Tell me the truth

383 15 6
                                    

"এইযে তুমি একটা প্রশ্নের উত্তর জানতে হাঁটতে হাঁটতে আমার সাথে এতদূর চলে এলে , তোমার ভয় করছে না ? " - স্পন্দন
"ভয় কেনো করবে ? শিমলায় আসার আগে আপনাকেও কিছু ফরমালিটিস পূরণ করতে হয়েছে , আমাকেও কিছু formalities পূরণ করতে হয়েছে । সেই সূত্রে আমাদের দুজনের বায়ো ডাটা অ্যান্টনি আংকেলের কাছে আছে । তাই... আমার যদি কিচ্ছু হয়ে যায় , আপনি তো পালিয়ে যেতে পারবেন না , কারণ আমার বন্ধুদের আর সিনিয়রদের আমি মেসেজ করে দিয়েছি যে আমি আপনার সাথে বেড়িয়েছি । "
স্পন্দন চোখ ছোট ছোট করে সমৃদ্ধির দিকে তাকালে , সমৃদ্ধি বলে "ওভাবে তাকানোর কিছু হয়নি । আর তাছাড়া আপনি চাইলেও আমার কিছু করতে পারবেন না ? "
স্পন্দন বলে "সেটা কেনো ? "
"কারণ আমার দিদি ক্যারাটে ব্ল্যাক বেল্ট... "
স্পন্দন অবাক হয়ে বলে "অ্যা... "
"হ্যাঁ.. "
স্পন্দন জিজ্ঞাসু দৃষ্টিতে নিয়ে বলে "ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট তোমার দিদি , তাতে তোমার এত কনফিডেন্স আসছে কোথা থেকে ? "
সমৃদ্ধি অ্যাটিটিউড নিয়ে বলে "আমার ব্ল্যাক বেল্ট নেই ঠিকই , কিন্তু আমার দিদি যা যা জানে আমি সব শিখে নিয়েছি ওর থেকে । ওগুলো দিয়েই আমি নিজেকে ডিফেন্ড করতে পারব । "
এই উত্তর শুনে স্পন্দন হেসে ফেলে । হা হা করে হেসে যাচ্ছে , স্পন্দনকে এভাবে মনখুলে হাসতে দেখে সমৃদ্ধি অবাক হয়ে নিস্পলক ওর দিকে চেয়ে থাকে , "ছেলে মানুষ হাসলে তাকে এতটা সুন্দর লাগতে পারে ? এরকম মারাত্মক হাসির ওপরে তো ব্যান লাগিয়ে দেওয়া উচিত । "
স্পন্দন হাসি থামিয়ে বলে "I am sorry , but তোমার উত্তর শুনে আমি না হেসে পারলাম না । You are unbelievable.. "
এই বলে স্পন্দন আবার হাসতে শুরু করে ।
সমৃদ্ধি নিজের ঘোর থেকে বেরিয়ে এসে বলে "অনেক হেসে নিয়েছেন আমার ওপরে , এবার যেটা জানতে আমি আপনার সাথে হাঁটতে হাঁটতে চলে এলাম সেটা বলুন তো। "
"আমরা কোথাও বসি ? "
সমৃদ্ধি ঘাড় নেড়ে বলে "ওকে.. "

শিমলার রাত্রি , ঠান্ডা অনেকটা বেশি , স্পন্দনের গায়ে একটা হুডি , আর সমৃদ্ধি জিন্স টপের ওপরে চাদর নিয়ে এসেছে। ক্যাম্পের বাইরে এই ঝিলের ধারটা খুব পছন্দ হয়েছে স্পন্দনের । দু তিনটে বেঞ্চ পাতা আছে। স্পন্দন আর সমৃদ্ধি ওর একটাতে বসে ।
সমৃদ্ধি বলে "আমরা আজ সকালে এলাম , আপনারা গতকাল এসেছেন । একদিন আগে এসে আপনি এত জায়গা চিনলেন কি করে ? আগেও এসেছেন এখানে ? "
স্পন্দন বলে "আমি কোথাও ঘুরতে যাই সে জায়গাটাকে চিনতে , ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে না। তাই আশেপাশের জায়গা গুলো চেনার জন্য আমার কাছে একদিনই এনাফ । "
সমৃদ্ধি মুখ বেঁকিয়ে বলে "আমিও ঘুরতেই যাই , ঘুমাতে না । এবার বলুন তো বলুন , আমাদের ফিরতে হবে। "
"প্রশ্ন আমার , সিক্রেট আমার .. আমি যখন comfortable feel করবো তখন বলবো । "
"Comfortable টা আপনি কখন ফিল করবেন শুনি ? "
"সেটা সময় সাপেক্ষ , তার আগে তুমি বলোতো , বাঙালি হয়েও তোমার surname শুক্লা কেনো ? বাঙালিদের surname শুক্লা সচরাচর শোনা যায় না। "
"আপনাকে কে বললো আমি বাঙালি ? "
স্পন্দন বলে "বাঙালি নও ? তাহলে তুমি কি ? "
"বাবা মারাঠি , মা বাঙালি । বিয়ের আগে পাপা এখানে জব করতো , মাকে পছন্দ করে বিয়ে করে । আমার আর দিদির জন্য হয়। আমরা এখানেই বড় হই , বাঙালি বাচ্চাদের মতোই । আমাদের আসল বাড়ি পুনে হলেও কলকাতাই আমার বেশি কাছের । তাই আমার HS এর পরে পাপা ট্রান্সফার নিয়ে পুনে চলে যায় চাকরি জীবনের শেষটা বাড়ির কাছেই কাটাতে চায় তাই । মা আর দিদিও চলে যায় । কিন্তু আমার মনে হচ্ছিলো কলকাতাতে আমার কিছু থেকে গিয়েছে , তাই NEET qualify করে আমি আবার এখানেই ফিরে এলাম ।"
স্পন্দন বাধ্য শ্রোতার মত সব শুনছিল । সমৃদ্ধি বলে "আমি বলে দিলাম , এবার আপনি বলুন না প্লিজ ... উত্তরটা না জানা অবধি এক্সাইটমেন্টে আমার পেটে ব্যাথা করছে । "
স্পন্দন এবার একটু সিরিয়াস হয়ে যায় । ওর চোয়াল শক্ত হয়ে আসে। ও ঠান্ডা ভাবে জিজ্ঞেস করে "সমৃদ্ধি তুমি জানো আমি তোমার চেয়ে বয়সে কতটা বড় ? "
সমৃদ্ধি পেন্ডুলামের মত দুদিকে মাথা নেড়ে বলে "নাহহ.. "
"তুমি এখন কমপ্লিট কুড়িও নও , আর আমি পঁচিশ প্লাস... "
"তাতে কি ? কোনো কিছু বুঝতে গেলে knowledge লাগে , বয়স দিয়ে কি হবে ? "
"যেই বিষয়ে তুমি জানতে চাইছো , সেই বিষয়ে knowledge তোমার আছে ? "
"না থাকলেও , আমি ছোটবেলা থেকে হেব্বি ট্যালেন্টেড সব জিনিস একবারে বুঝে যাই । আপনি বলুন আমি বুঝে যাবো । "
স্পন্দন সমৃদ্ধির চোখের দিকে তাকিয়ে বলে "তুমি ভার্জিন ? "
প্রশ্ন শুনে সমৃদ্ধি প্রথম দিকে থমকে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে বলে "obviously.. "
"প্রেম করেছো ? "
"এখনও পর্যন্ত নাহ... তবে ইচ্ছা আছে । আপনি ? "
"প্রেম ঠিক করিনি , কলেজের প্রথম দিকে তিন মাসের ছোট সময়ের জন্য একটা রিলেশনে ছিলাম । মেয়েটার জমেনি ছেড়ে পালিয়েছে । তারপরে আর নয় । "
সমৃদ্ধি কৌতূহলী হয়ে তাকিয়ে আছে ওর দিকে , অস্ফুটে বলে "আমরা কিন্তু টপিকে আসছি না । "
স্পন্দন দীর্ঘশ্বাস ফেলে বলে "টপিকেই যাওয়ার চেষ্টা করছি , তবে তোমাকে কি করে বোঝাবো বুঝতে পারছি না । সমৃদ্ধি তুমি হয়তো বুঝতে পারবে না আমার কথাটা , কিন্তু একজন স্বাভাবিক মানুষের জন্য না তার চাহিদাগুলো জানার জন্য সেই জিনিসটা এক্সপেরিয়েন্স করা লাগে না । এইযে আমি বললাম আমি ওয়াইল্ড , এটা জানার জন্য আমাকে sexual intercourse এ involve হয়ে আমাকে বুঝতে হয়নি । আমি যখন যখন নিজের মনে ইন্টারকোর্স নিয়ে ভেবেছি , তখন সেই সময়ে আমার কি কি চাহিদা থাকতে পারে এটা নিজে নিজেই আমার মনের মধ্যে চলে এসেছে । আর এই চাহিদাগুলো নিয়ে যখন আমি বিচার করেছি না , তখন আমি বুঝতে পেরেছি এগুলো স্বাভাবিক নয় , এগুলো আসলে wildness... "
সমৃদ্ধি একরাশ কৌতূহল নিয়ে স্পন্দনের কথা শুনছিল। "ছেলেটা কত ধৈর্য নিয়ে কথাগুলো বলছে , এত প্রাইভেট কথা বলছে তবু একটুও vulgar লাগছে নাতো "
সমৃদ্ধি এটা ভাবতে ভাবতেই , স্পন্দন আবার বলে "এবার তুমি বলো , যে ছেলে involve হওয়ার আগেই ধরে নিয়েছে সে aggressive , সে wild... । তাকে তো যে কোনো মেয়ে ভয় পাবে । ভাববে আমি ছেলেটার সাথে রোমান্স করতে যাবো , ছেলেটা কি করবে ঠিক নেই । ঠিক এই কারণেই আমি মনে করি , আমার এই সিক্রেট ডার্ক সিক্রেট .. যেটা সিক্রেট থাকাই ভালো কোনোদিন কারোর সামনে আসার প্রয়োজন নেই । "
সমৃদ্ধি বলে "এমন কেনো ? মেয়েগুলো এমন কেনো ভাববে ? একজন একটু wild মানেই তো এই নয় সে রোমান্টিক নয় । আর আমি যতদূর জানি যারা একটু বেশি রোমান্টিক তাদের মধ্যেই wildnessটা আসে। "
স্পন্দন মৃদু হেসে বলে "এটা তুমি বোঝো , সব মেয়ে বোঝে না। They have a different defination of wildness.."
সমৃদ্ধি চুপ করে যায় , চুপ হয়ে স্পন্দনের মুখের দিকে চেয়ে থাকে ।
স্পন্দন বলে "তুমি জোর করেছিলে , তোমাকে বোঝালাম.. এবার তুমি ভাবতেই পারো আমি একজন খারাপ... "
"No you are not... "
স্পন্দনের কথা শেষ হওয়ার আগে বলে বসে সমৃদ্ধি । স্পন্দন ওর দিকে তাকালে সমৃদ্ধি বলে "যে নিজের ফ্যান্টাসির আগে বিপরীতপক্ষের কথা ভাবে , সেই মানুষটা আর যাই হোক atleast খারাপ হয়ে পারে না। "
এই বলে সমৃদ্ধি বেঞ্চ থেকে উঠে যায় ।
স্পন্দন অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। "এইটুকু একটা মেয়ে , কত ম্যাচিওর.. । "
ভাবতে ভাবতে স্পন্দনও উঠে দাঁড়ায় ।
সমৃদ্ধি নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে "একটা বাজে , এবার আমাদের যাওয়া উচিত । সকাল সকাল আমাদের আউটিং এর প্ল্যান আছে । "
স্পন্দন বলে "হ্যাঁ চলো । "

ঝিল থেকে টেন্টে যাওয়ার পথে দুজনে পাশাপাশি হাঁটছে । রাস্তায় এক অদ্ভুত নীরবতা , চাঁদের আলো আজ একটু বেশিই উজ্জ্বল । স্পন্দন চুপচাপ সামনে তাকিয়ে হেঁটে যাচ্ছে । সমৃদ্ধি হাঁটতে হাঁটতে বারবার স্পন্দনের মুখের দিকে তাকাচ্ছে ।
একটা সময় ওরা ক্যাম্প এরিয়ার ভেতরে এসে পড়ে । স্পন্দন দাঁড়িয়ে বলে "আমি এখানে দাঁড়াচ্ছি , তুমি ভেতরে যাও । "
সমৃদ্ধি মৃদু হেসে বলে "গুড নাইট.. "
স্পন্দনও উত্তরে "গুড নাইট " বলে ।
সমৃদ্ধি টেন্টে ঢুকে যাওয়ার আগেও একবার ঘুরে স্পন্দনের দিকে তাকায় , তারপরে ভেতরে চলে যায় ।

সমৃদ্ধি ভেতরে চলে যাওয়ার পর স্পন্দন নিজের টেন্টে ঢুকতে যাওয়ার আগেই ওর সামনে দুজনকে দেখে থমকে দাঁড়ায়। ঘুম ঘুম চোখে রাজ আর তপণ দাঁড়িয়ে । স্পন্দনকে দেখেই রাজ ভ্রু নাচিয়ে বলে "কোথায় গিয়েছিলি ? "
"ঝিল .. "
"শালা তুই কি করে পরিস বলতো ? "
"কি পারি ? "
"এইযে একবেলার মধ্যে মেয়ে পটিয়ে ফেলতে । তাও আবার এমন পটিয়েছিস যে তির সাথে ঝিল অবধি চলে গেলো । "
"Shut Up রাজ , সেরকম কিছুই না । "
"তাহলে কিরকম কিছু .. "
"আমি বলতে বাধ্য নই । যা ঘুমা.. "
এই বলে স্পন্দন ভেতরে চলে যায় । রাজ আর তপন একেঅপরের মুখ চাওয়াচাওয়ি করে ওখানেই দাঁড়িয়ে তাহলে কিছুক্ষন ।






(ক্রমশ...)

প্রেমিক Where stories live. Discover now