The secret

362 18 7
                                    

গেম জমজমাট । বোতল ঘুরছে , যার দিকে পড়ছে তাকে কৌটো থেকে একটা চিরকুট তুলতে হচ্ছে , ওতে ট্রুথ অথবা ডেয়ার লেখা থাকছে । ট্রুথ পড়ুক বা ডেয়ার ছেলেদের প্রশ্ন করবে মেয়েটা আর মেয়েদের প্রশ্ন করবে ছেলেরা ।
সবার হয়ে গিয়েছে , নিশা , স্পন্দন আর সমৃদ্ধি বাকি ।
বোতল ঘোরানো হয়।  বোতল পরে নিশার দিকে ।
নিশা চিরকুট তোলে তাতে dare লেখা ।
নিশাকে বলা হয়।  ওর চোখ বেঁধে দেওয়া হবে , তারপরে সামনের ছেলেগুলোর মধ্যে চোখ বাধা অবস্থাতেই ওকে গালে কিস করতে  হবে। 
এটা শুনে স্পন্দন আগেই উঠে যায়।  অভয় ওকে বলে "কিরে কোথায় যাচ্ছিস ? "
"বাবা মেসেজ করেছে , কল করতে বলল । আমি এক্ষুনি চলে আসছি । "
স্পন্দনকে চলে যেতে দেখে নিশার মন খারাপ হয়ে যায় , কারণ ওর টার্গেট ছিল স্পন্দনের গাল ।
সমৃদ্ধি স্পন্দনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।  ওর মনে হচ্ছে স্পন্দন যেনো এখান থেকে পালিয়ে যেতে চাইছে।  স্পন্দন একটু দূরে গিয়ে ফোনে কথা বলার নাটক করতে থাকে । সমৃদ্ধি কৌতূহলী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে , ও বয়সে ছোট হতে পারে কিন্তু ওর দৃষ্টি খুবই তীক্ষ্ণ আর মনটা খুবই কৌতূহলী ।
নিশার ডেয়ার কমপ্লিট হয় , ওর চুমুর অধিকারী হয় রাকেশের গাল । তখনই স্পন্দন ফোন রেখে আবার খেলায় যোগ দেয় ।  সমৃদ্ধির সন্দেহ আরো প্রবল হয়। 
ঋতজা বলে "বাকি রয়েছে দুজন , স্পন্দন আর আমাদের সমু । দেখা যাক কার আগে পরে । "
বোতল ঘুরতে ঘুরতে এসে থামে সমৃদ্ধির দিকে । ও চিরকুট তুলে দেখে ডেয়ার ।
হঠাৎ স্পন্দন বলে ওঠে "স্কুলের বাচ্চাদের আগে intro দিতে হয় , তারপরে প্রশ্ন করা হবে । "
সমৃদ্ধি মুখ ফুলিয়ে বলে "আমি মোটেই স্কুলের বাচ্চা নই , আমার স্কুল শেষ হয়েছে  এক বছর নয়  মাস আগে , তারপরে এক বছর আমি সেলফ স্টাডি করেছি , তারপরে নয় মাস আগে আমি neet  qualify করে মেডিক্যাল কলেজের স্টুডেন্ট হয়েছি । আমি এখন কলেজের স্টুডেন্ট । "
সমৃদ্ধির ফুলে যাওয়া মুখটা দেখে স্পন্দনের বড্ড ভালো লাগছে । ও আবারো বলে "তবুও ইন্ট্রো দিতে হবে , ইন্ট্রো দাও .. "
সমৃদ্ধি এক নিশ্বাসে বলে "নাম সমৃদ্ধি শুক্লা , বাবার নাম সম্রাট শুক্লা , মায়ের নাম  পূর্ণিমা শুক্লা  রায় । হাইট 5'3" , currently মেডিক্যাল ফার্স্ট ইয়ারে পড়ছি । হবে মিউজিক .. । হয়েছে .. "
স্পন্দন মাথা নেড়ে বলে "হ্যাঁ হয়েছে। এবার বাকি যা ডেয়ার দেবে করতে হবে।  "
এই বলে স্পন্দন ওর বন্ধুদের দিকে তাকায় ।
রাজ বলে "আমি দি.. "
সমৃদ্ধি মাথা নেড়ে বলে "দিন... । "
" ইন্ট্রো তো দিলই , তুমি বরং একটা গানই শোনাও  , তুমি খুব ভালো গান গাও । "
সমৃদ্ধি মাথা নেড়ে বলে বলে "আচ্ছা ..  "
সমৃদ্ধি গিটার নিয়ে আসে , স্পন্দনের মুখোমুখি বসে আছে একেবারে।  টুং টুং করতে করতে নিজের ভালোলাগার একটা গান শুরু করে।

প্রেমিক Where stories live. Discover now