২৩

573 27 7
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#২৩

যখন ফারহা চোখ মেলে তাকালো, ওর মনে হলো ও মাত্র স্বর্গ হতে মর্ত্যে নেমে এসেছে। কখন দুহাতে জামানের ঘাড় জড়িয়ে ধরেছে নিজেও জানে না। জামান সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে হাসছে। নাকে নাক ঘষে সে বলল,
"বেস্ট ডে অফ মাই লাইফ, এন্ড ইটস দ্যা বেস্ট মোমেন্ট"
ফারহা আবেগে কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। জামান ওর বউকে নিজের সাথে মিশিয়ে রেখেছে। ফারহা বেশ এঞ্জয় করছে জামানের কাছ থেকে আসা পুরুষালি ঘ্রাণ আর পারফিউমের মিশ্রন। এভাবে কিছুক্ষণ থাকার পর ও তাড়া দিল,
"বাসায় যাই চলো। ঠান্ডা বাড়তেছে"
"এখানে আরেকটু থাকি?"
"ওকে ইয়োর হাইনেস"
জামান ফারহাকে পেছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করে ব্রিজের সামনের দিকে মুখ করে দাঁড়ালো। ফারহা প্রশ্ন করল,
"এই নদীর নাম কি?"
"ইস্ট রিভার"
"জানেন, অনেক ভাবে কল্পনা করার চেষ্টা করেছি আমার ফার্স্ট কিসের মোমেন্ট কেমন হবে। অনেক ভাবে সেটা মনে মনে সাজিয়েছি। কখনো ভাবি নি এমন একটা অচেনা শহরের অচেনা নদীর উপর নির্মিত একটা ব্রিজের উপর আমরা দুজন থাকব। কক্ষনো ভাবি নি একটা পাবলিক প্লেসে...! এখনও মনে হচ্ছে, আমি স্বপ্নে ডুবে আছি"
"এটা স্বপ্নের চেয়েও সুন্দর বাস্তব। আর পাবলিক প্লেস হলেও বেটার দেন বাংলাদেশ। ওখানে তো শান্তিমত নিজের ঘরে বউকে নিয়ে থাকা যায় না! এখানের মানুষ বরং খুশি হয় এটা ভেবে যে, দুটো মানুষ খুশি তো আছে!"
"আমার না আজ সারারাত বাহিরে ঘুরতে ইচ্ছে করতেছে"
জামান হিজাবের উপর দিয়ে ওর ঘাড়ে মুখ গুঁজে বলল,
"আজ সে সুযোগ দিব না। টুডে ইজ মাইন। সেই গতকাল থেকে অধীর আগ্রহে বসে আছি তুমি আমার হবে। এখন সময় নষ্ট করার সুযোগ আমি দিব না!"
"মাত্র গতকাল থেকে অপেক্ষা করছেন?"
"না, সেটা না। যেদিন তোমাকে প্রথম পাঁজাকোলা করে নিলাম, সেদিন থেকেই"

ফারহা চমকে ওর হাত সরিয়ে বন্ধন মুক্ত হতে চাইল, জামান ওকে আবার শক্ত করে চেপে ধরে বিরক্তি প্রকাশ করল,
"এরকম করছ কেন? এভাবেই তো ভালো লাগছে!"
"আপনি এত আগে থেকে পছন্দ করেন? মিথ্যুক!"
"তুমি মিথ্যা মনে করলে তো কিছু করার নেই"
"তাহলে এতদিন ঘুরালেন কেন? আমি প্রপোজ করার পর পালালেন কেন? আরও আগে কেন সব বললেন না?!"
"তুমি এত ফাস্ট যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নিজে নিজে এসছ, যদি নিজে নিজে চলে যাও? তাছাড়া জীবনে যে যত দ্রুত কাছে আসে, সে তত দ্রুত দূরেও সরে যায়। তার উপর নিজেরও অনেক কমতি ছিল। সব মিলিয়েই আগাইনি। তোমার মত এত আবেগে আমি চলি না!"
"আচ্ছা! আমি আবেগী?"
ফারহার কন্ঠে অভিমান। জামান হেসে গালে টুপ করে চুমু খেলো।
"রাগ করো কেন? আমিও তো আবেগী। তবে তোমার মতে হলে ভালোই হত। আমাদের প্রেমের প্রায় ছয় বছর হয়ে যেত। ইশ, মিস হয়ে গেল এত কঠিন সুযোগ!"
"এজন্য তো কঠিন শাস্তি দেয়া দরকার আপনাকে!"
"তিন বছর তো কাটালাম, আর কত শাস্তি দিবে? যাই হোক, বাসায় চলো এখন। আমি সময় নষ্ট করতে রাজী না"
"এক্ষুনি কেন?!"
"আমার বউকে এখনই লাগবে"

অভিসারক ও অভিসারিণী Where stories live. Discover now