Roasting is our love game

780 34 23
                                    

সমৃদ্ধি নিজের ব্যাগ গোছাচ্ছে ,কাল ও হোস্টেল ফিরবে এখান থেকে । Class , হেক্টিক শিডিউল , assignment , practical আর সবচেয়ে বড় কথা সেকেন্ড year student's দের weekly once হসপিটাল ডিউটি থাকবে , ডিউটি মানে ওই প্রোফেসর  কাম ডক্টরদের সাথে থেকে সবকিছু  অবজার্ভ করতে হবে আর কি । ফার্স্ট ইয়ার হাওয়ায় উড়ে উড়ে কেটে গেলো আসল চাপ তো এবার শুরু ।

সমৃদ্ধি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9 টা বাজছে । ওর ব্যাগ গুছানো হয়ে গেলে বাইরে এসে দেখে স্পন্দন কানে ফোন নিয়ে সারা হল পায়চারি করছে , কিন্তু কোনো কথা বলছে না । কিছুক্ষন পর বিরক্ত হয়ে বলে "ফোনটা ধরো মা ... Where are you.. please pick up the phone.."
সমৃদ্ধি এগিয়ে এসে বলে "কি হয়েছে এত চিন্তিত কেনো লাগছে তোমায় ? "
"মা , বাবা কেউ কল ধরছে না।  তখন থেকে ট্রাই করছি , নেটওয়ার্কই ধরছে না । একটা msg করে  দিয়েছে ব্যস্ত থাকবে লিখেছে , কিন্তু আমাকে কল তো করবে একবার। "
সমৃদ্ধি ওর পিঠে হাত বুলিয়ে বলে "কোনো জরুরি কাজ আছে হয়তো । তাই msg করেছে । এত টেনশন  কোরো না । "
"দুজনের একসাথে জরুরি কাজ ? আমার অস্থির লাগছে ঋদি । "
"অন্য কাউকে কল করো ... "
স্পন্দন ধপ করে সোফায় বসে পরে । Ellyse কে কল করে , দুইবার রিং হতেই ellyse ফোন ধরে , "yes ,Ellyse Washington speaking... "
স্পন্দন অস্থির হয়ে বলে "Ellyse, SG this side .... Where is mom dad ? Why aren't they picking up my call.. ? "
Ellyse জানায় ওনারা এখন busy আছেন ,board meeting আরো নানান কাজে ব্যস্ত । স্পন্দন স্বস্তির নিশ্বাস ফেলে , Ellyse কে বলে দেয় বাবা মাকে যেনো বলে ফ্রী হয়েই ওকে কল করতে । স্পন্দনের বাবার শরীরটা খুব একটা ভালো নেই । অনেকগুলো ওষুধের সাহায্যে ওনাকে সুস্থ রাখা হয়েছে , তাই স্পন্দন একটু চিন্তা করে বেশি ।
ফোন রেখে স্পন্দন সোফায় এলিয়ে বসে । সমৃদ্ধি ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেনো বলতে চাইছে "বলেছিলাম আমি , টেনশন এর কারণ নেই কোনো । "
স্পন্দন হাতের ইশারায় ডাকে "come here... "
সমৃদ্ধি এগিয়ে আসতেই স্পন্দন ওর কোমর জড়িয়ে ধরে ওর পেটে মুখ গুঁজে রাখে । সমৃদ্ধি ওর চুলে হাত বুলিয়ে বলে "খাবে তো  , আমি খাবার নিয়ে আসি ।  "
স্পন্দন আরেকটু  শক্ত করে জড়িয়ে ধরে বলে "আরেকটু পরে খাচ্ছি । "
সমৃদ্ধি আরেকটু ঝুঁকে স্পন্দনের মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু দিতে স্পন্দন বলে "কাল থেকে আমার কি করে ঘুম আসবে ঋদি... বুকের ওপরটা খালি খালি লাগবে তো আমার । "
সমৃদ্ধি সোজা হয়ে দাঁড়ায়।  স্পন্দনের দুইকানের নীচে হাত রেখে ওর মুখটা তুলে চোখে চোখ রেখে বলে "দুদিন থেকে আমি আছি প্রাণ , তার আগে তো তুমি একাই থাকতে তাই না ।  "
স্পন্দন মলিন হেসে বলে "তার আগে তো কেউ ঘুমের ঘোরে আমার গালে হাত বুলাত না ..  , তার আগে তো কেউ আমার বুকের সাথেই লেপ্টে আমার নামেই তার দেবার কাছে কমপ্লেইন করত না ... আগে তো আমার এসবের অভ্যেস ছিল না ঋদি.., আগে তো আমি কারোর প্রাণ ছিলাম না। "
সমৃদ্ধি অবাক হয়ে বলে "আমি দেবার কাছে তোমার নামে কমপ্লেন করেছি ? কখন কবে ? এটা হতেই পারে না না। "
স্পন্দন মুচকি হেসে বলে "কমপ্লেন করেছো না কি করেছ তুমি জানো , আমি কি মারাঠি বুঝি নাকি । "
"বুঝতেই পারোনি তো বলছ কেনো কমপ্লেন করেছি । সুনামও তো করতে পারি তাই না ? অনেক হয়েছে , এবার খাবো । তুমি বোসো আমি নিয়ে আসছি খাবার ।  "
সমৃদ্ধি কিচেনে যায় ।

প্রেমিক Where stories live. Discover now