অধ্যায় ১৯

84 4 0
                                    

*এক সপ্তাহ পর*

দেখতে দেখতে চোখের নিমেষে এক সপ্তাহ পেরিয়ে গেল। কাজের ব্যস্ততার মধ্যে টের'ই পাই নি কিভাবে দিনগুলো কাটছে।

Namjoonরাও ওদের practice আর rehearsal নিয়ে ব্যস্ত। কাল ও পরশু ওদের শুটিং আছে। তাই আজ ওদের final rehearsal হবে।

Namjoonএর সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে আবার ঘনিষ্ঠ হয়ে উঠছে। এই তো দু'দিন আগের ঘটনা Namjoon আমাকে ওদের practiceএর সময় ফোন করেছিল ঠিক তখন Yoongi ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাকে ওদের final rehearsalএর দিন ডেকে পাঠায়।

Jungkookও আজকাল আমাকে নিয়ে আর অত চিন্তা করে না। ও বলে,"Namjoon Hyung তো আছে তোর সাথে আমার আর কোনো চিন্তা নেই!"

গত এক-দু'সপ্তাহ ধরে Namjoon আমাকে সারাদিনে কমসে কম একবার হলেও ফোন করে। কিন্তু কাল সারাদিন কোনো ফোন করে নি। আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজে আঁটকে পড়েছে। কিন্তু আজ সকালেও যখন কোনো ফোন এলো না আমি বাধ্য হয়ে ওকে ফোন করলাম। ফোনটা রিং হয়ে কেটে গেল।

আমি আর বেশি মাথা না ঘামিয়ে Purseটা কাঁধে নিয়ে Jungkookএর সাথে বেরিয়ে পড়লাম। সেই তো ওদের rehearsalএ গিয়ে দেখা হবেই।

গাড়িতে বসে Jungkook নিজের মতো কথা বলে গেলেও তার বিন্দু-বিসর্গ আমার কানে যাচ্ছে না। আমি নিজেকে বোঝাচ্ছি Namjoon হয়তো কোনো কাজে আঁটকে আমাকে ফোন করতে পারছে না কিন্তু তাও আমার মন কিছুতেই মানছে না।

Jungkook আমাকে ঠেলা মেরে বললো,"ওই!কি ভাবছিস এত?"

আমি নিজের চিন্তায় বিরতি দিয়ে বললাম, "নাহ, তেমন কিছুই না।"

Jungkook বোধহয় আমার কথায় বুঝতে পারলো সব স্বাভাবিক নয়। ও আমার মুখের দিকে তাকিয়ে বললো,"সব ঠিক আছে, ইলু?"

আমি:- বুঝতে পারছি না। কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক সেটা বোঝার ক্ষমতা আমার বোধহয় হারিয়ে গেছে।

Jungkook:- কি হয়েছে বল আমাকে?

আমি:- Namjoon আমাকে কাল থেকে ফোন করছে না। আমিও ফোন করেছিলাম কিন্তু কেউ ফোন তোলে নি।

Jungkook:- হয়তো দেখ practice করতে ব্যস্ত।

আমি:- আমিও সেটাই ভেবেছিলাম। হয়তো আমি যতটা ভাবছি ততটা স্বাভাবিক সম্পর্ক নয় আমাদের।

প্রাক্তনWhere stories live. Discover now