খুশি খুশি মেনে নিবে, তাই না? ছাড়ো তো"
জামান বন্ধন আরও শক্ত করে।
"ছাড়ব না! মাত্র দেড় ঘন্টা হলো তোমাকে ছাড়া অন্য বাসায় আছি, অথচ তোমাকে দেখামাত্র মনে হলো, কতদিন তৃষ্ণা মেটে না! বলো না, এত পাগল করলা কিভাবে আমাকে?"

অভিসারক ও অভিসারিণী Where stories live. Discover now