A family from the fairy tales

652 38 20
                                    

**আমার Reader রা দিনদিন কিপটে হয়ে যাচ্ছে ।

আগের দিন রাতেই স্পন্দনরা  বাড়ি ফিরে এসেছে । কিন্তু মায়ের আদেশ অনুসারে প্রিয় মানুষটাকে স্পন্দন জানাতেও পারেনি যে তার বাবা মা দেশে ফিরেছে । তাই এটাও বলেনি যে ওরা বাড়ি ফিরেছে ।

একদম সকালে ঘুম থেকে উঠে স্পন্দনের মা আর বাবা নীচে এসে দেখে ছেলে বক্সার আর টি শার্ট পরে সোফার ওপরে শুয়ে আছে । দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে , তারপরে ছেলের গায়ে হাত দিয়ে বাবা ডাকে "এইযে হিরো । "
স্পন্দন আধঘুমে ছিল । নিজের রুমে জংগিয়ের জন্য রেডি হয়ে হলে এসে বসে বাবার জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়েছে।  ও হুড়মুড় করে উঠে বসে গলার হেডসেটটা ঠিক করে বলে "ও এসে গিয়েছ  গুড মর্নিং... চলো , তোমার জন্যই অপেক্ষা করছিলাম ।  "
ছেলেকে halfsleeve টি শার্ট ,গলায় হেডসেট ঝোলানো দেখে  হৃদয় বাবু অবাক হয়ে বলেন "গুড মর্নিং... বাট আজ হঠাৎ sleeve ওয়ালা টি শার্ট , গলায় হেডসেট ..  স্লীভলেস কোথায় আপনার ? আর এত বড় হেডসেট গলায় ঝুলিয়ে রেখেছিস কেনো ? দেখেই কেমন বিরক্ত লাগছে , এয়ারপড গুলো কোথায় ?"
স্পন্দন মায়ের দিকে তাকায় , তারপরে বলে "আজ আমার এরকম সাজতে ইচ্ছে করেছে তাই পরেছি । চলো তো ...  "
এই বলে স্পন্দন ওর মায়ের গালে চুমু দিয়ে বলে "good morning মিসেস beautiful.."
অপরাজিতা হেসে ছেলের গালে চুমু দিয়ে বলে "Good Morning Love... "
বাবা  মায়ের দিকে তাকাচ্ছে দেখে স্পন্দন ওর বাবার হাত ধরে টেনে বলে "রুম থেকে গুড মর্নিং বলে আসোনি ? চলো এবার । "
এই বলে বাবার হাত ধরে নিয়ে চলে যায়।

দুই বাবা ছেলে রাস্তায় জগিং করছে , স্পন্দন যথারীতি একটু এগিয়ে যেতেই ওর বাবা বলেন "এইযে হিরো , একটু আস্তে দৌড়ান । আমার বয়স হচ্ছে তো । "
স্পন্দন পেছন দিকে পা ফেলে একটু পিছিয়ে এসে বলে "কষ্ট হচ্ছে নাকি তোমার ? 6 মাস ফাঁকি মেরেছ দেখছি । "
"ফাঁকি মারিনি , ছয় মাসে একটু বুড়ো হয়েছি এই আর কি । "
"এত তারাতারি বুড়ো হলে তো হবে না । বুড়ো হয়ে গেলে আমার মায়ের পাশে আপনাকে মানাবে তো  । "
এই বলে স্পন্দন হাসে । ওর বাবা ওকে দেখে বলে "গান শুনবি না তো ফালতু বোঝাটা বয়ে নিয়ে এসেছিস কেনো বলতো । তোকে দেখে আমার গরম লাগছে , গলায় হেডসেট ঝুনিয়ে রেখে দিয়েছে । "
স্পন্দন মনে মনে বলে "শখ করে তো ঝুলায় নি "
আর মুখে বলে "তোমার তাতে  সমস্যা কি , তোমার গলায় তো ঝুলায় নি । চলো বাবা .. স্পিড.. "
দুজনে পাশাপাশি দৌড়াতে দৌড়াতে স্পন্দনের বাবা আবার বলেন "কোথায় ভেস্ট পরে আসবে , মাসল গুলো দেখা যাবে,  কুল লাগবে .. তা না .. বয়স্ক মানুষের মতো টি শার্ট পরে এসেছেন । এই তোর কি হয়েছে বলত । "
"কি ব্যপার বলোতো বাবা ... আজ আমি টি শার্ট পরে আসায় খুব সমস্যা হচ্ছে তোমার । তখন থেকে এক কথা বলে যাচ্ছ । "
হৃদয়বাবু  হেসে বলেন "রাস্তার মেয়েরা তোর দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে ।  তাই আর কি ...  "
স্পন্দন অবাক হয়ে বলে "অ্যা... তুমি আমার বাবা তো..  ? "
হৃদয়বাবু  মাথা নেড়ে বলেন "না তো .. আমি তো তোর বন্ধু .. আমাকে দেখে বোঝার উপায় আছে যে আমার এত বড় একটা ছেলে আছে ? আমি নিজে থেকে না বললে কেউ বুঝতেই পারবে না.. I am so young you know.."
স্পন্দন হেসে বলে "ইয়া ইয়া right.... "

প্রেমিক Where stories live. Discover now