Her love language

436 19 6
                                    

ঋতজা আর নিশা এখনও মুখে প্রশ্নচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে , স্পন্দনের বন্ধুরা সবটাই জানে।  সমৃদ্ধি মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে , স্পন্দন ওর হাত ধরে আছে ।
নীরবতা ভেঙে স্পন্দন বলে "ঋতজা , নিশা , আমি জানি তোমরা কিছুই বুঝতে পারছ না । তোমাদের সবটা বলার জন্যই এখানে ডাকা । তোমাদের সমুকে মানে আমার ঋদিকে আমি খুব ভালবাসি । আমি জানি বর্তমানে কলকাতায় ওর গার্জেন  বলতে তোমরাই আছো , তাই তোমাদের না জানিয়ে আমি কিছুই করতে চাই না । তোমাদের বোন , তোমরা খুব ভালোবাসো ওকে , তাই তোমাদের সাক্ষী রেখেই বলেছি ঋদিকে আমায় আমার পুরো লাইফের জন্য নিজের করে নিলাম , ওকে যদি আমি কোনোদিন কোনো কষ্ট দি , যেটা আমার কল্পনারও বাইরে , তাহলে তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব । "
সমৃদ্ধি মাথা নিচু করে সব শুনছিল । ওর চোখ জ্বালা করছে , চোখ ফেটে জল বেরিয়ে আসছে । মাথা তুলে তাকাতে পারছে না। 
নিশা আর ঋতজা খুব খুশি , স্পন্দন সমৃদ্ধির হাতটাকে নিজের দুইহাতের মধ্যে না বলে "ঋদি , চুপ করে থেকো না । প্লিজ কিছু বলো । "
সমৃদ্ধি হুট করে  মুখ তুলে স্পন্দনের। কলার চেপে ধরে ওর চোখের দিকে তাকায় , মেয়েটার চোখ লাল হয়ে গিয়েছে , জলে ছলছল করছে ।
নিশা এটা দেখে বলে "একিরে... সমু , ছেলেটা এত সুন্দর করে গুছিয়ে ওর মনে কথা গুলো বললো আর তুই কিনা সোজা ওর কলার ধরে নিলি । এটা কিন্তু ঠিক নয় । "
স্পন্দন হেসে বলে "চিন্তা কোরো না , ও রেগে কলার ধরে নি , It's her love language.... "
সমৃদ্ধি ওর কলারটা আরো শক্ত করে ধরে কাঁদো কাঁদো স্বরের বলে "তুমি খুবই খারাপ , খুবই খারাপ তুমি । তুমি আমাকে ইমোশনাল করে দিচ্ছ , আমি ইমোশনাল নই । যারা ইমোশনাল হয় তারা খুব দূর্বল হয়, আমি ইমোশনাল নই.... আমি দুর্বল নই , তুমি এইভাবে আমাকে ইমোশনাল করে দেবে না । "
স্পন্দন ওর দুই বাহুতে হ্যাঁ রেখে বলে "তোমাকে এই ফালতু কথাটা কে বলেছে যে যারা ইমোশনাল হয় তারা দুর্বল হয়।  "
সমৃদ্ধি মাথা নেড়ে বলে "না তবুও ... নই আমি ইমোশনাল , আমি ইমোশনাল নই..."
এই বলে স্পন্দনের কলার ছেড়ে দৌড়ে ওয়াশিং এরিয়ার দিকে পালায় ।
স্পন্দনও ওর পিছু পিছু যায় ।
"ঋদি .. আমার কথাটা শোনো ঋদি..."
সমৃদ্ধি ওয়াশরুমে ঢুকে যাওয়ার আগে স্পন্দন ওর হাতটা ধরে টেনে ওকে সামনের একটা দেয়ালের সাথে চেপে ধরে বলে "কেনো এভাবে কাঁদছো  তুমি বলোতো ? আমি কি কিছু ভুল করে ফেলেছি ? কি ভুল করেছি আমি বলো ? আমার কি নিশা আর ঋতজাকে ডাকা উচিত হয়নি ? "
সমৃদ্ধি মুখ ফুলিয়ে বলে "সেটা নয় । "
"তাহলে ? তাহলে কি করেছি আমি ? তুমি যদি আমাদের সম্পর্কের শুরুতেই এইভাবে কান্নাকাটি করো , আমার কেমন মনে হবে বলোতো ? মনে হবে আমি হয়তো টোয়ামকে ভালো রাখতে পারব না , মনে হবে আমি তোমাকে কষ্ট দিচ্ছি । "
সমৃদ্ধি চোখের জল মুছে বলে "আমি কি সেটা বলেছি ? "
স্পন্দন বিচলিত হয়ে বলে "তাহলে সমস্যাটা কি হচ্ছে তোমার একটু বলো আমায় ? "
সমৃদ্ধি , ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে বলে "তুমি আর আমি আর কখনও এরকম ইমোশনাল ইমোশনাল কথা বলবে না । আমার কান্না পেয়ে যায় , তখন লোকে আমাকে ইমোশনাল ভাববে আমি তো ইমোশনাল নই । "
স্পন্দন মুচকি হেসে ওর দুইগালে হাত রেখে বলে "আচ্ছা এই ব্যাপার , বেশ sorry আর কখনও তোমার সামনে এরকম ইমোশনাল কথা বলব না এই কান ধরছি । "
এই বলে স্পন্দন এক হাতে ওর কম ধরতে গেলে সমৃদ্ধি ওর কলার টেনে ধরে স্পন্দনের ঠোঁটের নিজের ঠোঁটজোড়া চেপে ধরে , স্পন্দনতো থ... । সমৃদ্ধি স্পন্দনের ঠোঁটজোড়া আলতো করে চুষে নিয়ে ছেড়ে দেয় , স্পন্দন এখনও পুরোটা প্রসেস করতে পারছে না । সমৃদ্ধি লজ্জায় ওর বুকে মুখ লুকিয়ে নেয় । স্পন্দন নিজের হাতের উল্টোপিঠে নিজের ঠোঁট মুছে নিয়ে বলে "এটা কি হলো ? "
সমৃদ্ধি মুখ তুলে বলে "তুমি বলেছিলে না , তুমি যেই মেয়েকে একবার ছুঁয়ে নেবে তাকে আর কখনও নিজের থেকে দূরে যেতে দেবে না । তাই নিজের জায়গাটা permanent করে নিলাম আমি , যাকে বলে permanent বুকিং... তুমি তো জানো আমি হেব্বি ট্যালেন্টেড... । "
স্পন্দন মুচকি হেসে ওর গাল টিপে দিয়ে বলে "নিজের জায়গা permanent করতে গিয়ে আপনি যে  কাঙালকে শাকের ক্ষেত দেখিয়ে ফেললেন ম্যাডাম , এবার যে কাঙাল বারবার শকের ক্ষেতে যাবে।  "
সমৃদ্ধি কিছু বুঝতে না পেরে বলে  "মানে ? "।
স্পন্দন দুই হাত সমৃদ্ধির দুইগালে রেখে এবার নিজে সমৃদ্ধির নরম গোলাপের পাঁপড়ির মতো ঠোঁটজোড়ায় আধিপত্য বিস্তার করে , সমৃদ্ধি স্পন্দনের পিঠের কাছের জামা খামচে ধরে , প্রথম চুম্বনের প্রভাবে সমৃদ্ধির শরীর ঠাণ্ডা হয়ে আসছে , স্পন্দন সমৃদ্ধির ঠোঁটজোড়া  চুষতে চুষতে নিশ্বাসে বাধা অনুভব করলে মুক্ত করে দেয় । সমৃদ্ধি এখনও স্পন্দনের কামা ছাড়েনি , স্পন্দন ওর কপালে কপাল ঠেকিয়ে ঘণ ঘণ নিশ্বাস নিতে নিতে বলে "you are going to regret my love..  "
সমৃদ্ধি ওর চোখে চোখ রেখে বলে "I won't... "
স্পন্দন মৃদু হেসে বলে "I like your confidence... "
"And I love you... " এই বলে স্পন্দনের গালে চুমু দিয়ে দৌড়ে পালায় মেইন হলের দিকে ।

ওকে দৌড়ে আসতে দেখে নিশা বলে "কিরে কি হলো ? কান্না থামলো ? "
সমৃদ্ধি বলে "কই আমি কাঁদিনি তো ? "
"না কাঁদিসনি চোখ এখনও লাল হয়ে আছে তোর । আরেকটু হলেই তো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে । জীবনে প্রথম দেখলাম এত সুন্দর প্রপোজাল পাওয়ার পরেও কেউ এভাবে কাঁদে । "
ঋতজা বলে "তুই বুঝছিস না নিশা , ওটা ওর খুশির জল ছিল । "
একটু পরে চোখে মুখে জল দিয়ে রুমালে মুখ মুছতে মুছতে স্পন্দনকে  আসতে দেখে নিশা বলে "কিরে , তুই নিজে কাঁদলি কাঁদলি , বেচারা ছেলেটাকেও কাঁদিয়েছিস নাকি ? চোখে মুখে জল দিয়ে এলো যে । "
সমৃদ্ধি আর চোখে স্পন্দনের দিকে তাকিয়ে দেখি স্পন্দন ওর দিকেই তাকিয়ে আছে।  স্পন্দন মাথা নেড়ে বলে "না না আমি এমনি চোখে মুখে জল দিয়ে এলাম । "

"তাহলে কেকটা কাটা যাক নাকি ..?" ওরা তাকিয়ে দেখে রাজ এর মধ্যে কেক নিয়েও চলে এসেছে । হার্ট শেপ এর রেড ভেলভেট কেক , ওপরে লেখা "Celebrating Wridi and Pran... "
কেকটা দেখে সমৃদ্ধি স্পন্দনের দিকে তাকায়।  স্পন্দন মৃদু হাসে, ওরা কেক কাটে , কেক খায় একসাথে । সমৃদ্ধি একটুকরো কেক নিয়ে স্পন্দনের মুখের সামনে ধরে বলে "আজকেও কেক খাবে না নাকি ?  "
স্পন্দন ওর হাত থেকে কেকটা খেয়ে নিয়ে বলে "তুমি নিজের হাতে খাইয়ে দিল বিষও খাবো । " , সমৃদ্ধি লজ্জায় কিছু বলতে পারে না। 
কেক পর্ব শেষে ওরা লাঞ্চ করে ।
খেতে খেতে হঠাৎ নিশা বলে  "তুমি তো আমাদের চেয়ে বড় , এখন আমাদের বনের বয়ফ্রেন্ডও বটে ,না ধরে ডাকতে কেমন যেনো লাগছে । আমরা কি তোমাকে দাদা বলবো ? "
স্পন্দন বলে "তোমাদের যা ইচ্ছা তোমরা ডেকো ,ওদের মতো SG ও  ডাকতে পারো চাইলে । "
ঋতজা বলে "তোমার ডাকনাম কি প্রাণ ? তাহলে আমরা প্রাণদা পারি , স্পন্দনদা ডাকটা বড্ড বড় । "
সমৃদ্ধি স্পন্দনের দিকে তাকিয়ে আছে , স্পন্দন বলে "Sorry ঋতজা , আসলে ঐ নামটার কপিরাইট একজনের কিনে নেওয়া আছে , তুমি ওই নামটা বাদে পৃথিবীর যে কোনো নামে আমাকে ডাকতে পারো । "
নিশা বলে "কার ? "
তারপরে মুহূর্তেইও সমৃদ্ধির দিকে তাকায় , সমৃদ্ধি খাবার প্লেটের দিকে তাকিয়ে হাসছে দেখে নিশা বলে "ও আচ্ছা বুঝেছি , তাহলে রাজদের মত আমরাও তোমাকে SG বলেই ডাকব । "
স্পন্দন মাথা নেড়ে বলে "ওকে.. "







(ক্রমশ...)

প্রেমিক Where stories live. Discover now