পর্ব ৩৯

423 34 5
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা #AbiarMaria

#৩৯

মেসেজ পাঠানোর আধাঘন্টা পর আসিফের কল আসে। কিন্তু আসিফ কোনো কথা না বলে হেসেই যাচ্ছে। ওদিকে প্রিয়ন্তি রেগে বোম হয়ে আছে। সাপের মত ফোঁস ফোঁস শব্দ করে বলল,
"কল করে হাসছ কেন! হাসি শেষ করে কল দিতে পারনি আমাকে?!"
"আসলে অনেকক্ষণ হাসার পরও হাসি শেষ হলো না। চিন্তা করলাম, যদি আগামী কয়েকদিনেও হাসি না থামে? এজন্য কল দিলাম! হা হা হা!"
"অসভ্যের মত হাসতেছ! আশ্চর্য!"
"আসলে হাসি এসেছে তোমার মেসেজ দেখে। মেসেজ দেখার পর থেকে ভাবছি, আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিবে তো শ্বাশুড়ি আম্মা?"
"উফ, কি বাজে কথা বলা শুরু করেছে নির্লজ্জের মত! আমার বিয়ে হয়ে গেছে, এর মাঝে এসব করছে আম্মু! আর তুমি পারোও!"
"আহহা, এত চিন্তার কিছু নেই। আমার শ্বশুর আছে না? উনিই সামলাতে পারবেন"
"ঘোড়ার ডিম সামলাবে। কালকে ঐ উটকো ঝামেলা গুলো বাসায় আসবে"
"দাওয়াত খেতে আসবে? নাকি থাকতে আসবে?"
"জানি না। ছাতার মাথা। এখন আব্বু যদি আম্মুকে বলে দেয়?"
"বলবে না। এত চিন্তার কিছু নেই। এরচেয়ে চলো কক্সবাজারে গিয়ে কি কি করব সেসব প্ল্যান করি"
"যদি ঝামেলা করে? যেতে না দেয়?"
"সেটা সময় হলেই দেখবে। তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করা ব্যাপার না। আর আব্বু তো সব জানেই, তাই খুব একটা ঝামেলা করবে না আশা করি"
"করবে, করবে। তোমরা তো আমাকে অনুষ্ঠান করে নিয়ে যাওনি, অথবা কেউ জানেও না। যদি কোনো কিছু ঘটে যায়?"
"কি ঘটবে?"
"ইয়ে মানে, ঐ যে..."
"ঐ যে কি?"
"না মানে,ইয়ে, ঐ আর কি। ঐ ঘটনা যদি ঘটে যায়?"
"আহ, কোন ঘটনা?"
"বাচ্চার কথা বলছিলাম আর কি..."
বলতে বলতেই প্রিয়ন্তির কান লাল হয়ে গেছে। আসিফ ওদিকে হাসছে।
"এত লজ্জা পাও যে বেবি নিয়ে কথাও বলতে পারছো না?"
"ছিঃ, আমার লজ্জা লাগছে"
"হা হা হা! বউয়ের বেশি লজ্জা থাকা ভালো। লজ্জা ভাঙতে খুব আনন্দ হবে!"
"অসভ্য অসভ্য অসভ্য! আমি তোমার সাথে কোথাও যাবো না, কথাও বলব না!"
প্রিয়ন্তি ফোন কেটে দেয়। ওদিকে আসিফ হাসতে হাসতে বিছানা থেকে নিচে পড়ে যায়। তবুও হাসি থামিয়ে রাখা কষ্টকর হয়ে গেছে ওর জন্য। প্রিয়ন্তি মেয়েটাকে লজ্জায় মাথা খারাপ করে দেয়ার মত আনন্দ আর হয় না। কারো বউ যে এই যুগেও স্বামীর সাথে কথা বলতে বলতে লজ্জায় কল ডিসকানেকটেড করে দেয়, প্রিয়ন্তি তার প্রমাণ।

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now