BOY.Friends

456 24 5
                                    

"বাবা , এ ঘার কোনাচে আহে ? "
ফাঁকা ফ্ল্যাটটাতে শুধু দুটো বেডরুমে পাতা বিছানা , কিচেনে গ্যাস আর কিছু বাসনপত্র আর জলের কেন্ট ছাড়া কিছুই নেই ।
সমৃদ্ধির এই প্রশ্নে ওর  বাবা হেসে বলেন "তোমার সমির আঙ্কেল আছেন না ? তার ... উনি এখন কলকাতায় থাকেন না । তাই আমরা আসছি শুনে চাবিটা দিলেন । বলেন কোথায় আর হোটেলে থাকবে , আমার ফ্ল্যাটের চাবিটা নিয়ে যাও । "
সমৃদ্ধির চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে "তারমানে আমরা মামুর ঘর যাবো না ? "
"নাহ... "
সমৃদ্ধি লাফিয়ে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে "thank you বাবা..."
ওর মা ওর আনন্দ দেখে বলে "মামুর বাড়ি যেতে হবে না শুনে এত আনন্দ ... "
সমৃদ্ধি ওর বাবার পেছনে লুকায় । ওর বাবা হেসে বলেন "আনন্দ তো হবেই , এই কদিন আমরা কলকাতা ঘুরবো তো । "
"এই একই কলকাতা আর কতবার ঘুরবে তোমরা ? "
সমৃদ্ধির বাবা রসিক মানুষ , স্ত্রীয়ের পাশে গিয়ে স্ত্রীয়ের কাঁধে হাত দিয়ে বলে "তুমি আর আমি আলাদা ঘুরবো , ওরা আলাদা ঘুরবে।  কতদিন হলো আমরা একসাথে ঘুরতে বেরোইনি পূর্ণা । "
সমৃদ্ধি আর ওর দিদি মিটিমিটি হাসছে।  মেয়েদের সামনে লজ্জা পেয়ে সমৃদ্ধির মা বলেন "তুমি স্নানে যাবে কিনা ? "।

দুই বোন পাশাপাশি শুয়ে আছে , সমৃদ্ধি সিলিংয়ের ফ্যানের দিকে তাকিয়ে ভাবে "কি জানি  প্রাণ এখন কি করছে । "
স্পন্দনের ভাবনায় বিভোর হয়ে সমৃদ্ধি ওর দিদি কি বলেছে শুনতেই পায়নি । ও কোনো উত্তর দিচ্ছেনা দেখে সম্প্রীতি ওকে ঝাঁকিয়ে বলে "এই বুনু.. "
সমৃদ্ধি ভাবনা থেকে বেরিয়ে এসে বলে "অ্যা.. কি হলো ? "
"কি এত ভাবছিস তুই ? আমি কত কিচ্ছু বললাম তোকে । "
"একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম , এবার বল শুনছি । "
"ওই  তুকারাম বলে লোকটা আছে না ? "
"কে ওই ঘটক ?"
"হ্যাঁরে , ওই টাকলা বুড়ো মালটা । ওকে বলেছি আমি বিয়ে করবো না , তাও রোজরোজ নতুন ছেলের খোজ নিয়ে চলে আসে । "
সমৃদ্ধি উঠে বলে "এই দি , বিয়ে করবি না তুই ? কেনো রে .. "
"ধুর... বাবা ছাড়া পৃথিবীর কোনো ছেলেকে বিশ্বাস করতে নেই । একা থাকবো বিন্দাস থাকবো । ছেলে মানেই খারাপ .. "
সমৃদ্ধি বলে "মোটেই না , সব ছেলে খারাপ না । "
ওর দিদি ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় । "কি ব্যাপার .. তুই আজ ছেলেদের ডিফেন্ড করছিস যে । "
সমৃদ্ধি তোতলাতে তোতলাতে বলে "না.. মানে সব ছেলে তো খারাপ হয়না তাই না । এই যেমন  আমাদের বাবা , রুনু দিদির বর , মাধুরী পিসির বর.. তারা তো কত ভালো । এমন করে বলছিস কেনো রে দিদি , তুই বিয়ে না করলে আমি মজা করতে পারবো না তো । "
"ওই লাখ খুঁজলে ওরকম দু একটা ভালো স্যাম্পল বেরিয়ে যায় , আমি অত খুঁজতে টুঁজতে পারবো না । আমি বিয়ে টিয়ে করবো না । এবারের চ্যাম্পিয়নশিপ জিতলে মহারাষ্ট্র পুলিশে জব দেবে বলেছে । জবটা হয়ে গেলে বিন্দাস থাকবো নিজের মতো । বাবার রিটায়ারমেন্ট এর পরেও   তোর পড়াশোনা নিয়ে আর চিন্তা থাকবে না । আমি সামলে নেবো । "
সমৃদ্ধি ওর দিদিকে জড়িয়ে ধরে বলে "মোটেও না , আমি তোকে একা একা থাকতে দেবই না । বাবার রিটায়ারমেন্ট এখনও অনেক দেরী  । তোর জন্য এত ভালো ছেলে খুঁজে আনবো না , তুই দেখবি । "
"তুই খুঁজবি ? "
"হ্যাঁ... "
"তুই আগে নিজের ক্যারিয়ার গড় , তারপরে আমার কথা ভাববি । "
এই নিয়ে দুই বোনের মধ্যে গল্প চলে থাকে ।

প্রেমিক Where stories live. Discover now