২৬

582 24 8
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#২৬

ফারহার ঘুম মাত্র লেগে এসেছে, স্বপ্নে সে আকাশে উড়ে বেড়াচ্ছে, ঠিক তখনই কে যেন ঠ্যাং ধরে টেনে মাটিতে নামিয়ে আনলো। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসতে দেখল জামান ড্রেস চেঞ্জ করছে।
"কতবার ডাকতে হয় তোমাকে? আমার জীবন তো।অর্ধেক তোমাকে ডাকতে ডাকতেই শেষ হয়ে যাবে!"
"মাত্র ঘুমালাম, আর আপনিও...!"
"মাত্র?! এক ঘন্টা হয়ে গেছে! মানুষ পাওয়ার নেপ কি কয়েক ঘন্টা ধরে নেয়?"
ফারহা এলোমেলো চুল ঠিক করার বৃথা চেষ্টা করতে করতে বলল,
"আমরা পাওয়ার ন্যাপ কেন নিচ্ছিলাম?"
জামান চুলে চিরুনী চালাতে চালাতে বলল,
"কারণ কাপলরা হানিমুনে আসলে পাওয়ার ন্যাপ নেয়, ঘন্টার পর ঘন্টা ঘুমায় না"
ফারহা আবার বিছানায় শুতে শুতে বলল,
"আর ঘুমালে কি হয়?"
"ভেকেশন হয় সেটা, হানিমুন না। এই, তুমি আবার শুয়ে পড়তেছ কেন? এবার কিন্তু তুলে নিয়ে বাইরে স্নোর মধ্যে ফেলে আসব!"
"মজা হবে তো। শুনেছি, স্নোতে পড়লে নাকি নরম বালিশের মত ফিল হয়"
"এই পাতলা কাপড়ে ফেলে দিলে বুঝবা বালিশ নাকি বরফ। এখন উঠে নামায পড়ে নাও। আমরা ঘুরব"

ফারহা স্কাই ব্লু রঙের স্কার্ট আর সাদা থ্রি কোয়ার্টার টপস পরল। একটা স্কার্ফ পেচিয়ে নেয়ার পর জামান এসে সেটা ভালোভাবে পিন আপ করে দিল।
"আপনি মেয়েদের হিজাবও বেঁধে দিতে পারেন?"
"একজন কেয়ারিং স্বামীকে এসব জানতে হয়। তুমি অবশ্য এসব জানবে না, কারণ আমি কেয়ার করলেও তুমি আমার প্রতি কোনো কেয়ার নাও না"
"বাহ! একদিনেই অভিযোগ চলে আসলো যে আমি কেয়ারিং না?!"
"কেয়ারিং হলে আমার অনুরোধ রাখতা। তুমি করে বলতা"

কথা শেষ করেই জামান ঘর থেকে বেরিয়ে ওকেও বের হতে ইশারা করল। বিরক্তি চেপে অগ্রত্যা ও ঘর থেকে বের হলো। ওদের করিডর পেরোলে একদিকে রিসিপশন, অন্য দিকে বিভিন্ন বড় বড় ঘর। জামান একটা ঘরে ঢুকে গেল। বিশাল ঘরটায় বোলিং-এর ব্যবস্থা করা হয়েছে। ফারহা যতটুকু জানে, এটাকে টেন পিন বোলিং বলে। জামান ওকে পাত্তা না দিয়েই খেলতে শুরু করল। প্রথমবারে ওর দশটার মাঝে আটটা পড়ে গেল। ফারহা বেশ ইম্প্রসড হয়ে বলল,
"বাহ, পাক্কা খেলোয়াড়!"
জামান মুচকি হাসলো।
"আমার একবারে টেন পিন ফেলার রেকর্ডও আছে"
"ভালো। তা আমাকে একটা সুযোগ দেয়া যায়?"
জামান দ্বিতীয় বল ওর হাতে দিল। ফারহা হাতে নিয়ে পড়তে পড়তে কোনোমতে দাঁড়ালো। চোখ পাকিয়ে জামানকে বলল,
"এটা যে এত ভারী, আগে জানাতে পারেন নাই?! আমি পড়ে হাত পা ভাঙলে দোষ হত কার শুনি?!"
"তোমার দোষ হত, কষ্টও তোমারই হত!"

অভিসারক ও অভিসারিণী Donde viven las historias. Descúbrelo ahora