Eyes on you

350 21 7
                                    

সম্প্রীতি টিকিট কেটে পাশে দাঁড়ি থাকা সমৃদ্ধির কাছে এসে বলে "টিকিট কাটলাম , লকার একটা নিয়েছি । ড্রেস নিতে বলছিল নিইনি.. কে জানে কারা সব পরে , ভালো করে ধোয় কি ধোয় না । বাড়ি থেকে যেগুলো এনেছি ওগুলোতেই হবে।  "
সমৃদ্ধি মাথা নেড়ে বলে "আমরা তো বাড়ি থেকে এটা বলেই এসেছিলাম । "
হঠাৎ টিকিট কাউন্টার থেকে একটা পরিচিত কন্ঠস্বর শুনতে পায় সমৃদ্ধি ..
"তিনটে টিকিট দেবেন , তিনজনেই এডাল্ট.."
"আরে , দিনদিন দেখছি আপনাদের টিকিটের দাম বেড়েই চলেছে।  না না লকার  একটাই লাগবে । ড্রেস ফেস লাগবে না এনেছি আমরা । "
সমৃদ্ধি কাউন্টারের দিকে তাকিয়ে রাজকে দেখে চমকে ওঠে , মনে মনে বলে "রাজদা... এখানে ? তারমানে কি প্রাণও.." সমৃদ্ধি এদিক ওদিক তাকাতে থাকে , সম্প্রীতি  ওর হাত ধরে বলে "চল বুনু... "
সমৃদ্ধি এদিক ওদিক তাকি স্পন্দনকে   খুঁজে থাকে , এন্ট্রি গেটের সামনে এসেই অভয়ের সাথে স্পন্দনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর হৃদপিণ্ড প্রায় স্তব্ধ হয়ে যায় । স্পন্দন যেনো চোখের ইশারায় বলে "কেমন সারপ্রাইজ দিলাম ? "
এন্ট্রি গেটে অনেক মানুষজন , সব টিকিট দেখিয়ে ভেতরে ঢুকছে , ভেতরে ঢুকে যাওয়ার আগে সমৃদ্ধি ঘুরে ঘুরে তাকায় । স্পন্দন ইশারায় ওকে ফোন দেখতে বলে , সমৃদ্ধি হাতে থাকা ফোনটা ও করে দেখে স্পন্দনের মেসেজ "তুমি ভেতরে গিয়ে চেঞ্জ করো .. আমি আসছি ... "
সমৃদ্ধির মুখে হাসি ফুটে ওঠে ।

ওরা ওদের নির্দিষ্ট লকারের কাছে এসে ব্যাগগুলো রাখে । সমৃদ্ধি ওর দিদির দিকে তাকিয়ে বলে "দি তুই চেঞ্জ করে আয় তারপরে আমি যাচ্ছি । "
"ঠিক আছে .. "
সমৃদ্ধি তাড়াতাড়ি ফোনটা বের করে  স্পন্দনকে জিজ্ঞেস করে "তোমরা ? এখানে .. "
উত্তর আসে "ঋদি যেখানে প্রাণ সেখানে "
সমৃদ্ধি ঠোঁট কামড়ে হাসে।
তারপরে মেসেজ লেখে "On a serious note... টি শার্ট পরে জল নামবে .. টি  শার্ট খুললে ভালো হবে না বলে দিচ্ছি । "
স্পন্দন লেখে "এই যা  , এক্সট্রা টি শার্ট তো ক্যারি করা হয়নি , ভেস্ট চলবে ? ওটা খুলবো না ... । "
"খুব চালাক তুমি ... ইচ্ছে করেই টি শার্ট আনোনি বলো । "
"ভুল বুঝো না বেবি , কোন ছেলে ফুল জামাকাপড় পড়ে জলে নামে বলো । লোকজন হাসবে তো ... "
"খুলে দাও .. সব খুলে দাও তুমি ..  bye...."
এই বলে সমৃদ্ধি নেট অফ করে মুখ ফোলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ।

প্রেমিক Where stories live. Discover now