৩৪

522 23 10
                                    

#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria

#৩৪

ফারহা বাবা মায়ের সামনে জামানকে নিয়ে ঠকঠক করে কাঁপছে। কয়েক বছর আগের সেই ঠকঠকানি রোগটা আবার দেখা দিল নাকি? মাগগো মা!  এখন কি হবে?! এক সারিতে চারজনের পিছে তন্দ্রাকে উঁকি দিতে দেখা যাচ্ছে। এই মেয়ে কি করছে এখানে? নিশ্চয়ই ভিডিও কলের সব দায়িত্ব ওর ঘাড়েই। জামান কি ওকেও সব বলে দিয়েছে?? ওর বাবা মা কি জানে? জামানের বাবা মা? ফারহার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এমন অবস্থা হবে, তা তো অকল্পনীয় ছিল!

এদিকে ফারহার বাবা মা বেশ অবাক হয়েছিল রুকাইয়া ওদের উপরে ডেকে নেয়ায়। ভেবেছিল কোনো জরুরী কাজ কিনা৷ ভিডিও কলের ওপাশে ছেলে মেয়ে দুটোকে এক সাথে দেখে উনাদের দুজনের মাথায় বিনা আকাশে বজ্রপাত হয়েছে।  তার মেয়ের মতলবটা কি আসলে? সে কি জামানের সাথে যোগাযোগ করতেই আমেরিকা গেছে? ফারহা মায়ের রাগে পায়ের তালু, মাথার তালু, হাতের তালু ফেটে যাচ্ছে। মেয়েকে ইচ্ছে করছে ওয়েবক্যামের ভেতরে ঢুকে চুলে মুঠি ধরে এনে আচ্ছামত ধোলাই করতে। ফারহার বাবারও চেহারায় একই অভিব্যক্তি। মেয়েটা একেবারে গোল্লায় গেছে। কোথাও আর মান ইজ্জত রাখবে না, সব শেষ করে ফেলবে! বউয়ের বান্ধবী বাসার উপরের তলায় এসেছে, এখন তাদের সাথে, তাদের ছেলের সাথে এমন কেলেঙ্কারির পরেও যদি ফারহা এত বছর পর গিয়ে আবার ঐ ছেলের পিছে লাগে, তাহলে স্বামী স্ত্রী দুজনে গলায় দড়ি দেয়া ছাড়া উপায় থাকবে না! মাত্র একটা বাচ্চা দিল আল্লাহ। আর সেটাও ইজ্জতের যা তা করে ছেড়ে দিচ্ছে। এমন বাচ্চা থাকার কি দরকার ছিল? ফারহার বাবা রাগ করে দৃষ্টি সরিয়ে ফেলেন। মেয়েকে এই মুহূর্তে দেখতে ইচ্ছা করছে না। তবে জামান কেন ওদের এক করল, সেটা নিয়ে কৌতুহল হচ্ছে। উনি যা ভাবছে, তাই কি? কিন্তু...

সবার ভাবনার অবসান করে জামান গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করল,
"আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন এই সময় এখানে ডাকলাম? আর কেন আমরা দুইজন এক সাথে? আম্মুও আমাকে এই নিয়ে অনেক প্রশ্ন করছিল। আসলে আপনাদের একটা সিদ্ধান্ত জানানোর ছিল। আমরা দুজন, মানে ফারহা আর আমি..."

অভিসারক ও অভিসারিণী Where stories live. Discover now