Welcome to Shimla

1K 24 10
                                    

"SG আরে ওই SG... কোথায় তুই ? "
বড় ঝিলটার ধারে পকেটে হাতে ঢুকিয়ে দাঁড়িয়েছিল স্পন্দন । রাজকে দৌড়ে দৌড়ে আসতে দেখে ও বলে "কি হয়েছে এরকম হাই স্পিডে দৌড়াচ্ছিস কেনো ? ষাঁড় তাড়া করেছে নাকি ? কিন্তু আসার সময় এখানে তো কোনো ষাঁড়  দেখিনি । "
"ভাই ভাই ভাই , ষাঁড় নয় রে । প্রজাপতি । "
"What..."
"মানে এক ঝাঁক প্রজাপতি । বারোজন মেয়ে .."
"মেয়ে এখানে ? "
"হ্যাঁ , ওরাও হয়তো সামার ক্যাম্পেই এসেছে ।  "
"ভালো তো , তা এত excited হওয়ার কি আছে । ওদের ইচ্ছা হয়েছে ওরা এসেছে । জায়গাটা তো আর আমাদের একার নয় না , তাছাড়া অ্যান্টনি আংকেল বলে গিয়েছিলেন আরো কিচ্ছু গেস্ট আসবে । ওরাই হয়তো তারা । "
"ভাই তুই বুঝছিস না আমার কথাটা , অ্যান্টনি আংকেল তো তোকেই দায়িত্বটা দিয়ে গিয়েছে যাতে ওদের এন্ট্রির আগে তুই চেক করে নিস  । তুই চল আমার সাথে । "
এই বলে রাজ স্পন্দনের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে ওদের আস্তানার কাছে । স্পন্দন এসে দেখে ওর গ্রুপের ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে , সামনেই মেয়েগুলো দাঁড়িয়ে । ছেলেগুলো এমন ক্যাবলার মত দাঁড়িয়ে আছে যেনো জীবনে কোনোদিন মেয়েই দেখেনি ।
স্পন্দন ওদেরকে দেখে বলে "এই তোদের হয়েছে টা কি বলতো ? তোরা এরকমভাবে করছিস যেনো জীবনে মেয়ে দেখিসনি । ভুলে যাসনা MBA করছিস তোরা । "
অভয় বলে "ছাড়তো তোর MBA , Boys Trip এ এসে যদি এরকম সুন্দরীদের দেখা  পাওয়া যায় তাহলে ছেলেরা এমনি গলে যায় ।  "
স্পন্দন বুঝতে পারে এসে দিয়ে কিছু হবে না। তাই নিজেই এগিয়ে যায় । মেয়েদের মধ্যে সবার আগে যে দাঁড়িয়ে ছিল তার কাছে গিয়ে বলে "হ্যালো...  Myself স্পন্দন , স্পন্দন গাঙ্গুলি । I know little difficult name , you all can call me SG. "
মেয়েটা হেসে বলে "বাহ্ আপনার নামটা তো বেশ সুন্দর । স্পন্দন.. "
স্পন্দন অবাক হয়ে বলে "বাঙালি ? "
মেয়েটা হেসে বলে "হ্যা.. আমি ঋতজা , ঋতজা মজুমদার । আমরা কলকাতা থেকে আসছি । "
"Woww great আমরাও কলকাতা থেকেই।  Actually আমরা কাল সকালেই এসেছি এখানে । আমাদের টেন্টগুলো ছাড়াও  এখানে আরও চারটে টেন্ট রয়েছে দেখে খানিক অবাক হয়েছিলাম । এবার সব ডাউট ক্লিয়ার হলো ।  এখানকার কেয়ারটেকার , মনে অ্যান্টনি আংকেল একটু বাইরে গিয়েছে । আমাকে বলে গিয়েছেন আপনাদের এন্ট্রির আগে আমি যেনো একটু সব মিলিয়ে নি । সো , if you don't mind.. "
ঋতজা বলে "yea ofcourse..  সমু.... "

প্রেমিক Donde viven las historias. Descúbrelo ahora