পর্ব ২

1K 48 15
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria

#২

আসিফ ঘরের আলো নিভিয়ে মুখের উপর বাহু দিয়ে চোখ ঢেকে রেখেছে।ওর বাবাকে ভীষণ ভয় পায়।তানাহলে জীবনেও এমন ঘটনা ওর বাবা ঘটাতে পারতো না।ছেলে যখন বাবার মতোই সাহসী হয় বা বাবার কোন গুণ পায়,তখন সবাই বলে 'বাপ কা ব্যাটা'। আসিফ মোটেও বাপ কা ব্যাটা না,আসিফ হলো মা কা ব্যাটা।সে ওর বাবার আদেশের বাইরে যেতে পারে না।আর এখন সামনে ভবিষ্যৎ এ যে ওর বাবা ওকে খুব শীঘ্রই নিজের মতো বিবাহিত পুরুষে পরিণত করবেন,এব্যাপারে কোনো সন্দেহ নেই।নিজের উপর প্রচন্ড রাগ উঠছে ওর।কেন যে প্রিয়ন্তির সাথে প্রেম প্রেম খেলতে গেল! এই মেয়ে ওর জীবনে কেন যে আসলো?! না,না,এই মেয়ে আসেনি,আসিফ টেনে হিঁচড়ে নিয়ে এসেছে।আর এখন এই বিবাহিত টাইটেলও নিজের ককর্মকাণ্ডের বদৌলতে পেতে যাচ্ছে।ভাবা যায় ১৮ বছর বয়সের একটা ছেলে বিবাহিত?!

আসিফ ভাবতেই পারছে না কলেজে পা রাখার সাথে সাথে ওর এতদিনের ইজ্জত কোথায় মিশে যাবে! কোনো মেয়ের সাথে ও আর লাইন মারতে পারবে না।সবাই জানবে,আসিফ বিবাহিত।কোনো মেয়ে ওর কাছে নোট নিতে আসবে না,কোনো মেয়ে ওর কাছে অংক বুঝতে আসবে না।যখন ও ডিবেট ক্লাবে বিতর্ক করবে,তখন মেয়েরা হাঁ করে চেয়ে থাকবে না।কারণ ও বিবাহিত! স্যার ম্যামরা নাক সিঁটিয়ে বলবেন, "ও হে অকালপক্ক বালক! এই বয়সে বিয়ের পিঁড়িতে বসেছ?তোমাকে দিয়ে আর কোনো আশা-ভরসা নেই।কোনো ক্যারিয়ারই নেই তোমার।যাও,মুড়ি ভাজো!" পাড়ার দিদিরা ওর দিকে ফিরে বলবে, "দেখ দেখ,অকালে ঝরে পড়া ফুল!"

আর বন্ধুরা? জীবনের সবচেয়ে যন্ত্রণা তো এই মানুষ গুলো দিবে। "কিরে,ভাবীর সাথে কি কি করলি?কিভাবে করলি?কেন করলি?কোথায় করলি?" এ জাতীয় উটকো অযাচিত প্রশ্ন গুলো এরা করবে।যখন কোন বন্ধু এসে নতুন প্রেমিকার খবর দেয়,তখন সবাই মিলে মৌমাছির মতো জেঁকে ধরে এসব প্রশ্নই করে।আসিফকে আরো নোংরা নোংরা কত কথা যে তখন শুনতে হবে বন্ধু মহল থেকে!

আর সহ্য করতে না পেরে আসিফ উঠে বসে।শরীর ঘাম দিয়ে দিচ্ছে।একটা জিনিস ভেবে কুল পাচ্ছে না,ওর বাবা কি করে ওদের দুজনের ব্যাপারে জানলো?তাকে কি কেউ জানিয়েছে?নাকি এটাও আসিফের কোন বোকামির খেসারত?

অপরিণত নিকাহনামা (Complete)Onde histórias criam vida. Descubra agora