পর্ব ১৫

568 29 20
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria

#১৫

সারাহ ধমকে উঠল আসিফের দিকে ফিরে।
"ওকে বকছিস কেন এভাবে?একটুও মায়া নেই নাকি! দেখছিস মেয়েটা কান্না করছে,তার উপর আবার ধমক দিচ্ছিস।তাও আবার আমাদের সামনে! কত বড় সাহস তোর আসিফ!"
রাফিদা খাতুন বললেন,
"তুই ভেতরে যা।এখানে এসে যদি বকাবকি করতে হয়,তাহলে আসার দরকার নেই। তোর জন্য মেয়েটা এসেও তোর ঝাড়ি খাচ্ছে।আশ্চর্য আসিফ!"
আসিফ হাত নেড়ে প্রিয়ন্তির দিকে আঙুল তুলে বললো,
"ওর জন্যই আমার এই অবস্থা।এগুলো নিয়ে দোষী মনে হচ্ছে নিজেকে,এজন্য এসে কান্নাকাটি জুড়ে দিয়ে বসেছে।এই,তুমি আমার সাথে এদিকে আসো!"

রাফিদা খাতুন প্রিয়ন্তির হাত চেপে ধরেন।
"এদিকে আসো মানে?ও কোথায় আসবে?"
"ওর সাথে আমার কথা আছে।তোমাদের বলা যাবে না।এদিকে আসো তুমি"
"না,ও মাত্র স্কুল থেকে এসেছে।খায়নি,কাপড় বদলায় নি,ফ্রেশ হয়নি।এখন কি কথা বলার সময়?"
"তাহলে এক কাজ করো।ওকে কোলে বসিয়ে বসিয়ে খাওয়াও।আর পারলে ওর বাসায় জানাতে বলো যে ও এখানে এসেছে!পরে আবার কেয়ামত বাঁধিয়ে বসে থাকবে সবাই!"

আসিফ রাগে গটগট করে হেঁটে নিজের ঘরের দিকে চলে গেল।ওদিকে সারাহ প্রিয়ন্তিকে ফ্রেশ করিয়ে ওদের সাথে খেতে বসালো।সবাই আগেই খেয়ে ফেলেছে।প্রিয়ন্তির কান্না কিছুটা কমেছে,কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে।ধ্রুব কি অবস্থাটাই না করেছে! ধ্রুবকে একটা শাস্তি দিতেই হবে ওর।অবশ্য কি করে শাস্তি দিবে?শেষ বার শাস্তি দিতে গিয়ে উল্টো আসিফকেই তো খেসারত দিতে হচ্ছে।প্রিয়ন্তির গলায় দলা পাকিয়ে আটকে আসে ভাতগুলো।ইশ,কি ভুলটাই না হয়ে গেল!

খাওয়া শেষে আসিফের ঘরে প্রিয়ন্তি উঁকি দেয়।প্রিয়ন্তিকে দেখে আসিফ ঘর থেকে বেরিয়ে দুদিকে তাকায়।এই মুহূর্তে যে যে যার যার ঘরে। ওর বাবা আর দুলাভাইও নেই।দুলাভাই এর চাকরি আছে,সে বউ বাচ্চাকে শ্বশুরবাড়ি রেখে চলে গেছে।ওর বোনও কিছুদিন থেকে চলে যাবে।আসিফ প্রিয়ন্তির হাত ধরে টেনে ওকে ছাদে নিয়ে আসে।পুরোটা সময় প্রিয়ন্তির দিকে একবারও তাকায়নি,শুধু টেনে নিয়েই গেছে।ছাদে এসে ওর মুখোমুখি দাঁড়ায়। স্কুলের কামিজের সাথে একটা কমলা রঙের সুতির ওড়না গায়ে জড়িয়ে আছে।আসিফের সামনে অপরাধীর মতো মুখ জন্য তাকিয়ে আছে। আসিফ চোখ আর বাম হাত দিয়ে নিজের দিকে ইশারা করে বলল,
"খুশি হয়েছ এবার?খুশি?আমার এই অবস্থা দেখে খুব ভালো লাগছে?হ্যাঁ? এইটা দেখার জন্যই নিশ্চয়ই ধ্রুবর সাথে টেক্কা দিতে গিয়েছিলে?মানে আমি বুঝি না,তোমাদের মেয়েদের মাথায় কি চলে?সবার মাথায় কি আধমণ গোবর ভরা?নাকি সিনেমা দেখে দেখে সব কিছু সিনেমার মতো সহজ আর ফানি লাগে তোমাদের কাছে? আমার কপাল ভালো যে আমার বন্ধুরা সময় মতো চলে এসছিল।যদি না আসত?আজকে আমি হাসপাতালের বিছানায় পড়ে থাকতাম! কিভাবে পারলা বোকার মতো কাজ করে? এত সাহস কেন তোমার শুনি?"

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now