৩৫

556 22 13
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#৩৫

ফারহার কানে একের পর এক মিসাইল হামলে পড়ছে। মনে হচ্ছে ওর মায়ের পাঠানো মিসাইল গুলো ওর কান ভেদ করে ব্রেইন ফাটিয়ে দিবে। আগেও যেহেতু মায়ের সাথে সাথে উত্তর দিয়ে গেছে, এবারও ফোনের মাঝে প্রতিটা মিসাইল বেট বল দিয়ে পেটাতে থাকলো, যেন সেঞ্চুরি হাঁকানো এক তুখোড় ক্রিকেটার!

ঠিক তখনই, হ্যাঁ, ঠিক তখনই ফারহার বাবা তার স্ত্রীর কান থেকে ফোন কেড়ে নিলেন। তার গমগমে কন্ঠস্বরকে উপেক্ষা করার শক্তি তার মেয়ের নেই। গম্ভীর কন্ঠে সমস্ত রাগ ঢেলে বললেন,
"দুনিয়াতে তুই আসছিসই বাবা মাকে জ্বালায় পোড়ায় অঙ্গার বানানোর জন্য! দুই পরিবারের সবাই মিলে সুন্দর করে সব ঠিক করার পরও তুই রাজি হসনি। তখন জামানকে নিয়ে যা তা বলছিস। এখন এক মাসে হুট করে এই ছেলে ভালো হয়ে গেল? তার সব দোষ গায়েব? চরিত্র ফকফকা?!"

ফারহা ওর বাবাকে কি বলবে? জামানের সাথে এক বাসায় থেকে থেকে তার ভেতরের সৌন্দর্য দেখেছে? জামানের গায়ে ভরভরিয়ে বমি করেছে আর জামান সেসব পরিষ্কার করেছে? জামানের সাথে এত দিন বিয়ে না করে থেকেও জামান ওর সাথে খারাপ কিছু করেনি? বরং নিজে থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে যেন ওদের মাঝে হারাম কিছু না হয়? আর বিয়ের পর অকল্পনীয় ভালোবাসার চাদরে জড়িয়ে রেখেছিল? এসব বলা যাবে?

ফারহা কিচেনের স্লাবে হেলান দিয়ে এক পায়ে ভর দিয়ে আরেক পায়ের আঙুল দিয়ে মাটিতে এলোমেলো আঁকিবুঁকি করছে। ওর বাবা ওদিক থেকে বকেই যাচ্ছে। ফারহা শেষ পর্যন্ত না পারতে বলল,
"আব্বু, দেখেন, আমি এখানে মিথ্যা বলে আসিনি। এখানে আমি সত্যি সত্যি ঘুরতে এসছি। কিন্তু এখানে আসার পর জামান ভাই আমার অনেক খেয়াল রেখেছেন। আমি ভেবেছিলাম উনি প্রতিশোধ নিবেন, কিন্তু নেননি। উনি অনেক হেল্পফুল ছিলেন আমার প্রতি। পরে নিজেই বিয়ের প্রস্তাব দেন। আমি বলেছি, আমার বাবা মাকে বলতে হবে। কারণ আগে আমি সবাইকে কষ্ট দিয়েছি, এখন আর পারব না। আপনি বিয়ে করতে চাইলে উনাদের বলেন। এজন্যই আজকের এই আয়োজন"

এক নিঃশ্বাসে ফারহা পুরো মিথ্যা বলল। না, পুরোটা মিথ্যা না, আংশিক মিথ্যা। ফারহার বাবা একটা বড় করে নিঃশ্বাস ফেলে বললেন,
"এখন কোথায় তুমি?"
"জামান এর বাসায়। মানে জামান ভাই আর কি...!"
ফারহার নিজের মাথায় নিজেই বারড়ি দিতে ইচ্ছা করছে। জামানকে নাম ধরে ডাকতে ডাকতে এখন সবার সামনে সেটাই চলে আসছে। আর যাইই হোক, বাবার সামনে এসব নির্লজ্জতা দেখালে পিঠের চামড়া তুলে দিবে! অবশ্য তাতে কি? দুদিন বাদে তারাই তো বিয়ে দিবে! ফারহার ভাবনার মাঝে ওর বাবা বললেন,
"এক্ষুনি ঐ বাসা থেকে বের হও, আর নিজের যায়গায় যাও!"

অভিসারক ও অভিসারিণী Where stories live. Discover now