#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria#৩৮
খুব ভোরে দুম করে ফারহার ঘুম ভেঙে গেল। চোখ মেলে বাংলাদেশের বাসায় নিজেকে আবিষ্কার করে কেমন অন্য রকম অনুভূতি হচ্ছে, যেন কোনো ভিনগ্রহে চলে এসেছে। কিছুক্ষণ চোখ পিটপিট করে কম্ফোর্টার টান দেয়ার জন্য হাত দিল, অথচ হাতে আসলো লেপ। লেপ?! ফারহা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকলো। কয়েক সেকেন্ড পর মনে পড়ল, ও বাংলাদেশে চলে এসেছে! চোখ কচলাতে কচলাতে জানালার পাশে এসে দাঁড়ালো। ঘরের বাইরে কুয়াশা ধোঁয়ার মত এখনো ভেসে বেড়াচ্ছে। সসর্বপ্রথম মনে প্রশ্ন জাগলো, জামান কি করছে? এখনো ঘুমায়? ফোন হাতে নিয়ে জামানের নাম্বারে ডায়াল করল। ছেলেটা সেই আগের নাম্বারই এবার এসে ব্যবহার করছে। ওপাশে তিনটে রিং হতেই জামান ফোন ধরল।
"হ্যালো?"
"ঘুমাও?"
"নাহ, একটু আগে ঘুম ভাঙলো। তুমি উঠছ কখন?"
"একটু আগেই। ছাদে আসবা?"
"হুম, আসো"ফারহা একটা শাল টেনে নিয়ে গায়ে জড়ালো। নিউইয়র্কে মাত্র দুমাস থেকেই বাংলাদেশের, বিশেষ করে ঢাকার শীত তার গায়ে লাগছে না। চুল হাত খোপা করে চোরের মত দরজা খুলে বেরিয়ে আসলো বাসা থেকে। চারতলায় উঠে দেখলো জামানও ঘর থেকে বেরুচ্ছে। ফারহাকে দেখে সে স্মিত হাসলো। জামানের পরনে একটা পাতলা টিশার্ট আর ট্রাউজার৷ ফারহার দিকে হাত বাড়িয়ে এক হাত ধরে ছাদের দিকে এগিয়ে গেল।
ফারহাদের ছাদ সবসময় খোলা থাকে। ভাড়াটিয়াদের সবসময় সেখানে আনাগোনা থাকে, শুধু এখন শীতের সকাল বলে সেখানে কেউ নেই। জামান ছাদে গিয়ে দুহাতে ফারহাকে পেচিয়ে ধরলো। ওর উষ্ণতা অনুভব করতে করতে বলল,
"রাতে খুব মিস করেছি। ঘুম হয়নি আমার। তুমি ঘুমিয়েছ?"
ফারহা সত্যিটাই বলল,
"কখন শুয়েছি আর কখন ঘুমিয়েছি, বলতে পারব না"
"সে কি! আমার কথা মনে পড়ে নি?"
"যেই টায়ার্ড ছিলাম, নিজের কথাই তো মনে ছিল না!"
"আনরোমান্টিক বউ আমার!"ফারহা তর্ক না করে স্বামীর উষ্ণতা উপভোগ করতে ব্যস্ত। জামান ওর চুল খুলে তাতে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিচ্ছে। এমন ভয়াবহ সুন্দর মুহুর্ত নষ্ট করার জন্যই যেন পাশে একটা কাক উড়ে এসে বসে কা কা করতে শুরু করেছে। ফারহা বিরক্ত হয়ে সেদিকে তাকিয়ে বলল,
"ঢাকা শহরের এই একটা জিনিস আমার পছন্দের লিস্টে আর ঢুকতে পারলো না! মাঝে মাঝে রাস্তার ময়লাও ভাল্লাগে, কিন্তু এই কাউয়াগুলাকে সহ্য হয় না!"
কাকটাও তার অপছন্দ বোঝানোর স্বার্থে সাদা রঙের মল ত্যাগ করে উড়ে গেল। ফারহা আঙুল তুলে বলল,
"দেখলা কান্ড?!দেখলা?!"
জামান হাসতে হাসতে বলল,
"যেমন তুমি, তেমন কাক!"
"কিহ! আমার সাথে তুলনা দিচ্ছো?!"
"দিলাম আর কি! তোমার মতই দুষ্ট সে!"
ফারহা কোমরে হাত রাখলো।
"তার মানে আমি কাক? তুমি ঘুরিয়ে পেচিয়ে আমাকে কাক বলতে চাও?!"
KAMU SEDANG MEMBACA
অভিসারক ও অভিসারিণী
Romansaফারহার জীবন থেমে যায়নি। জামান চলে গেছে, জামানের কাছ থেকে সে সরে এসেছে। কিন্তু সে কি আদৌ পেরেছে সরে আসতে? তাহলে কে তার অভিসারক? ফারহার বিয়ে হলো কার সাথে? কিভাবে? ফারহা এখন কি করছে? তারপর? ফারহার গল্পের শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হলাম। অভিসারিণীর অ...