পর্ব ৩০

775 34 4
                                    

আইলানের ফিরতে বেশ রাত হয়ে গেল | রাতে ঘরের দরজা এরিক খুলল |

আইলান হেসে বলল, "কি ব্যাপা সাসর ! এখনও জেগে যে |" এরিক বলল, "আমি একটা মুভি দেখছিলাম | তোমার সন্ধ্যা কেমন কাটলো ?"

"খুব চমৎকার | ধন্যবাদ |"

"খেয়ে ফিরেছো ?"

"হুমম | আর একটুও খিদে নেই |"

"তো গিয়ে শুয়ে পড়ো | অনেক লম্বা দিন আর সুন্দর সন্ধ্যা গিয়েছে তোমার |"

আইলান হেসে ঘরে যেতে গেল |

এরিক বলল, "তোমার ঘরে যাও |"

আইলান ফিরে তাকিয়ে বলল, "মানে ?"

"মানে হল লিজ গেস্টরুমে চলে গিয়েছে ঘুমাতে |"

আইলান একটু অবাক হয়ে বলল, "ওখানে কেন ও ? আমি তো ওকে এখানেই বলছি থাকতে |"

এরিক একটু হেসে বলল, "শুভরাত্রি এলান ! ঘুমাতে যাও |"

আইলান ঘরে এসে দেখল আলিজা এঘরের সবকিছু নতুনকরে আলাদাকরে গুছিয়ে দিয়ে গিয়েছে | আলিজা তার সবজিনিস সরিয়ে নিয়ে গিয়েছে | আইলানের ক্লান্ত লাগছিলো তাই সে কাপড় পাল্টে শুয়ে পড়ল |

সকাল পৌনে আটটার সময় আলিজা এসে ডাকল আইলানকে |

আইলান ঘুমের মধ্যেই আলিজার হাতটা ধরে নিজের গালের উপর চেপে রেখে বলল, "পরে বানি !"

আলিজা টেনে হাত ছাড়িয়ে নিয়ে বলল, "ধুর ! এই ওঠতো ! কয়টা বাজে জানিস ! ওঠ ভাইয়া | তোর না অফিস আজ | ওঠ ওঠ !"

আলিজা টেনে তুলল আইলানকে |

আইলান উঠে হাই তুলে বলল, "বাজে কটা ?"

"বসে নষ্ট করার সময়ের মত বাজে না ! ওঠ ! এখুনি গোসল করে বের হ | নইলে আজ দেরি হবেই পৌঁছাতে |"

আইলান বিছানা ছেড়ে উঠে বাথরুমে গেল |

আলিজা টেবিলে নাশতা সাজিয়ে চা বানাতে গেল |

আইলান ঘর থেকে দ্রুত বের হল কোটটা গায়ে দিতে দিতে |

টেবিলে বসেই আইলান বলল, "আলিজারে দেরিই হল মনে হয় আজ ! তুই খাবিনা ?"

আলিজা রান্নাঘর থেকে বলল, "তুই খাওয়া শুরু কর | আমি চা করে নিয়ে আসছি | আর আধখেঁচড়া করে খাবিনা ! ঠিকমত খেয়ে তারপর বের হবি |"

মেঘের আলোয়Où les histoires vivent. Découvrez maintenant