২১

572 27 9
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#২১

জামান কাঁদছে, ফারহাও কাঁদছে, তবে ওর কান্নায় কোনো শব্দ নেই, নীরবে অশ্রু বিসর্জন করছে কেবল। ফারহা কখনো কাঁদতে পারত না, ওর কাছে কান্না করা সবচেয়ে কঠিন কাজগুলোর মাঝে অন্যতম। অথচ আজ এমন এক পরিস্থিতিতে পড়ে আছে যেখানে বসে ওর কান্না ছাড়া কিছুই করার নেই। জামান ওর হাত ধরে ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে একবার মুখ থেকে একটা ইতিবাচক সাড়া পাওয়ার আশায়। জামানের প্রতি অভিমানের সব পাহাড় আজ ভেঙে চুরমার হয়ে গেছে, অভিযোগ এর বইয়ের সব পাতা হারিয়ে গেছে, বিষাদের দিন গুলো যেন বর্ষপঞ্জির পাতা থেকে মুছে গেছে। তবুও ও মুখ খুলতে পারছে না।

জামান সোজা হয়ে উঠে দাঁড়ালো। ফারহার দুগালে আলতোভাবে হাত রেখে নরম কন্ঠে বলল,
"আমি সরি তোমাকে আমার ভালোবাসা সময় মত বুঝাতে পারিনি। আমি সরি তোমার আমার প্রতি অনুভূতির যথাযথ সম্মান আমি দিতে পারিনি। আমি সরি সবকিছুর জন্য। বিশ্বাস করো, শেষ কিছুদিন আমি তোমার যত্ন নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর কি করলে তোমাকে রাজী করাতে পারব? আর কিভাবে বললে বুঝবা যে তোমাকে দেখলে আমার ভেতরে কি হয়? কিছু বলো না কেন?"

ফারহা জামানের হাত সরিয়ে চোখ মুছে নিল। মাথা নিচু করে বলল,
"এতবার সরি বলতে হবে না। আমাকে এতবার সরি বলার মত কোনো দোষ করেন নি। করে থাকলেও এখন আর সেসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই"
"তাহলে কি সমস্যা? কেন তুমি আমার দিকে আগাচ্ছো না? আমার চোখের দিকে তাকাও। এমন কি আছে তোমার আর আমার মাঝে যেটা বারবার তোমাকে আটকাচ্ছে?"
"আমাকে আজ রাতটা সময় দেয়া যাবে? প্লিজ? আমি কাল সব প্রশ্নের উত্তর দিব আপনাকে"

জামান হাল ছেড়ে দিল। নিজেকে অনেক নিচু লাগছে৷ এভাবে ফারহার কাছে নিজেকে সমর্পনের পরও মেয়েটা একবারের জন্যও মুখ ফুটে কিছু বলছে না। অথচ ও নাকি এখানে জামানের জন্যই এসেছে। তাহলে অসুবিধাটা কোথায়? জামান ফারহার কাছ থেকে কিছুটা সরে আসলো।
"ঠিক আছে। তুমি বিশ্রাম করো। আমরা কাল সকালে কথা বলব"

ফারহা ধীর পায়ে দরজা খুলে ঘরে ঢুকে পড়ল। চারপাশে চোখ পড়তেই বুকের ভেতরটা মোচড়াচ্ছে। এই ঘরে আর হয়ত আসা হবে না, এখানে আর থাকা হবে না। বিছানায় বসে মাথা চেপে ধরল, মাথাটা ব্যথা করছে খুব। একে তো কান্না করতে পারে না, তার উপর কান্না করলে মাথা ধরে যায়। এক গ্লাস পানি খেয়ে চুপ করে ভাবতে বসল, জামানকে কি করে সব কিছু বলবে।

অভিসারক ও অভিসারিণী Where stories live. Discover now