The last day of Shimla

332 14 9
                                    

গভীর ঘুমে আচ্ছন্ন সমৃদ্ধি । বিছানার পাশে চেয়ার নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বসে আছে স্পন্দন । ঘুম আর নেশার মিলিত ঘোরে সমৃদ্ধি পুরো একটা ইতিহাস রচনা করেছে ।
কখনও পাশ ফিরে বলে "ডেড বডি ? ডেড বডিতে ভয় পায় না আমি । প্রাকটিক্যাল ক্লাসে আমি ফাটিয়ে দেবো দেখিস । "
একটু পরে আবার বিড়বিড় করে বলে "হোস্টেলের খাবার ভাল্লাগে না পাপা , তুমি আমাকে এক বস্তা আদা দিয়ে যাবে , আমি ওগুলোই খাবো , আর বাদরগুলোকেও খাওয়াবো , তখন আর কেউ বলতে পারবে না "বান্দর কেয়া জানে আদ্রাত কে স্বাদ" হিহি। "
এটা শুনে স্পন্দন হেসে ফেলে ।
ঘড়ির কাটা জানান দেয় ভোর পাঁচটা বাজছে । স্পন্দন চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে বলে "না , ওকে আর এখানে রাখা ঠিক হবে না । ওকে ওর টেন্টে রেখে আসতে হবে কারোর ঘুম ভাঙ্গার আগে।   "
স্পন্দন সমৃদ্ধির ঘুম না ভাঙিয়ে ওকে পাঁজাকোলা করে কোলে  তুলে নেয় ঘুমন্ত সমৃদ্ধিকে সমৃদ্ধি বিড়বিড় করে বলে "চোর , তুমি আমাকে চুরি কোরো না প্লিজ... "
স্পন্দনের মনে মনে হাসছে ।

সমৃদ্ধিকে পাঁজাকোলা করে মেয়েদের টেন্টের কাছে এনে স্পন্দন অবাক । সবাই নেশাচ্ছন্ন হয়ে বাইরেই ঘুমি পড়েছে । ওর বন্ধুরাও , সমৃদ্ধির বন্ধুরাও । এদেরকে ডিঙিয়ে টেন্ট এর দিকে যাওয়াও মুশকিল । তবুও কোনরকমে ওদেরকে ডিঙিয়ে কোনরকমে টেন্ট এর মধ্যে আসে । টেন্ট এর এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় একটা বিছানার পাশে ফুলের তোড়া আর চকলেটের বাক্সটা রাখা , সাথে ওর বন্ধুদের দেওয়া গিফট গুলোও ।
"এটাই হয়তো ওর বেড । "
এই বলে স্পন্দন সমৃদ্ধিকে শুইয়ে দিয়ে ওর গায়ে ভালো করে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেয় । সমৃদ্ধি ঘুমের ঘোরে পাশ ফিরে উল্টো দিকে মুখ করে নেয় । স্পন্দন ওর মাথায় হাত বুলিয়ে বলে "Have a sound sleep preety girl... "।
এই বলে সমৃদ্ধিকে টেন্টে রেখে বাইরে চলে আসে স্পন্দন । নিজের টেন্টে এসে বিছানায় গা এলিয়ে একটু চোখ বোজে।  আজ সারারাতে ওর একটুও ঘুম হয়নি ।

সকাল বেলা ঘুম ভাঙ্গতেই নিজেকে বেডের মধ্যে আবিষ্কার করে সমৃদ্ধি । আশেপাশে তাকিয়ে দেখে ও টেন্টের মধ্যে ।
মাথার দুইপাশটা চেপে ধরে বলে "উফফ কি মাথা যন্ত্রণা করছে । "
কিছুক্ষন মাথা চেপে ধরে বসে থাকার পর , উঠে টেন্ট এর বাইরে আসে ।
বাইরে এসে দেখে সবাই হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে ।
"একি ? এরা সবাই এভাবে বাইরে কেনো ? আমিও তো ওদের সাথেই ছিলাম । তাহলে আমি ভেতরে গেলাম কি করে ? "
মনে করতে পারে না ।
রাজদেরও ঘুমাতে দেখে বলে "রাজদারাও এখানে শুয়ে পড়েছিল।  ইস.  কাল রাতে কি যে করেছি আমরা কি জানে । আমি আর জীবনেও ড্রিংক করবো না । দুইবার এই কি কি করেছি কিচ্ছু মনে পড়ছে না।  "
সমৃদ্ধি একে একে সবাইকে ঘুম থেকে ডাকতে থাকে ।

প্রেমিক Where stories live. Discover now