#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria#১
"আমার বিয়ে?! আমি কক্ষনো বিয়ে করব না!"
ইসমাইল হোসেন দাঁড়িয়ে ছেলের গালে ঠাস করে এক চড় বসিয়ে দেন।
"বিয়ে না করলে প্রেম কেন করলি?রঙ ঢঙের জন্য?! আজকাল তোমাদের জেনারেশনের কাছে প্রেম করা একটা ফ্যাশন হয়ে গেছে, এজন্য? প্রেম যেহেতু করেছিস,বিয়েও করতে হবে তোকে!"আসিফ গালে হাত দিয়ে চেপে ধরে তব্দা খেয়ে দাঁড়িয়ে আছে।ওর বাবা বিয়ের জন্য ওর গালে চড় দিল,এটা ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না।ওর মা রাফিদা খাতুন উঠে ছেলের কাঁধে হাত রেখে বলেন,
"দেখ বাবা,আমিও তোর বাবার সাথে একমত।প্রেম যেহেতু করেছিস,বিয়েটাও করতে হবে।এসব আমরা আমাদের পরিবারে কখনোই মানবো না।এসব চরিত্রহীন ছেলেরা করে! তুই কি চরিত্রহীন বাবা? তাছাড়া মেয়েটার কি হবে ভেবেছিস? বিয়ে ছাড়া এখন তো আর কোনো উপায় নেই!"
আসিফ কাঁদো কাঁদো কন্ঠে বলে উঠল,
"কিন্তু আম্মু,তোমরা আমাকে ভুল বুঝছ!তোমরা যেভাবে ভাবছ,বিষয়টা ততটা গুরুতর না!বিশ্বাস হয় না?তুমি প্রিয়ন্তির সাথে কথা বলে দেখো?!"
"প্রিয়ন্তির বাবার সাথে আমি কথা বলেই সব পাকা করে এসেছি।ওদেরও একই মত।এই বিয়ে সামনের শুক্রবার বাদ জুমআ হবে"
"কিন্তু আব্বু..."
"কোনো কিন্তু নাই এখানে।প্রেম করার সময়েই তোমার মাথায় রাখার দরকার ছিল যে তোমার বাবা মায়ের কানে গেলে কথা গুলো কেমন রূপ নিবে!তুমি তোমার কাজ দিয়ে আমাদের মাথা নিচু করেছ।আল্লাহর কাছে এখন কি জবাব দিব?! আল্লাহ বলবে না যে,ছেলে উপযুক্ত হয়ে গেছে,অথচ আমিই টের পাইনি?বিয়ে দেই নি?আর এইজন্যই বাবা মায়ের অগোচরে গিয়ে... ছিঃ ছিঃ ছিঃ। রাব্বানী সাহেব আর আমার দুইজনের মুখেই তোরা চুনকালী মাখছিস।এখন বিয়ে তোদেরকে করতেই হবে! আসিফের মা, একেবারে যাদের না বললেই না,তাদের জানাও।আমি মসজিদে নামায পড়তে গেলাম!"আসিফ ড্রইংরুমে একা দাঁড়িয়ে আছে।আর ওর মা দ্রুত শোবার ঘরের দিকে পা চালালেন।সবাইকে বুঝিয়ে বলতে হবে তো ছেলের বিয়ে যে।তার উপর ওর বড় মেয়েকে জামাই সহ আসতে বলতে হবে তো।তানাহলে জামাই মানুষ ছুটি কি করে ম্যানেজ করবে?
BẠN ĐANG ĐỌC
অপরিণত নিকাহনামা (Complete)
Lãng mạnআসিফের সামনে বিয়ে।বাবার চড় খাওয়ার পর বিয়েতে মানা করার আর কোন উপায়ও নেই।বাবাকে নানাভাবে চেষ্টা করেও এই বিয়ে থামানো যাচ্ছে না। কেন বিয়ে থামাতে হবে?বিয়ে তো আসিফের ছয় মাসের প্রেমিকা প্রিয়ন্তির সাথেই।তবে কেন আসিফ এই বিয়ে ভাঙার চেষ্টা করছে? কারণ প্রিয়ন্তি...