Way to the Heart

377 18 7
                                    

পরেরদিন যথা সময়ে ক্লাসে এসেছে সমৃদ্ধি , প্রথম  ক্লাসের পরে সমৃদ্ধি ক্লাস থেকে বেরোতেই শুনতে পায় পেছন থেকে কেউ যেনো ওকে ঋদি ঋদি বলে ডাকছে । এক মুহূর্তের জন্য সমৃদ্ধির  হার্টবিট বন্ধ হয়ে যায় । ও  পেছন ঘুরতেই দেখে ওদের ক্লাসের  অনিল , ঋদ্ধিমান বলে একজনকে "ঋদ্ধি , ঋদ্ধি বলে ডাকছে । "
সমৃদ্ধি দীর্ঘশ্বাস ফেলে ওর বেস্ট ফ্রেন্ড গণপতি বাপ্পাকে অভিযোগ করে "গণু , তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না ? তুমি কেনো করছো এরকম বলোতো , তার হয়তো আমার কথা মনেও থাকবে না দুদিন পরে  আর তুমি আমাকে পাগল করে দিচ্ছ । এরকম করলে কি করে হবে বলো ।   "
সমৃদ্ধিকে একা একা বিড়বিড় করতে দেখে রিমি বলে "কিরে , তোর কি হলো ? কি বকছিস ? "
"কিচ্ছু না , assignment নিয়ে ভাবছি । "
"ও ভাবিস না , অনেক সময় তো । হয়ে যাবে ঠিক । "
এই বলে রিমি চলে যায় । সমৃদ্ধি বলে "কিযে ঠিক হবে আর কিযে হবে না । জীবনে প্রথমবার মনে হচ্ছে কারোর প্রেমে পড়েছি । কিন্তু তার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা তারই ঠিক নেই । "।

ব্লু শাড়ী পড়া মহিলাকে সামনে দিয়ে আসতে দেখে রাজ স্পন্দনকে  বলে "এই ভাই , এইযে .. ব্লু শাড়ী..  এটা মনে হয় ওয়ার্ডেন হবে । নিশা বলেছিল ওদের ওয়ার্ডেন এর ইউনিফর্ম ব্লু শাড়ী । "
স্পন্দন বলে "তুই যা না কথা বল । "
রাজ ওয়ার্ডেন এর পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলে "ম্যাম , ম্যাম .. একটু শুনবেন । "
ওয়ার্ডেন পেছনে ঘুরে বলে "আমাকে বলছেন ? "
"হ্যাঁ আপনাকেই । "
ওয়ার্ডেন একটু খিটখিটে , কিন্তু কেউ তাকে দিদির জায়গায় ম্যাম বললে খুশি হয়ে যায় ।
"কি হয়েছে ? "
রাজ অনেক নরম সুরে বলে "আপনি কি B block গার্লস hostel এর ওয়ার্ডেন ? "
সে গম্ভীর হয়ে বলে "এই কলেজের একটাই গার্লস হোস্টেল আর ওখানকার ওয়ার্ডেন আমি । "
রাজ বলে "thank god .. আমি আপনাকে পেয়ে গেলাম।  আসলে আপনার হোস্টেলে আমার এক বোন থাকে , ওকে খুব প্রয়োজনীয় একটা কাগজ দেওয়ার ছিল । "
"মেয়েদের এখন ক্লাস চলছে , এখন দেখা করা যাবে না । 5 টার পরে ওদের ক্লাস শেষ হয় । 5 টা থেকে 10টা অবধি ওরা হোস্টেল এর বাইরে থাকতে পারে তখন দেখা করে নেবেন।  "
রাজ বলে "আমি জানি তো , আমার বোন তো আমাকে বলেছে ওর ক্লাস আছে । আসলে কি বলুন তো , আমি না বেশিক্ষণ এখানে থাকতে পারবো না । চাকরি করি তো । তাই আপনি যদি এই খামটা আমার বোনের অবধি পৌঁছে দিতেন । "
ওয়ার্ডেন বিরক্ত হয়ে বলে "hostel এর এক দেড়শো মেয়ের মধ্যে আমি আপনার বোনকে চিনব কি করে বলুন তো ? আমি ওসব পারবো না । আপনি অপেক্ষা করে যান , ক্লাস শেষ হয়ে গেলে দিয়ে দেবেন । "
রাজ প্রায় হাতে পায়ে ধরার মত করে বলে "প্লিজ প্লিজ প্লিজ ম্যাম এরকম করবেন না , আমার বোনের কাছে কাগজটা না গেলে ওর পরীক্ষায় খুব প্রবলেম হয়ে যাবে।  প্লিজ সমৃদ্ধি শুক্লার কাছে এটা পৌঁছে দিন । "
ওয়ার্ডেন অবাক হয়ে বলে "ওহহহহ লাড্ডু দিদি আপনার বোন , আগে বলবেন তো ? "
রাজ বলে "অ্যা? লাড্ডু দিদি ? "
ওয়ার্ডেন বলে "আরে বলবেন না ,আপনার বোন প্রথম প্রথম হোস্টেলে এসে এত আড়ম্বর করে গনেশ পুজো করেছে , আর কর্মচারীদের সবাইকে লাড্ডু খাইয়েছে । তারপর থেকে আমরা সবাই তাকে লাড্ডু দিদি বলি । আপনারা মনে হয় মারাঠি তাই না ? "
রাজ তো প্রথমে কিছুই বুঝতে পারে না , তো ওয়ার্ডেন এর কথায় হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে বলে "হ্যাঁ হ্যাঁ আমরা মারাঠি , আমি মারাঠি , আমার বাবা মারাঠি আমার চোদ্দগুষ্ঠী মারাঠি ,আপনি এই খামটা আমার বোনকে দিয়ে দেবেন তো । "
ওয়ার্ডেন মাথা নেড়ে বলে "হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো । "
এই বলে ওয়ার্ডেন খামটা নিয়ে ক্যাম্পাসের গেটের ভেতরে চলে যায় ।

প্রেমিক Where stories live. Discover now