Question Answer Round

481 31 21
                                    

"আংকেল , আজকে আমি কিছুতেই অফিস attend  করতে পারব না । প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নিন।  "
"Thank you uncle thank you soo much... "
স্পন্দন ফোন রেখে দিতেই সমৃদ্ধি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে "কেনো ? আজ অফিস যাবে না কেনো ? "
স্পন্দন কিছু একটা বানাচ্ছে , USA তে দুই বছর থেকে ছেলেটা রান্নায় একেবারে সিদ্ধহস্ত হয়ে উঠেছে।  স্পন্দন ব্যাটারটা মিক্স করে বাটিটা  সাবধানে রেখে বলে "কারণ আজকে মিঃ সম্রাট শুক্লার কনিষ্ঠা কন্যাকে আমি একটা মুহূর্তের জন্যেও একা ছাড়তে চাইনা । "
সমৃদ্ধি ঠোঁট উল্টে বলে "কনিষ্ঠা means? "
স্পন্দন সমৃদ্ধির গাল টিপে দিয়ে বলে "কনিষ্ঠা মানে ছোট... তোমার সেকেন্ড year এর কি কি বুকলিস্ট করার আছে বলছিলে।  করে নাও , ততক্ষণে তোমার ব্রেকফাস্ট রেডী হয়ে যাবে ।  "
সমৃদ্ধি স্পন্দনকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলে "তুমি এতটা পারফেক্ট কি করে হতে পারো প্রাণ ... , একটা মেয়েকে তুমি কিভাবে এতটা ভালবাসতে পারো ? তাকে এমন প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে পারো কিভাবে ?  "
স্পন্দন ওর মাথায় চুমু দিয়ে বলে "কতটা প্রিন্সেস ট্রিটমেন্ট আমি দিতে পারি আমার জানা নেই , তবে কিভাবে  পারি সেটা  আমি তোমাকে দেখাতে পারবো । "
ফ্রিজের ওপরে স্পন্দনের ফোন রাখা , ও ফোনটা নিয়ে ওর মাকে ফোন করে ।
ফোন ধরেই ওর মা প্রথমেই বলে " গুড মর্নিং মাই Sunshine... "
স্পন্দন হেসে বলে "good evening মিসেস  বিউটিফুল.. কি হচ্ছে ? "
"মিঃ হ্যান্ডসাম এর জন্য ডিনার রেডী করছি ... " এই বলে স্পন্দনের মা খিলখিল করে হেসে ওঠেন।  ফোন লাউডে দেওয়া ছিল , হাসির শব্দ শুনে সমৃদ্ধি মনে মনে বলে "সব মায়েদের হাসি মনে হয় এমনই সুন্দর হয়। আমার মায়ের হাসিটাও তো এমনই স্নিগ্ধ । "
স্পন্দন বলে "আপনার মিঃ হ্যান্ডসাম এখন কি করছেন শুনি ? "
"তাকে শাস্তি দিয়েছি .. আজকে মর্নিং ওয়াকে ফাঁকি দিয়েছে তাই evening ওয়াকে পাঠিয়েছি । "
"ভালো করেছো .. আচ্ছা listen darling.. I have something to ask you... "
"কি হয়েছে বাবু ? Anything serious ? "
"না না সিরিয়াস নয় , but somthing very personal ..  "
"Okay , tell me what happened..."
সমৃদ্ধি ওদের মা ছেলের কথা শুনে মনে মনে বলে  "মা ছেলের সম্পর্ক এমনও হয় ? এভাবেও কেউ মায়ের সাথে কথা বলতে পারে ? "
স্পন্দন মায়ের সাথে কথা বলতে বলতে দেখে সমৃদ্ধি কিচেনের স্ল্যাবে উঠে বসার চেষ্টা করছে কিন্তু পারছে না । দুই হাতের তালুতে ভোর দিয়ে পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করছে ,স্পন্দন এটা লক্ষ্য করে ফোনটা তরিঘড়ি  mute করে বলে "কি করছো তুমি ঋদি ,লেগে যাবে তো .."
সমৃদ্ধি ঠোঁট উল্টে বলে "উঠে বসবো তো ... "
স্পন্দন একহাতে সমৃদ্ধির কোমর ধরে ওকে স্লাবে তুলে বসিয়ে দেয় । ফোনের ওপার থেকে অপরাজিতা ছেলেকে ডাকছে ।
স্পন্দন ফোনটা আনমিউট করে বলে "হ্যাঁ মা বলো..."
"আমি কখন থেকে ডাকছি , সাড়া দিচ্ছিলিস না কেনো ? "
"ও গালে চাপ পড়ে মিউট হয়ে গিয়েছিল , sorry মা.. বলো"
স্পন্দনের মিথ্যে বলা দেখে সমৃদ্ধি হাসে । অপরাজিতা বলে "আমি কি বলবো ? তোর কি সমস্যা হয়েছিল বলছিলি । "
"ও হ্যাঁ... আমার এক বন্ধু আছে রায়ান... রিসেন্ট পরিচয় হয়েছে । "
"ভালো তো ,then? "
"He has a girlfriend...  রায়ান মেয়েটাকে খুব ভালবাসে , মেয়েটাও মনে হয় রায়ানকে জেনুইনলি ভালোবাসে । "
"ভালো কথা তো , তাতে সমস্যা কি ? "

প্রেমিক Where stories live. Discover now