পর্ব ২১

479 31 20
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা #AbiarMaria

#২১

প্রিয়ন্তিকে দেখে আসিফ সোজা হয়ে বলল,
"আসলে গলায় চুল ঢুকে গিয়েছে। মানে কি যেন চুল জাতীয় একটা মুখে লাগলো।এজন্য মুখে আঙুল দিয়ে খোঁজার চেষ্টা করছিলাম!"
"তার মানে তুমি বলতে চাচ্ছো,আমার রান্নায় চুল থাকে?!"
"না না,তোমার চুল বলিনি তো! আমার চুলই পড়েছে মনে হয়।আজকাল খুব হেয়ারফল হয় তো,এজন্য!"

প্রিয়ন্তি আসিফের কথায় সন্তুষ্ট হতে পারল না।মনের ভেতর খচখচানি কমছে না।আসিফ মনে হয় বমি করতে চাচ্ছিল।আচ্ছা,পাস্তা কি বেশি খারাপ হয়েছিল?এখন তো চেখে দেখাও সম্ভব না কারণ আসিফ পুরোটা খেয়ে নিয়েছে।প্রিয়ন্তিকে আর ভাবার সুযোগ না দিয়ে আসিফ দ্রুত ফোনের দিকে তাকিয়ে বলল,
"আমার একটা জরুরী কাজ পড়ে গেছে।তুমি একটু কষ্ট করে বাসায় চলে যাও,হ্যাঁ? আমি এখনই গেলাম!"

আসিফ প্রায় পালিয়ে চলে আসলো সেখান থেকে।বাসার দিকে আসতেই মোবারকের সাথে দেখা।
"কিরে মামা!তোর কি অবস্থা?ঝাক্কাস আছস মনে হয়!"
"হ ব্যাডা।এমন বিয়া না কইরা আবিয়াইত্তা বউ নিয়া খুব ঝাক্কাস আছি!"
"কেন,ঝামেলা হইছে নি?"
"শোন।বিয়া করবি না?জীবনেও মাইয়া রানতে না পারলে ওরে দিয়া রান্না করাবি না।নাইলে কি ব্যাঙের ছাতা খাওয়াইব যে মাথার তার ছিড়া যাইব"
মোবারক হাসতে হাসতে পড়ে যাওয়ার উপক্রম হয়।আসিফের কাঁধে হাত রেখে বলে,
"কি খাওয়ায় ভাবী তোর মাথার তার ছিড়া দিল শুনি?"
"পাস্তা রান্না করছে আজকে।মনে হয় ঘরে যত মশলা ছিল,সব ঢাইলা দিছে।খালি লবণটা দিতে ভুইলা গেছে!"

মোবারক দাঁত বের করে হাসা শুরু করল। ওর হাসি দেখে আসিফও হেসে ফেলল।
"নতুন রাঁধুনি একটু ভুল তো করবই! তা,অনুভূতি কেমন?"
আসিফ মাথা নিচু করে হাসলো।মুখ তুলে বলল,
"স্বাদ ছাড়া সবই ভালো"
"মামা!তুমি তো লালটু হয়ে যাইতাছ!বউ প্রথম রান্না করে নিয়া আসছে!স্বাদ খারাপ হইলেও মামার কলিজা যে ঠান্ডা হইয়া গেছে,এইট খুব ভালো মতো বুঝছি!এক কাম করো,এই খুশিতে আমারে গরম গরম চা খাওয়াও!"
"ধুর ব্যাডা।এমন ভাব করতেছিস যে তোর চা খাইতে উছিলা লাগে!চল চল।আজকে একবারও খাই নাই!"

অপরিণত নিকাহনামা (Complete)Opowieści tętniące życiem. Odkryj je teraz