#অভিসারক_ও_অভিসারিণী
লেখা #AbiarMaria#২৯
পরদিন সকাল থেকেই দুজন বেশ ব্যস্ত। চেক আউট টাইম ১১টা হলেও জামান চাচ্ছে আগেভাগেই এলাকা ছাড়তে। কারণ ঝড় থেমে গেলেও আকাশ পরিষ্কার হয়নি। বেশি তুষারপাতের কারণে অনেক সময় রোড ব্লক হয়ে যায়। তখন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের জন্য ওদের অপেক্ষা করতে হয়। জামান চাচ্ছে পরিস্থিতি ভালো থাকতেই নিউইয়র্কে ফিরে আসতে। একারণে সকাল থেকেই দুজন সব কাজ শেষ করেছে। ফারহার সব কিছু গোছাতে গোছাতে মনে হচ্ছে, ওর জীবনে ও কোনোদিন এত কাজ করে নি। মাত্র দুই দিন থেকেছে, অথচ পুরো ঘরে কাপড়, খাবার দাবার, এটা ওটা ছড়িয়ে আছে। জামান তো বিড়বিড় করে শুধু বলছিল,
"তুমি একটা সীমাছাড়া অলস!"ফারহার খুব যে ইগোতে লেগেছে কথাগুলো, এমন না। ওর মায়ের কাছে তো উঠতে বসতে গালি খেত। কাপড় গোছাতে গোছাতে মনে মনে ভাবছে, না জানি সারাজীবন জামান কি করে ওকে সহ্য করবে। আহারে জামান! স্বামীর জন্য খুব আফসোস হচ্ছে। এই প্রেম বিয়ে শাদী না হলে জামান এখন একটা ভালো মেয়ে বিয়ে করতে পারত। আচ্ছা, যদি ওর জ্বালায় বিরক্ত হয়ে আরেকটা বিয়ে করে ফেলে? এই আবেগ তো আর আজীবন থাকবে না! তখন?! ফারহা ঝট করে জামানের মুখের দিকে খেয়াল করল। জামান কপাল কুঁচকে রয়েছে। ফারহা দ্রুত হাতে সব ঠিক করছে। না ভাই, বিয়ে হতে না হতে সতীনের কথা মানা যায় না! এখনো যদি না বদলায়, তাহলে নিশ্চিত জামান আরেকটা বিয়ে করবেই! না না না, এসব হতে পারে না!
নিউইয়র্কে ওরা যখন পৌঁছালো, তখন জামান খেয়াল করল, ফারহা সব কিছু গুছিয়ে ফেলছে। জামান বলার আগেই বিছানা ঝেড়ে এলোমেলো কাপড় গুছিয়ে ফেলল। জামান বেশ অবাক হয়ে ফারহাকে লক্ষ্য করল, কিন্তু মুখে কিছু বলল না। ফ্রিজ থেকে কিছু খাবার বের করে রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। এক ফাঁকে টয়লেটে গেল। ফিরে এসে দেখল, ফারহা সব কিছু স্লাইস করছে। কিভাবে কি কাটবে, কোনটা কোনটা লাগবে, এসব জিজ্ঞাসা করছে। জামান অবাক হয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে প্রশ্ন করল,
"কি হইছে তোমার?"
"আমার? আমার আবার কি হবে?"
ফারহার মুখে বিস্ময়ের অভিব্যক্তি। জামান একটু ভেবে বলল,
"না মানে, আমি ভাবছিলাম তুমি রেস্ট করবা, আমি রান্নাটা..."
"না না৷ তুমি ছেলে মানুষ, তুমি একা রান্না করবা কেন? আমিও হেল্প করি। সব রান্না জানা পর্যন্ত তোমার সাথে থাকা দরকার তো, নাকি? না থাকলে তো একা একা কাজ করতে তোমারও সমস্যা হবে!"
"বুঝলাম"
"আর হ্যাঁ, তোমার সবগুলো কাপড় কি এখন ওয়াশিং মেশিনে দিব?"
"তুমি কি এখন কাপড়ও ধুবা?! কাল ধোও"
"না, সমস্যা নাই। পরে আবার হজবরল লেগে যাবে। আর তুমি রেগে যাবা! আমি কাজ করে রাখি আর কি"
ŞİMDİ OKUDUĞUN
অভিসারক ও অভিসারিণী
Romantizmফারহার জীবন থেমে যায়নি। জামান চলে গেছে, জামানের কাছ থেকে সে সরে এসেছে। কিন্তু সে কি আদৌ পেরেছে সরে আসতে? তাহলে কে তার অভিসারক? ফারহার বিয়ে হলো কার সাথে? কিভাবে? ফারহা এখন কি করছে? তারপর? ফারহার গল্পের শেষ অংশটুকু নিয়ে আবারও হাজির হলাম। অভিসারিণীর অ...