Missing You

353 19 10
                                    

"ধুস , মেয়েগুলো ছিল ভালো লাগছিল । ওরা চলে যেতেই বোরিং  লাগতে লাগলো "- রাজ ।
"যা বলেছিস , ইচ্ছে করছে আজই ফিরে যাই । কি বলিস তপন ? " - অভয় ।
"একদম .. "- তপন ।
"ভাগ্যিস নিশার নম্বরটা নিয়ে নিয়েছিলাম , কলকাতা গিয়ে দেখা করা যাবে।  " - রাজ
"তুই শালা ফাঁকতালে নিশার নম্বরও নিয়ে নিলি কখন । " - অভয় .. ।
"নিয়েছি , নিয়েছি । SG ও নিশ্চয় সমৃদ্ধির নম্বর নিয়েছে । " - রাজ ।
ওরা স্পন্দনের দিকে তাকিয়ে দেখে , ও কিছু একটা ভাবছে । অভয় আর রাজ একে অপরের দিকে তাকায় । তারপরে দুজনে একসাথে ডাকে "SG .. আরে ওই SG.. "
স্পন্দন ভাবনা থেকে বেরিয়ে বলে "তুই সমৃদ্ধির ফোন নাম্বার নিয়েছিস ? "
স্পন্দন একটু ভেবে বলে "না নেওয়া হয়নি ? "
রাজ এবার একটু জোরেই বলে "ফোন নম্বর নিসনি , রোমান্স করিসনি তো মাঝরাতে ঝিলের ধারে গিয়ে করেছিসটা কি হওয়া খেতে গিয়েছিলিস ? "
স্পন্দন মনে মনে বলে "সত্যিই তো , ওর কথার মধ্যেই এতটা হারিয়ে যেতাম যে ফোন নম্বর নেওয়ার কথাটা মাথাতেই ছিল না  । ওর সাথে কথা বলতে ইচ্ছে হলে কি করবো এবার ?  "
একটু পরে রাজ বলে "অত চাপ নিস না , আমার কাছে নিশার নম্বর আছে , দরকার পড়লে বলিস সমৃদ্ধির নম্বর জোগাড় করে দেবো । সত্যি করে একটা কথা বলত ভাই , তুই মেয়েটার প্রেমে পরে গিয়েছিস তাই না । "
স্পন্দন "জানিনা " বল  উঠে টেন্ট এর বাইরে চলে যায় ।
অভয় রাজের কাঁধে হাত দিয়ে বলে "ভাই ,না বলেনি । জানিনা বলেছে , তারমানে চান্স আছে । "
রাজ বলে "চান্স তো আছেই । আমাদের SG সমৃদ্ধিতেই আটকেছে । "

"উফ উফ উফ .. কি করে কি করে কি করে কি করে ফোন নম্বরটা নিতে ভুলে গেলি তুই... "
এই বলে সমৃদ্ধি নিজেই নিজের বিছানায় মাথা ঠুকছে ।
নিজের মাথা ধরে বলে "সমৃদ্ধি , তুই এতটা dumb কি করে হতে পরিস । সামান্য ফোন নম্বরের কথা তোর মনে থাকলো না ? কি করবো ? কোথায় পাবো কন্টাক্ট নম্বর ? দিদিদের জিজ্ঞেস করব ওরা কারোর কন্টাক্ট নম্বর নিয়েছে কিনা ? না না .. ওরা কি না কি ভেবে নেবে .. রিল্যাক্স সমু .. রিল্যাক্স.. গনু (গনেশ ঠাকুর ) চাইলে , তুই ঠিক তার কন্টাক্ট নম্বর পেয়ে যাবি।   "
এই বলে সমৃদ্ধি ধপাস করে বেডে শুয়ে পড়ে । সিলিং এর দিকে তাকিয়ে বলে "শিমলা থেকে কলকাতায় চলে এলাম , তবুও ছেলেটা মাথা থেকে বেরোচ্ছে না।  He is different he is special .. "
তারপরে পাশ ফিরে শুয়ে বলে "আমি এতটা উতলা হয়ে পড়ছি কেনো ? আমি ওখান থেকে চলে আসার পড়ে তার একবারও আমার কথা মনে পড়বে কি না ঠিক নেই , আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি।  নাহ.. আমি আর ভাববো না , তারমানে যদি একটুও আমার সাথে কথা বলার ইচ্ছে থেকে থাকে , সে নিজে আমাকে খুঁজে নেবে । আমার বিশ্বাস স্পন্দন গাঙ্গুলি আমাকে খুঁজবে ।  "
এই বলে সমৃদ্ধি ব্লাশ করতে করতে বালিশে মুখ গোঁজে।

প্রেমিক Where stories live. Discover now