পর্ব ১৭

539 28 2
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখা, #AbiarMaria

#১৭

আসিফের ঘুম ভাঙলো সকাল ১১টার কিছু পরে।গতকাল প্রিয়ন্তিদের বাসার সবাই আসার কারণে পুরো বাসায় অনেক কাজ ছিল।কাজের বুয়া থাকলেও নিজেদের কিছু কাজ তো থাকেই।তার উপর রাত হতে  না হতেই বন্ধুরা কল করে টেস্ট পরীক্ষার প্যারা দিতে শুরু করেছিল।প্রিয়ন্তিরা সন্ধ্যার নাস্তা করে চলে গেছে।আসিফ তার কিছুক্ষণ পরেই পড়তে বসে।ম্যাথ আর ক্যামিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করতে করতে রাতের ১২টা বেজে যায়।আসিফের খেয়াল হয়,বাসায় যাওয়ার পর এখনো একটা কলও দেয়া হয়নি।মহারানি না জানি কোন কুরুক্ষেত্র ঘটিয়ে ফেলে এর মাঝে!আসিফ দ্রুত দরজা আটকে হবু বউকে কল দেয়।

"হ্যালো,কি অবস্থা,বাসায় ঠিকঠাক পৌঁছেছ?"
"কয়টা বাজে তোমার ঘড়িতে আসিফ?"
"ইয়ে মানে...আসলে আমি পড়তে পড়তে ভুল গেছি।মাত্র মনে পড়ল..."
"হুম। আমরা ঠিকঠাকমতোই পৌঁছেছি"
"যাক ভালো। তারপর বলো,এই প্রথম আমাদের বাসায় আসলে।কেমন লাগছে?"
ওপাশে প্রিয়ন্তি লাজুকভাবে হাসছে।আসিফ আবার বলে,
"বলো না,হবু শ্বশুরবাড়ি কেমন লাগলো?"
"সবাইকেই তো খুব ভালো লেগেছে।তবে আংকেলকে আমার বেশি পছন্দ হয়েছে।উনার জন্যই আমরা এক সাথে আজকে"
"আচ্ছা? তা আংকেলের বড় ছেলেটাকে কেমন লেগেছে?"
"বড় ছেল?উম,নাম যেন কি বড় ছেলেটার?"
"ও!এখন বুঝি নামও জানেন না?"
"উমহু,না।নামটা যেন কি ছিল?"
"থাক,নাম জানতে হবে না আর"
"শোনো,নাম যাইই হোক।ছেলেটা অনেক হ্যান্ডসাম আছে"
"আচ্ছা?আর?"
"একটু হটও আছে!"
"আচ্ছা?হট?আর আর?"
"আমাকে মনে হয় পছন্দ করে বুঝেছ।আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল!"
"তাই?!তা তুমি কি করলে?"
"আমি তো পাত্তা দেই নি! ছেলেদের বেশি পাত্তা দিতে হয় না।পাত্তা দিলে ছেলেরা একেবারে পেয়ে বসে!"
"ওওও!তাই নাকি? আমিও তাহলে আংকেলের বড় ছেলেকে বলব তোমাকে আর পাত্তা না দিতে।তুমি তাকে নিয়ে এরকম ভাবো জানলে সে কখনোই তোমার কাছে যেত না,হুহ!"
"ওওওও!তাই নাকি? ঠিক আছে,পরের বার দেখা যাবে কে কার যায় আর না যায়! তা বলো,তোমার হবু শ্বশুরবাড়ির সবাইকে কেমন লাগলো?"
"এইতো,মোটামুটি! চলে আর কি"
"চলে? আচ্ছা,চলে?"
"হুম,চলে"
"এই ছিল তাহলে তোমার মনে?"
"কি করব? আমার শ্বশুরের বড় মেয়েটাকে আমার মনে ধরেছিল।কিন্তু মেয়েটা যে আমাকে খারাপ মনে করে,সেটা জানতাম না।জানলে..."
"জানলে কি?"
"নাহ,থাক। কিছু না..."
"দেখ আসিফ,আমি কিন্তু মজা করছিলাম!"
"জানেমান!আমিও মজাই করছি!"

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now