It's your birthday

346 16 6
                                    

সমৃদ্ধি সকাল আটটার সময় টেন্ট থেকে বেরিয়ে দেখে স্পন্দন টেন্টের বাইরে হাঁটাহাঁটি করছে আর ফোনে কথা বলছে ।
"না মা , আমি ঠিক আছি । শীত করছে না , আমরা খুব এনজয় করছি । প্লিজ তুমি এত টেনশন কোরো না । "
"হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে । "
"Ok love Good night , I love you.. "

সমৃদ্ধি দুর থেকে দেখছিল আর মনে মনে হাসছিল ।
"মায়ের সাথে এমনভাবে কথা বলছে যেনো গার্লফ্রেন্ড । "
স্পন্দন ফোন রেখে  পাশ ফিরতেই দেখে সমৃদ্ধি । হাত নেড়ে "হ্যালো " বলে ।
সমৃদ্ধি মৃদু হেসে বলে "হাই "
তারপরে ইশারায় জিজ্ঞেস করে এই সকালবেলা ও "গুড নাইট " কেনো বললো ? স্পন্দন ঘাড় নেড়ে ইশারাতেই জানায় "এমনি .. "
সমৃদ্ধি ওকে বলে চলে যেতে গেলে  স্পন্দন ডাকে "সমৃদ্ধি.. "
সমৃদ্ধি ঘুরে তাকাতেই ও বলে "হ্যাপি বার্থডে.. "
সমৃদ্ধি একগাল হাসি নিয়ে বলে "Thank you.. "
তখনই অ্যান্টনি আংকেল একটা ফুলের তোড়া আর এক বাক্স চকলেট এনে বলে "বেটা জি , সামৃদ্ধি বেটা কিধার হে ? "
সমৃদ্ধি বলে "আংকেল , মে হি হু .. "
"ওহ.. ইয়ে তুমহারে নিয়ে কিসিনে ভেজা হে"
সমৃদ্ধি অবাক হয়ে বলে "মেরে লিয়ে ? কিসনে আংকেল ? "
"পাতা নেহি , মে নেহি জানতা । Mujhe বাস বলা সমৃদ্ধি কো দেনে.. "
এই বলে ফুলের তোড়া আর চকলেটের বক্সটা সমৃদ্ধির হাতে দিয়ে চলে যান । সমৃদ্ধি ওগুলো নিয়ে সামনে তাকাতেই দেখে স্পন্দন ওখানে নেই ।
ফুলের তোড়াটা পুরোটা বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তৈরি শুধু । ওপরে একটা কার্ড রাখা । ও ওটা খুলে দেখে ভেতরে লেখা
"Happy Birthday to the beautiful girl with a perfectly beautiful dimple on her face.. Many Many happy returns of the day .. "
তার নিচেই  বাংলাতে লেখা "বুঝতে পারছিলাম না তোমার এই স্পেশাল দিনে কি দেওয়া যায় । তাই অবশেষে ভাবলাম গোলাপ আর চকলেট হয়তো সব মেয়েদের পছন্দ । তুমি তো একটু আলাদা , তাই তোমার যদি পছন্দ না হয় তাই আগেই Sorry.. "
সমৃদ্ধি হেসে ফেলে , প্রাণ ভরে গোলাপের সুগন্ধ নিয়ে দেখে নীচে লেখা "কখনও সময় হলে বলবো , আমি কে  । "
চিঠিটা দেখে স্পন্দনকেই মনে পড়ছে সমৃদ্ধির । কিন্তু ও যদি না হয় , তাহলে তো অন্য ব্যাপার হয়ে যাবে।  তাই ও আর এই বিষয় নিয়ে স্পন্দনকে কিছু বলে না ।
ফুলের তোড়া আর চকলেট নিয়ে ভেতরে ঢুকতেই মেয়েগুলো সমৃদ্ধিকে ঘিরে ধরে
"সমু.... কে দিলো রে ? "
"আমি জানিনা । বুঝতে পারছি না "
"তোর সিক্রেট এডমাইরার.. " - নিশা
তারপরে চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ে বলে "এটা তো বাংলায় লেখা , তারমানে ওই পাঁচজনের কেউ । "
রিমি বলে "আমার মনে হয় ওই হ্যান্ডসাম ছেলেটা । "।
"আমারও তাই মনে হচ্ছে ।প্রথমদিন থেকেই  এমনভাবে সমুর ফিকে তাকায়।  "
রিমি বলে "উফফ সমু তোর কি লাক রে.. he is so hot.. "
সমৃদ্ধি বলে "উফফ রিমি , সেরকম কিছুই নয় । অন্য কেউও তো দিতে পারে ।"
এই বলে ওগুলো নিয়ে নিজের ব্যাগের কাছে রাখে । কাগজটা যত্নে ব্যাগে ঢুকিয়ে রাখে ।

প্রেমিক Where stories live. Discover now