পর্ব ৩৮

380 31 4
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা- #AbiarMaria

#৩৮

রাতে ওদের দুজনের আধাঘন্টা ঝগড়া হলো সিগারেট নিয়ে। আসিফ অভ্যাস ছাড়তে পারবে না, প্রিয়ন্তিও এসব সহ্য করবে না। আধাঘন্টা পর দুজন আরও আধাঘন্টা ঝগড়া করল কেন প্রিয়ন্তি আগের আধাঘন্টা সিগারেটের মত তুচ্ছ কারণে ঝামেলা করল। এরপরের আধাঘন্টা ঝগড়া করল কেন আজকে প্রিয়ন্তি এভাবে ওকে অপমান করল। স্বামীর সাথে কেউ এমন করে?

প্রিয়ন্তি কপাল চাপড়ে নিজেকে নিজে বলল, শুরু হয়ে গেছে টিপিকাল সাংসারিক গ্যাঞ্জাম! আর কোনো মুক্তি নেই এ থেকে।

এভাবেই চলছে ওদের লং ডিস্টেন্স সংসার; টক, ঝাল আর মিষ্টির সংমিশ্রণে। ক্যান্টনম্যান্টে যাওয়ার আগের দিন ইসমাইল সাহেব প্রিয়ন্তির পুরো পরিবারকে বাসায় দাওয়াত দেয়। ছেলেমেয়েদের যে বিয়ে দেয়া হয়েছে, তা অন্য কেউ না জানলেও দুই পরিবারের দুই পুরুষ তো জানেন। তারা নিজেদের মাঝে ফর্মালিটি করেন। আসিফদের বাসায় যাওয়ার পর তারা আবিষ্কার করেন, সবার জন্য সুন্দর সুন্দর প্যাকেটে কাপড় কেনা হয়েছে। রাব্বানী সাহেবের কাছে স্বাভাবিক লাগলেও আয়শা খাতুনের কাছে পুরো ব্যাপারটায় খটকা লাগে। তিনি আসিফের মাকে প্রশ্ন করার পর আসিফের মা জবাব দেন যে, তার স্বামী এসব ছেলের হবু শ্বশুরবাড়ির জন্য এমনিই কিনে এনেছে। ইসলামপুরে গিয়ে কাপড় গুলো পছন্দ হওয়ায় নিয়ে এসেছে। ভেতরে ভেতরে তাদের মাঝে কি হচ্ছে, তা তো এই বাড়ির চারজন মানুষ ছাড়া কেউ জানে না।

প্রিয়ন্তি এসেই সুবাহর সাথে গল্প জুড়ে দিল। সুবাহ বিয়ে ঠিক হওয়ার পর থেকে প্রিয়ন্তিকে আপু ডাকে। আজকে প্রিয়ন্তি মুচকি হাসি দিয়ে বলল,
"শোনো, তুমি চাইলে আমাকে ভাবি ডাকতে পারো"
"ওটা তো আগে থেকেই পারি। কিন্তু আমার আপু ডাকতেই বেশি ভালো লাগে। তাছাড়া সবাই যদি ভাবি শুনে ভাবে তোমাদের বিয়ে হয়ে গেছে?"
"আরেহ, কিছু হবে না। আজ হোক কাল হোক, বিয়ে তো হবেই। আগে ভাগে ভাবি ডাকলেও বা কি সমস্যা?"
"তা ঠিক। ভাইয়া যে কবে পারমিশন পাবে! কবে যে বিয়েতে মজা করব! শোনো, তোমাদের বিয়ের জন্য আমি কি কি প্ল্যান করেছি..."
প্রিয়ন্তি সুবাহর এসব প্ল্যান শুনে মুচকি মুচকি হাসে। ঠিক যেই মুহূর্তে ও সুবাহকে বলে দিচ্ছিল ওদের বিয়ের কথা, তখনই আসিফ ওদের ঘরে উঁকি দিল। আসিফকে দেখে ঠোঁটে আনা কথা প্রিয়ন্তি গিলে ফেলল। আসিফ গম্ভীর মুখে ঘরে প্রবেশ করে বলল,
"সুবাহ, বাইরে যা তো। প্রিয়ন্তির সাথে আমার জরুরী কথা আছে"

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now