The truth is unveiled

423 18 7
                                    

সন্ধেবেলা সমৃদ্ধি স্নান থেকে বেরিয়ে এসে দেখে বেডের ওপরে একটা বাক্স রাখা , স্পন্দন ঘরে নেই । বারান্দায় কিছু একটা কাজ করছে হয়তো । বক্সটার কাছে এসে সমৃদ্ধি দেখে ওপরে বড় বড় করে "PearlX" কোম্পানির লোগো ।
"PearlX" মূলত মেয়েদের ড্রেস এর একটা ব্র্যান্ড । এই কথাটা সমৃদ্ধির অজানা নয় । ওদের হোস্টেলের এই নিয়ে অনেক চর্চা হয়েছে , তানিয়ার বয়ফ্রেন্ড ওকে একটা PearlX এর ড্রেস দিয়েছিল বলে সে কত শো অফই না করেছিল ।
সমৃদ্ধি হাঁক দেয় "প্রাণ , প্রাণ... "
স্পন্দন বাইরে থেকে "ইয়েস .. "
বলে উত্তর  দেয় ।
"একবার ভেতরে আসবে ? "
স্পন্দন ভেতরে আসতেই সমৃদ্ধি বাক্সটা দেখিয়ে বলে "এটা কি ? "
"ড্রেস.. "
"PearlX যে ড্রেসের কোম্পানি সেটা আমারও জানা আছে । এর মধ্যে কি আছে ? "
স্পন্দন এগিয়ে এসে বলে "তোমার জন্য একটা ছোট গিফট , খুলে দেখো ... "
সমৃদ্ধি অবাক হয়ে বলে "আমার জন্য গিফট ? PearlX থেকে ? "
এই বলে ও বাক্সটা খুলে দেখে একটা সুন্দর জাম্পস্যুট ।
"হ্যাঁ.. কেনো বাবু , কোনো সমস্যা ? "
"PearlX এর একটা প্লেন টি শার্ট এর দাম হাজারের ওপরে হয়  , আর তুমি আমার জন্য ওখান থেকে ড্রেস নিয়ে এসেছ , আর ভেবে নিয়েছ আমি এটা নেবো ? "
এইটার দাম মিনিমাম দশ হাজার  হবে ।
স্পন্দন এগিয়ে এসে সমৃদ্ধির গালে হাত দিয়ে বলে "কেনো বাবু , তুমি নেবে না ? আমি কত ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি । "
সমৃদ্ধি ওর গাল থেকে স্পন্দনের হাতটা নামিয়ে দিয়ে বলে "তুমি কে প্রাণ ?  তুমি আমার থেকে কিছু hide করছো ,কে তুমি ? "
স্পন্দন বিস্ময় নিয়ে বলে "আমি আবার কে হবো ? আমি স্পন্দন , তোমার প্রাণ .. "
সমৃদ্ধি ওর চোখের দিকে তাকিয়ে বলে "তুমি আমার মত সাধারণ ফ্যামিলির নও... তুমি সত্যি করে বলো তুমি কে ? "
স্পন্দন এগিয়ে এসে  ওকে জড়িয়ে ধরে বলে "বাবু তুমি আমার কথাটা একবার শোনো .. "
সমৃদ্ধি ওর কলার ধরে বলে "তুমি আমাকে বলেছিলে তুমি একটা clothing brand এ চাকরি করো , এখন তুমি আমাকে এত বড় একটা ব্র্যান্ড এর ড্রেস গিফট করছো ? যেটা  আমি afford করতে পারার কথা স্বপ্নেও ভাবতে পারি না । আমাকে সত্যি করে বলো না প্রাণ তুমি কে ? "
স্পন্দন ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে "বলছি .. বলছি আমি । তুমি শান্ত হও ।"
স্পন্দন সমৃদ্ধিকে নিয়ে খাটে বসে ল্যাপটপটা নিয়ে আসে । ল্যাপটপ খুলে ওর বাবা মায়ের ছবি  দেখিয়ে  বলেন "এনারা আমার বাবা মা , বর্তমানে USA তে রয়েছেন । "
সমৃদ্ধি গম্ভীর ভাবে বলেন "USA তে কি করছেন ওনারা ? "
স্পন্দন একটু থেমে বলে "PearlX এর নতুন ব্রাঞ্চ খুলছে ওখানে , সেটা নিয়েই কাজ চলছে । PearlX এর founder এবং owner আমার মা , মানে মিসেস অপরাজিতা গাঙ্গুলি... "
"কি ? "
চমকে ওঠে সমৃদ্ধি , অবিশ্বাস ভরা  দৃষ্টিতে তাকিয়ে  বলে "PearlX তোমাদের কোম্পানি ? "
স্পন্দন একটু অপরাধীর মতো মুখ করে বলে "হ্যাঁ... "
"It's over স্পদন... "
এই বলে সমৃদ্ধি খাট থেকে নেমে দাঁড়িয়ে যায় । স্পন্দন অবাক হয়ে বলে "It's ওভার মানে ? কি বলছ তুমি ? "
"It's over mane আমি এই রিলেশনশিপটা আমি কন্টিনিউ করতে পারব না । "
স্পদন অবাক হয়ে তাকায় , সমৃদ্ধির হাত ধরে বলে "এটা তুমি কি বলছ ঋদি, you must be joking right ? "
সমৃদ্ধি সিরিয়াস ভাবেই বলে "না , আমি joke করছি না । যেই সম্পর্কটা মিথ্যে দিয়েই শুরু হয়েছে সেটা আমি কন্টিনিউ করতে পারব না । "
"মিথ্যে , কোন মিথ্যে ? আমি তো তোমাকে কোনো মিথ্যে বলিনি । হ্যাঁ আমি সত্যিটা তোমার থেকে আড়াল করেছি , কিন্তু আমি তোমাকে মিথ্যে বলিনি , আমি তোমাকে মিথ্যে বলতে পারিনা । "
"তুমি মিথ্যে বলেছ প্রাণ , তুমি আমাকে মিথ্যে বলেছ । তুমি কদিন আগেই আমাকে বললে তুমি একটা কোম্পানিতে চাকরি জয়েন করেছো । আমি ভেবেছিলাম তুমিও আমার বাবার মতো একজন সাধারণ চাকরিজীবী । তুমি রাজার ছেলে প্রাণ , তোমার সাথে আমার যায় না । আমি একজন সাধারণ serviceman এর মেয়ে , আর তোমার বাবা , উনি রাজা ... । আমাদের কোনোভাবেই যায়না । "
স্পন্দন বলে "আমি তোমাকে মিথ্যে বলিনি ঋদি । আমি তোমাকে বলেছিলাম আমি কোম্পানি জয়েন করেছি , এটা বলিনি চাকরি জয়েন করেছি । As a MD জয়েন করেছি সেটা আমি বলিনি , কিন্তু এটাও তো বলিনি আমি চাকরি জয়েন করেছি । ঋদি তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো । "
এই বলে সমৃদ্ধির দুইগালে হাত রেখে ওর চোখের দিকে তাকায় । সমৃদ্ধি ওর হাতের ওপরে হাত রেখে বলে "তেলে জল মিস খায়না প্রাণ , তেমনি তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলিও কোনোদিন মিলবে না । এটা সম্ভব নয় , তোমার বাবা মা আমাকে কোনোদিন মানবে না । Taniyaও ভালবেসেছিল অম্লানদাকে , কিন্তু উল্টে অম্লানদার মা ওকে গোল্ড ডিগার বলে অপমান করেছিল , কারণ  তানিয়ার বাবা ওনাদের মত বড়লোক নয় । Same জিনিস আমার সাথে ঘটুক আমি চাইনা প্রাণ , কেউ আমাকে গোল্ড ডিগার বলার সাহস পাক আমি চায়না । "
"তুমি ভুল করছো ঋদি , এত ছোট একটা বিষয় নিয়ে তুমি অনেক ভেবে নিচ্ছো । আমি তোমাকে ভালবাসি ঋদি , at any cost আমি তোমাকে হারাতে চায় না । "
স্পন্দন সমৃদ্ধির গালে নাক ঠেকিয়ে বলে "আমার কথাটা একবার শোনো , হতে পারে আজ আমার মা এত বড় একটা কোম্পানির ফাউন্ডার কিন্তু উনিও কিন্তু শুরুতে রিচ ফ্যামিলির মেয়ে ছিলেন না , আমার দাদুভাই একজন সাধারণ স্কুল টিচার ছিলেন । বাবার সাথে লাভ ম্যারেজ হয় , বিয়ের পরে মা নিজে হাতে এই সাম্রাজ্যটা তৈরি করেছে , বাবা শুধু পাশে ছিল । প্লিজ ঋদি... প্লিজ atleast এই করণটার জন্য আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না । আমি শেষ হয়ে যাবো । "
সমৃদ্ধি চুপচাপ দাঁড়িয়ে আছে । স্পন্দন ওর কপালে কপাল ঠেকিয়ে বলে "কিছু বলো ঋদি.. প্লিজ .. , তুমি চাইলে তোমার জন্য আমি এসব কিছু ছেড়ে দেবো , Pearl X এর md পদ ও ছেড়ে দেবো , MBA করেছি , কেউ না কেউ চাকরি দিয়েই দেবে। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না ঋদি । তোমার ঐ বান্ধবীর বয়ফ্রেন্ড এর মায়ের ভুলের শাস্তি তুমি আমায় দিও না ঋদি..  প্লিজ... "
সমৃদ্ধি তবুও কিছু বলছে না দেখে , স্পন্দন ওর থেকে দুইপা পিছিয়ে গিয়ে বলে "যাবে তো ,বেশ চলে যাও ..  আমি তোমাকে আর আটকাবো না । তবে মনে রেখো এই ফ্ল্যাটের বাইরে পা রাখা মাত্রই তুমি এই স্পন্দন গাঙ্গুলির খোঁজ আর কোনোদিন পাবে না।  চিন্তা নেই করে যাবো না ,তবে  তোমার লাইফ থেকে হারিয়ে যেতে ঠিকই পারবো । যাদের  বাবা মায়ের টাকা থাকে তাদের যে ভালোবাসার অধিকার থাকে না এটা তো আমার জানা ছিল না তাই না।  যাও চলে যাও ..."
সমৃদ্ধি মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে । স্পন্দন খাটে বসে বলে "দাঁড়িয়ে আছো কেনো ? দরজা খোলা আছে , তোমার হোস্টেল বন্ধ হওয়ার সময়ও হয়নি এখনও তুমি চলে যাও । "
সমৃদ্ধি ছুটে এসে স্পন্দনের কলার ধরে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর পেটের ওপরে উঠে বসে বলে "ব্ল্যাকমেইল করছো আমায় ? হারিয়ে যাবে ? কোথায় হারাবে ? হারাও দেখি .. দেখি তোমার কত বড় সাহস তুমি হারিয়ে যাও । "
স্পন্দন বিছানায় শুয়ে , সমৃদ্ধি ওর পেটের ওপরে বসে ওর কলার ধরে সামনে ঝুঁকে আছে , স্পন্দন ওর চোখে চোখ রেখে বলে "কি করতাম আমি , তুমি তো ছেড়ে পালাচ্ছিলে আমাকে । "
"তুমি আমাকে সত্যিটা কেনো বলনি প্রাণ ? সত্যিটা প্রথমেই বলে দিলে কি হতো ? "
"আজ এত কিছুর পরেও আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে , প্রথমে জেনে গেলে হয়তো তুমি আমার কাছে আসতেই না । "
"কি করতাম , সারাজীবনে টাকাওয়ালা মানুষরা আমাকে আমার ফ্যামিলিকে আমার বন্ধুদের এত কষ্ট দিয়েছে , এখন রিচ মানুষের নাম শুনলেই ভয় করে । প্রথমে  পিসি , তারপরে অম্লানদার  ফ্যমিলি তানিয়াকে । "
"টাকা আমার বাবা মায়ের আছে ঋদি , আমার নয় । একবার ভরসা করে দেখো , তুমি ঠকবে না । "
সমৃদ্ধি আরেকটু সামনে ঝুঁকে স্পন্দনের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় । স্পন্দন সমৃদ্ধির মাথার পেছনে হাত রেখে ওর চুল খামচে ধরে চুম্বন গভীর করে , দুজনের দুজোড়া ঠোঁটের সাথে সাথে , এক জোড়া জিভের দ্বন্দ্ব চলছে ।
কিছুক্ষন পরে সমৃদ্ধি স্পন্দনের ঠোঁটজোড়াকে মুক্ত করে দিয়ে উঠে পড়ে । ও খাট থেকে নেমে চলে যেতে গেলে স্পন্দন ওর হাত ধরে ওকে আটকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ।




(ক্রমশ...)

(আজকের পর্বটা একটু বোরিং হলো জানি , পরের পর্বটা রোমান্টিক আছে।  )

প্রেমিক Where stories live. Discover now