পর্ব ৩৬

486 31 15
                                    

#অপরিণত_নিকাহনামা
#৩৬

আসিফ গা ঝাড়া দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। মুখে পানির ছিটা দিয়ে গামছা দিয়ে মুখ গলা মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে আসলো। ওর মায়ের সাথে ডাইনিং এ প্রিয়ন্তি বসে বসে চা খাচ্ছে আর হাসছে। মাথায় আলতো করে দেয়া ঘোমটার মাঝ থেকে এক গাছি চুল বেরিয়ে মুখের বাঁ পাশে পড়ে আছে। আসিফের সাথে চোখাচোখি হতে সে লাজুকভাবে চুলের আড়ালে দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা চালালো। আসিফের পরনে একটা খাকি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট আর সাদা স্যান্ডো গেঞ্জি। আসিফ টেবিল থেকে জগ নিয়ে সেখান থেকেই পানি খেতে শুরু করে। জগের পানি মুখ থেকে কিছু ঠোঁট বেয়ে গড়িয়ে গড়িয়ে ওর গলা বেয়ে বুক পর্যন্ত চলে আসে। প্রিয়ন্তি আসিফকে এভাবে পানি দেখে ঢোক গিলল। আসিফ কি ওর সামনে সিনেমার হিরোদের মত গায়ে পানি ঢেলে আবেদনময় সাজতে চাচ্ছে? ও খানিকটা হা করেই আসিফের পানি খাওয়ার এই দৃশ্য গিলছে। এদিকে রাফিদা প্রিয়ন্তির দৃষ্টি অনুসরণ করে দেখলেন, ছেলে এভাবে জগ থেকে পানি খাচ্ছে। এই দৃশ্য দেখেই তার মাথা গরম হয়ে গেল। ছেলেকে বহুবার মানা করেছেন তিনি জগ থেকে সরাসরি পানি খেতে। এভাবে পানি খাওয়া যে অস্বাস্থ্যকর এবং অভদ্রতা, সেটাও বুঝিয়েছেন। কিন্তু তার ছেলে প্রতিবার এমন করে। তিনি রেগে টেবিলে একটা কিল মেরে বললেন,
"এই অসভ্য! এভাবে পানি খাইতেছিস কেন? বাসায় গ্লাস নাই? তোর বাপ গ্লাস রাখে নাই?!"

মায়ের ঝাড়ি শুনে আসিফের মুখ থেকে কিছুটা পানি ছলকে পড়ে গেল। হবু বউয়ের সামনে ভাব নিতে গিয়ে ঝাড়ি খেয়ে মুখখানা থমথমে হয়ে গেছে। মাকে আর কিছু না বলে আসিফ দ্রুত নিজের ঘরের দিকে রওনা দেয়। ওদিকে প্রিয়ন্তি মুখে ওড়না চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। যেহেতু সামনে আসিফের মা, তাই সে যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে।

আসিফ আবার একটু পরে এসে বলল,
"আম্মু,উপর তলার ভাড়াটিয়া আন্টি আজকে দুপুরে তোমাকে খুঁজতে এসেছিল। বলেছিলাম বিকালে যাবা। এখন কি যাবা ওখানে?"
রাফিদা মাথায় হাত দিয়ে বলেন,
"আহ! উনার সাথে তো জরুরি কথা ছিল আমার। যাই উপরে। প্রিয়ন্তি মা, তুমি বসো।আমার বেশিক্ষণ লাগবে না"
ঘর থেকে কি একটা নিয়ে তিনি উপর তলায় রওনা দেন। ওদিকে প্রিয়ন্তির অস্বস্তি লাগতে শুরু করেছে। কারণ পুরো বাসায় এখন ওরা ছাড়া কেউ নেই। আমির যদিও আছে, তবে সে বসার ঘরে স্যারের কাছে পড়ছে, সেই ঘরের দরজা বন্ধ, সুবাহ গেছে কোচিং-এ। আর আসিফের আব্বু বাইরে গেছেন কাজে।

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now