Managementএর একজন আমাদের দিকে হাত বাড়িয়ে বললো, "Congratulations, Mr Kim, Mr Min! আমরা আপনাদের projectএ interested।"
Yoongi ওনার সাথে handshake করে বললো,"Thank You so much!"
Jungkook নিজের চেয়ার থেকে উঠে এসে আমাকে Hug করে বললো, "Congratulations, Hyung!"
ইলোরা:- Okay folks, তাহলে paper works সেরে নেওয়া যাক!
আমি:- ofcourse!
Finance manager:- You guys carry on. আমরা paperগুলো ready করিয়ে কয়েক মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি।
বলে ওনারা চারজন উঠে conference room থেকে বেরিয়ে গেলেন।
Yoongi:- Miss সেন আপনাকে যত thanks বলবো তত কম হবে।
ইলোরা:- Thanks বলার কোনো দরকার নেই। আপনাদের যোগ্যতা দিয়ে এটা অর্জন করেছেন। এখানে আমার কোনো হাত নেই।
Jungkook:- আমরা এখানেই বসে থাকবো নাকি?
ইলোরা:- আমার অফিসে যাওয়া যাক?
আমি:- আর paper work?
ইলোরা:- ওটা আমার অফিসেই আনিয়ে নেব।
Conference রুম থেকে চারজন মিলে ইলোরার অফিসে গিয়ে বসলাম।
Yoongi(অফিসের চারিদিকে দেখতে দেখতে):- Wow! দারুন maintainএ রেখেছেন।
ইলোরা:- Thanks! দাঁড়ান আমি paper workএর fileটা আনিয়ে নিচ্ছি।
বলে intercomeএ ফোন লাগলো।
ইলোরা:- হ্যাঁ! আমার অফিসে পাঠিয়ে দাও।
আচ্ছা wait a sec
বলে ফোনটা কান থেকে নামিয়ে আমাদের দিকে তাকিয়ে বললো,"কফি চলবে তোমাদের?"
আমি:- হ্যাঁ
Jungkook আর Yoongiও হাত তুলে "okay" বললো।
ইলোরা আবার intercomeএর ফোনটা কানে নিয়ে "তিনটে কফিও দিয়ে যেও।" বলে ফোনটা রেখে দিলো।
Yoongi:- আর আপনি কিছু খাবেন না।
ইলোরা:- আমার ঠিক এসব চলে না।
Jungkook:- কিন্তু চকলেট ঠিকই চলে।
ইলোরা(রেগে):- Kookie!
Jungkook(হেসে):- আমাকে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। যা সত্যি তাই বললাম।
আমি:- এই তোদের আবার শুরু হলো!
ইলোরা:- আমি কি করলাম? ওই শয়তানটাকে বলো।
YOU ARE READING
প্রাক্তন
Fanfictionবিচ্ছেদের 2 বছর পর আবার দেখা। দুজনে কি পারবে আবার এক হতে নাকি জীবন তার নিজের নিয়মে বেছে নেবে অন্য পথ? গল্পে একটু ন্যাকা ন্যাকা প্রেমের সাথে action, 18+ content, মশলা থাকবে। বাকিটা গল্প পড়লেই বুঝতে পারবেন।