523 23 1
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা- #AbiarMaria

#৬

তিন মাস পর...

আশরাফুজ্জামান নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সামনে বসে আছে। সামনে একটা কফির কাপ, কফি শেষ হয়েছে দশ মিনিট হতে চলল। জামান ঘড়িতে মাঝে মাঝে দেখছে, যার জন্য অপেক্ষা করছে, তার অভ্যাস এমন দেরী করা। জামান মোটামুটি অভ্যস্ত তার সাথে। এই মানুষটার সাথে চলতে গেলে তার হুটহাট চলে আসা জরুরী কাজের সাথেও অভ্যস্ত হতে হবে। জামান ফোন হাতে নিয়ে মনে মনে কথা গুছাচ্ছে। অনেক কথা জমে আছে। এক এক করে ধাপে ধাপে সব কথা বলতে হবে ওকে। ও বুঝিয়ে গুছিয়ে বলতে পারবে তো?

আশেপাশে শীত কিছুটা জেঁকে বসতে শুরু করেছে। দুদিন আগে বেশিরভাগ মানুষ যেখানে স্লিভলেস ও হাফপ্যান্ট পরে ঘুরছিল, এখন সবাই সোয়েটারের উপর জ্যাকেট, তার উপর হুডি চাপিয়ে ঘুরছে। এখনও টেম্পারেচার মাইনাসের দিকে পা বাড়ায়নি। আজ এই নির্মল শীত শীত বাতাসের চাইতে ঢাকার ধুলিমাখা দূষিত দিনগুলো বেশি টানছে, ভেতর থেকে সময় গুলো তাড়িয়ে বেড়াচ্ছে। এটা বড় সত্য, মানুষ কখনো নিজের শেকড় ভুলতে পারে না। দিন শেষে শেকড়ের সাথে জড়িয়ে থাকার আকুতি লুকানোর ক্ষমতা মানুষের থাকে না ।

ফোনের দিক থেকে চোখ তুলে আশেপাশে দৃষ্টি বুলানোর ফাঁকে হন্তদন্ত হয়ে হেঁটে আসা অবয়বটার দিকে নজর পড়ল জামানের। ও নড়েচড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে সে কাছে চলে আসলো। কাঁধে কাঁধ মিলিয়ে চেয়ারে মুখোমুখি বসতেই চোরা মুখে মানুষটা মাফ চাইলো।
"সরি ইয়ার! মুঝে বাস দের হো গায়া। তুঝে তো পাতা হি হ্যায় ম্যারা পাত্মী..."
"হা হা ইরফান ভাই, মুঝে পাতা হ্যায় সাব। ফিকার ছোড়ো"

ইরফান মনখুলে হাসলো। মানুষটা হাসলে একেবারে ভয়াবহ রকমের বোকা ও ভালো মানুষের মত লাগে। ভেতরে ভেতরে পাকিস্তানি বংশদ্ভূত মানুষটা কতটা ট্যালেন্টেড আর দুষ্ট, তা কাছের মানুষেরাই টের পায়। তার বুদ্ধির শানের কাছে হেরে যায় অসংখ্য বুদ্ধিজীবী। আর একারণেই সে নিউইয়র্কের একজন বিখ্যাত সাইক্রেটিস্ট, তার সময় পাওটাও ভার।নিতান্তই কাছের মানুষ বলে আজ সে সময় বের করে ছুটে এসেছে। জামানের তার শরণাপন্ন হওয়াটাও এসব কারণেই। ভূমিকা না করে ইরফানকে ও বলতে শুরু করল,
"তোমার সাথে আমার পরিচয় তো এখানে আসার কিছুদিন পর থেকেই। তবে আমাকে যেমনটা চিনো, তেমনটা হওয়ার পেছনে অনেক হিস্ট্রি আছে। আজকের দেখা করাটা এজন্যই"
"বান্দা তো হাজির জনাব! শুরু করো তুমি। তবে আমি যেসব দিক ডিটেলে বলতে বলব, সেটুকুই বলবে"

অভিসারক ও অভিসারিণী Donde viven las historias. Descúbrelo ahora