পর্ব ১৯

501 30 28
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা #AbiarMaria

#১৯

Smoking is injurious to health

লেখাটা একটু পর প্রিয়ন্তির ফোন থেকে টুং করে আসিফের ফোনে এসে পৌঁছায়। আসিফ মেসেজটি একবার দেখে,তারপর আবার ফোন একপাশে রেখে কমপিউটার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।সামনে মনিটরের স্ক্রিনে ভাসছে টিফেন্সের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে,সেসব নিয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। আসিফ মন দিয়ে বোঝার চেষ্টা করছে ডিফেন্সের জন্য সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে।প্রথমে এপ্লাই করার সুযোগ খুঁজতে হবে।তখন রিকোয়ারমেন্ট পূরণ হলে তাদেরকে প্রিলিমিনারি রিটেন টেস্ট,ভাইভা আর মেডিকেল ফেস করতে হবে।এরপর সেসবে টিকলে আইএসএসবি তে যেতে হবে। আইএসএসবি হচ্ছে চারদিনের একটা পরীক্ষা যেখানে সব সিলেক্টেড ক্যান্ডিডেটদের চারদিন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।প্রথম দিন আইকিউ এবং ইকিউ টেস্ট হয়।সেটায় টিকলে বাকি তিন দিন আরও কিছু টেস্ট হবে।চারদিন পর টিকে গেলে গ্রীন কার্ড,আর না টিকলে রেড কার্ড পাবে।সব শেষে গ্রীনকার্ডধারীদের সিএমএইচ এ গিয়ে ফাইনাল মেডিকেল টেস্ট দিতে হবে।তারপরও কোনো ঝামেলা না থাকলে সে জেন্টেলম্যান ক্যাডেট বা জিসি হিসেবে বিএমএ তে জয়েন করতে পারবে।

সব দেখে আসিফ ভাবতে থাকে কোন জিমে যেতে শুরু করবে।শারীরিক পরিশ্রম এখন থেকেই না করলে পরবর্তীতে আইএসএসবি আর বিএমএ ট্রেনিং এ অসুবিধার মুখে পড়বে।কিছু দিন আগে এলাকার এক বড় ভাইকে দেখে ওর আর্মির প্রতি আকর্ষণ বেড়ে গেছে।আর্মির মত সিকিউরড লাক্সারিয়াস জীবন কে না চায়! কি পরিমাণ সুবিধা সে অল্প বয়সেই পরিশ্রমের জেরে পাবে তা ডিফেন্সের কমিশন্ড অফিসাররাই জানেন।এত অল্প বয়সে এত অর্জন সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সম্ভব না।আর কমিশনড অফিসারদের পরিবারের সদস্যরাও থাকে সর্বোচ্চ সম্মানে।আসিফ উঠে গিয়ে দেয়ালে ঝোলানে আয়নাতে নিজেকে দেখে।আজই এক্সাইটেড হয়ে আর্মি কাট দিয়ে এসেছে চুলে।প্রিয়ন্তি এসব দেখলে অবশ্য ক্ষেপে বোম হয়ে যাবে।ওর বড় বড় চুল প্রিয়ন্তির খুবই পছন্দ।এই চুলে সুযোগ পেলেই প্রিয়ন্তি হাত বুলায়।আর্মিতে টেকার আগেই যদি প্রিয়ন্তি দেখে আসিফ চুল কেটে বসে আছে,তাহলে চেহারাতে আষাঢ়ের মেঘ জমে যাবে।আসিফ অবশ্য এক্সপেরিমেন্ট করছে নিজের উপর। ডিফেন্সে টিকুক আর না টিকুক,এক্সপেরিমেন্ট এ তো কোনো অসুবিধা নেই!

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now