492 22 4
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#৮

জামান পুরো একটা সিগারেট টেনে শেষ করল, আর পুরোটা সময় ইরফান ওকে দেখে গেল, কিছু বলল না। ধোঁয়াতে নিজের ভেতরটা পুড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলল,
"কি ভাবছ ইরফান ভাই? ফারহার দুঃখে দেবদাস হয়ে গেছি?"
"নাহ। দেবদাসরা তোমার মত চাকরি করে না, রেগুলার জীমে যায় না, হাইকিং, ট্রাভেলিং এমনকি সোশ্যাল এক্টিভিটিজ এ ভলান্টিয়ারও হয় না। ঝেড়ে কাশো বাছা। মনে হচ্ছে তোমার গল্পের আর খুব বেশি বাকি নেই"
"ঠিক তা না, আরও অনেক টুকুই বাকি আছে। ফারহার সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার। এর মাঝে আমেরিকায় আসার কাগজপত্র আকস্মিকভাবে হয়ে গেল। আমি কাউকে বলতে পারছিলাম না কারণ একদিকে সবাই খুশি হবে, আরেকদিকে কষ্ট পাবে। ভাইয়া দূরে থাকে বলে আম্মু এমনিতেই আমাকে হাতছাড়া করতে চায় না, তার উপর আমি চলে গেলে আম্মু যে ভেঙে পড়বে, এ ব্যাপারে নিশ্চিত। তাই চিন্তা করলাম, সবার আগে ফারহাকে বলব। ফারহাকে ডেকে বলতেই রেস্টুরেন্টে সবার সামনে লঙ্কাকাণ্ড করে বসল! একেবারে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে চলে গেল! আমি ভেবেছিলাম, মেয়েটাকে বললে ওকে দিয়ে হয়ত ধীরে সুস্থে আম্মুকে বুঝানো যাবে, সামলানো যাবে। আম্মুকে হয়ত সঙ্গও দিবে যতদিন আমি থাকব না। কারণ ফারহার মাঝে একটা অদ্ভুত প্রাণসঞ্চারী শক্তি আছে, যে কাউকে মুহূর্তে খুশি করে দিতে পারে। তার উপর আম্মু তো ওকে আমার জন্য পছন্দ করেই রেখেছিল!
কিন্তু না। আমার পরিকল্পনা অনুযায়ী কিছুই হলো না। কতবার সিঁড়িতে, ছাদে অপেক্ষা করলাম, এই মেয়ে ঘর থেকেই বের হয় না। ওদিকে আমার আমেরিকা যাওয়ার দিন ঘনিয়ে আসছে। আমি তখন সবাইকে মানিয়ে নিজেকে গুছাতে শুরু করলাম। মেয়েটাকে কল করেও পাচ্ছিলাম না। তারপর পেলাম একেবারে যাওয়ার দিন। ও আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছে। চঞ্চল ফারহাকে আমি ওর মাঝে খুঁজে পাচ্ছিলাম না। খারাপ লাগা বাড়ছিল। আমি কি কোনো ভুল করেছিলাম? ফারহাকে আটকাতেই রেগে গেল, অনেক উল্টাপাল্টা বললো। আমি তর্ক করতে পারলাম না। মানসিকভাবে এমনিতে বিপর্যস্ত, তার উপর ফারহার মনগড়া আচরণ। আমি যে ওর ভুল ভাঙাবো, সেই সময়টুকুও নেই। শুধু কোনোমতে বললাম, আমি আবার দুই বছর দেশে আসব। কিন্তু ফারহার অভিমানের পাহাড়ের সামান্য অংশটুকুও ভাঙা হলো না"
"ফারহার যে সমস্যাটা ধরা পড়েছে আমার চোখে, মেয়েটা অনেক বেশি বুঝে, এবং সেটা অবশ্যই নিজের মত করে, তাই না?"
"হ্যাঁ, নিজে বুঝলো, বুঝলোই। ঐপাশে যে কোনো একটা ঘটনা থাকতে পারে, কোনো এক্সপ্লেনেশান থাকতে পারে, কারো কোনো কথা থাকতে পারে, সেটা ওর চিন্তার সীমানায়ই আসে না"

অভিসারক ও অভিসারিণী Where stories live. Discover now