#অপরিণত_নিকাহনামা
লেখা #AbiarMaria#৪২
প্রিয়ন্তি মায়ের কাছে দৌড়ে যায়। ফোনে দেখিয়ে বলে,
"আসিফের নাম্বার থেকে একজন কল করে বলল, আসিফ নাকি এক্সিডেন্ট করেছে!"
"কি?!কোথায়?! কখন?!"
"এই মাত্র!"
রাব্বানী সাহেব পেছনে এসে দাঁড়িয়েছেন। মেয়ের কথায় বললেন,
"কোথায় যেতে বলল?"
"বলল লেবেইড ধানমন্ডীতে নিচ্ছে!"
"কিন্তু এসব ভুয়াও তো হইতে পারে। আমি ইসমাইল সাহেবকে কল দেই। এখনই বের হওয়া ঠিক হবে না। তুই শান্ত হ, হয়ত ওর ফোন চুরিও হতে পারে। চোর নিশ্চয়ই এরকম কিছু একটা প্ল্যান করছে"প্রিয়ন্তি ধপ করে বিছানায় বসে পড়ে। আচমকা আকাশটা ভেঙে যেন মাথার উপর গুড়িয়ে পড়েছে। বাইরে রাতের অন্ধকার ছেয়ে আসছে, আর ওদিকে ওর জীবনে অন্ধকার এগিয়ে আসছে। কেমন যেন বুকের ভেতর একটা অশুভ দামামা বাজছে, আর তা থেকে মুক্তি মিলবে না বলে মনে হচ্ছে। প্রিয়ন্তি অসহায়ভাবে মা বাবার দিকে তাকিয়ে থাকে। থেকে থেকে অশ্রু ভরা দৃষ্টি বারবার পরিষ্কার করছে। একেকটা মুহূর্ত এখন কয়েক ঘন্টার মত লাগছে। অস্থির হয়ে চোখ মুছতে মুছতে ওর বাবাকে ফোনে বলতে শুনলো,
"আমরা আসতেছি ভাই"প্রিয়ন্তি হাতের কাছে যেটা পেলো, সেটা দিয়েই মাথা পেচিয়ে বাবার পেছন পেছন ছুটলো। প্রিয়ন্তির বাবা যখন জুতো পরছিল, প্রিয়ন্তি বাবার সামনে গিয়ে বলল,
"আমিও যাবো"
রাব্বানী সাহেব মেয়ের দিকে ক্লান্ত চোখে তাকিয়ে বললেন,
"তুই যাইস না মা। বাসায় থাক,গিয়ে..."
"আমি বিধবা হই বা না হই, আমার স্বামীর এই অবস্থা দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে। তোমরা আমাকে বাঁধা দিতে পারো না!"
পেছন থেকে আয়শা এগিয়ে আসলেন। থমথমে কন্ঠে বললেন,
"বিধবা?"
প্রিয়ন্তি পেছন ফিরে বলল,
"দেড় বছর আগে আমি আর আসিফ বিয়ে করেছি"
আয়শা বুকে হাত চেপে মাটিতে বসে পড়েন। ওর খালা মামী যারা আশেপাশে ছিল, তারা দৌড়ে আসে। আয়শা চিৎকার করতে থাকেন,
"তোরা বিয়ে করছিস, আর কাউকে জানাস নাই?!"
"না, কাউকে জানাই নাই। জানায় আর কি হবে, আমার কপালে তো কিছুই আর জুটলো না। আমার কপালে আর সুখ নেই! আব্বু, চলো"প্রিয়ন্তি আর রাব্বানী সাহেব যখন লেবেইডে পৌঁছেছে, ততক্ষণে আসিফদের বাসার সবাই ওখানে। আসিফের বাবা কপালে হাত চেপে কেঁপে কেঁপে কেঁদে যাচ্ছেন। বেয়াইকে দেখে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ান। রাব্বানী সাহেব যখন ইসমাইল সাহেবকে জড়িয়ে ধরেন, তখন তিনি আক্ষেপের মত বলে উঠেন,
"আমার ছেলেটা আর নাই ভাই! আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায়ই রাখে নাই!"
ŞİMDİ OKUDUĞUN
অপরিণত নিকাহনামা (Complete)
Romantizmআসিফের সামনে বিয়ে।বাবার চড় খাওয়ার পর বিয়েতে মানা করার আর কোন উপায়ও নেই।বাবাকে নানাভাবে চেষ্টা করেও এই বিয়ে থামানো যাচ্ছে না। কেন বিয়ে থামাতে হবে?বিয়ে তো আসিফের ছয় মাসের প্রেমিকা প্রিয়ন্তির সাথেই।তবে কেন আসিফ এই বিয়ে ভাঙার চেষ্টা করছে? কারণ প্রিয়ন্তি...