Bye Bye

336 18 9
                                    

ঝিলের ধার থেকে উঠে ওরা হাঁটতে শুরু করেছে । হাঁটতে হাঁটতে সমৃদ্ধি হঠাৎ বলে "আপনি তো বললেন আপনি 25 + ,এখনও সিঙ্গেল আছেন কেনো ? আজীবন ব্যাচেলর থাকার প্ল্যান আছে নাকি ? "
স্পন্দন হেসে বলে "না না , আজীবন ব্যাচেলর থাকার প্ল্যান আমার নেই । কিন্তু কি করবো মন এখনও সঠিক মানুষটাকে খুঁজে পায়নি । "
"মন সঠিক মানুষ খুঁজে কি করে পাবে ? তাকে দেখার পরে মনে ঘণ্টা বাজবে ? নাকি কানের পাশে ভায়োলিন বাজবে । "
স্পন্দন বলে "আমি একটা সাধারণ ছেলে , কোনো সিনেমার হিরো নই যে নায়িকাকে দেখে আমার মনে ঘণ্টা বাজবে বা ভায়োলিন বাজবে । আমি অপেক্ষা করে আছি তার জন্য যে কাছে আসার পর তাকে দূরে যেতে দিতে ইচ্ছে করবে না । যে একটু  দূরে গেলেই বুকের ভেতরে কষ্ট হবে , আমি তার খোঁজেই আছি । যেদিন তাকে পাবো আর ঘুরে তাকাবো না । "
সমৃদ্ধি হাঁটা থামিয়ে দিয়ে স্পন্দনের দিকে তাকায় , শান্ত ভাবে বলে "এতগুলো বছরেও তাকে পেলেন না ? "
"আমার ভাগ্যটাই হয়তো খারাপ , তাই পাইনি । "।



এদিকে মধ্যরাতে হঠাৎ বিদ্যুতের শব্দে ঋতজাদের ঘুম ভেংগে যায় । ওদের টেন্ট গুলো এমনভাবেই বানানো যে  সামান্য ঝড় বৃষ্টিতে  সেরকম কোনো ক্ষতি হবে না বা জল ঢুকবে না ।
নিশা ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বলে "রিত , বৃষ্টি পড়ছে রে । "
"হ্যাঁ ভালই বৃষ্টি পড়ছে । "
বলে ঋতজা ফোনের লাইট জ্বালিয়ে টেন্ট এর চারিদিকে দেখে সমৃদ্ধি ওর বেডে নেই ।
"সমু কোথায় ? "
নিশা বলে "এখানেই তো .. "
এই বলে পাশে তাকিয়ে দেখে সমৃদ্ধি নেই ।
ওরা ভয় পেয়ে যায় । নিশা বলে "সাবরিন কে ফোন করে দেখি ওদের কাছে গিয়েছে কি না । "
সাবরিনকে  ফোন করে জানে ওদের কাছেও নেই।  সবচেয়ে সিনিয়র হওয়ায় ঋতজার  টেনশন হতে শুরু করে ।
"সমু কোথায় গেলো নিশা ..  "
"আমিও বুঝতে পারছি না"
"কি করবো ? কোথায় খুঁজতে যাবো ?  "
"এন্টনি আংকেল কে বলব ? "
"বয়স্ক মানুষটাকে না জ্বালিয়ে আগে ছেলেগুলোর থেকে হেল্প চাইলে হয় না ? "
"ওরা কি করবে ? "
"আমাদের সাথে একটু খুঁজতে বেরোবে না হয় । এটুকু হেল্প তো করবেই । "

রাজদের টেন্টে এসে ঋতজা ওদের সবটা বলে । তপন হাই তুলতে তুলতে বলে "SG ও নেই , আমার মনে হয় ওরা একসাথেই কোথাও গিয়েছে।  "
নিশা বলে "কিন্তু সমু তো অত সহজে কাউকে বিশ্বাস করে না যে এত রাতে তার সাথে কোথাও চলে যাবে।  "
রাজ বলে "যেতেই পারে , আগেও একদিন ওরা একসাথে বেরিয়েছিল । যদিও সেটা এত রাতে নয়।  তাছাড়া সমৃদ্ধির বার্থডের দিনও ওরা এক সাথে মার্কেট গিয়েছিল।  তাই আমার মনে হয় ওরা এক সাথেই বেরিয়েছে । আর SG যখন সাথে আছে টেনশন করার কারণ নেই , ও সমৃদ্ধির কিছু হতে দেবে না । "

প্রেমিক Where stories live. Discover now