পর্ব ১৩

612 30 10
                                    

#অপরিণত_নিকাহনামা
লেখনীতে, #AbiarMaria

#১৩

আসিফ সন্ধ্যার নাস্তা সামনে নিয়ে বসে আছে।একটু আগে ওর মা এসে ওকে পাউরুটি ভেজে দিয়ে গেছে।টেবিলে রাখা পাউরুটি থেকে ধোঁয়া উঠছে।আসিফ এক টুকরো ধরে মুখে নেয়ার প্রায় সাথে সাথে ফোন বেজে উঠল।দ্রুত ফোনটা নিয়ে ও বারান্দায় চলে যায়।নিচু গলায় মুখের উপর হাত দিয়ে আস্তে আস্তে বলে,
"হ্যাঁ, বলো।কি খবর?!"
"আপনার তো ভাইয়া খুশিতে ডিগবাজি দেয়া দরকার!"
"তা নাহয় দিলাম।কিন্তু খবরটা জানাবে তো?"
"ভাইয়া,আজকে তো ধ্রুবকে একেবারে ডিম গোসল দিয়েছি আমরা সবাই মিলে!"
"এ্যাঁ!বলছ কি?!"
"সত্যি ভাইয়া।প্রিয়ন্তিকে আপনার নামে আজেবাজে বলছিল।প্রিয়ন্তি সহ্য করতে না পেরে ইচ্ছেমতো ধোলাই দেয়ালো!হি হি হি!"
আসিফ বেশ রুষ্ট কন্ঠে বলল,
"শায়লা,কাজটা তোমরা ঠিক করোনি।তোমরা কি জানো ধ্রুবর হাত কত লম্বা?ও এখন তোমাদের কি করতে পারে,কোনো ধারণা আছে?"
"কি বলেন ভাইয়া?"
"ধ্রুবর দুই ভাইয়ের অনেক পাওয়ার।এই এলাকার সব মাস্তানদের কিনে নেয়ার ক্ষমতা আছে ওদের।সেখানে তোমাদের চারজনের কি করতে পারে ও বুঝতে পারছ?ওর দৌড় কদ্দুর?ও যদি তোমাদের পিছে লাগে,তাহলে তোমাদের কি হবে ভাবতেও পারবে না! প্রিয়ন্তির দেখা করতে রাজী হওয়াটা শুনেই আমার বোঝা উচিত ছিল।শিট!"

আসিফ ভুলেই যাচ্ছে ওর বারান্দার পাশেই ওর বাবার ঘরের জানালা,আর তাই কন্ঠও উঁচু হয়ে গেছে। পায়চারি করছে আর চুল টানছে।
"আচ্ছা শায়লা,তোমাদের এই ডিমের প্ল্যানিং কখন হলো?"
"দুপুরে স্কুলে থাকতেই"
"তাহলে আমাকে আগে বলো নি কেন?"
ওপাশে শায়লা চুপ।
"এরকম চুপ করে থেকেই সর্বনাশটা করেছ সবাই মিলে।তোমাদের জন্য তো আমার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে,বিশেষ করে প্রিয়ন্তির জন্য। আল্লাহ জানে ধ্রুব এখন মাথায় কি প্ল্যান সেট করছে!"
শায়লা কিছুটা চুপ থেকে বলে,
"তবে গুড নিউজ আছে আরেকটা ভাইয়া"
"কি?"
"প্রিয়ন্তি শেষে ধ্রুবকে শাসাচ্ছিল,ওর সংসারে যেন সে কখনোই আর নজর না দেয়।প্রিয়ন্তি আসলে আপনার ব্যাপারে অনেক সিরিয়াস। যতই ঝগড়া হোক,ও আপনাকে হয়ত ছাড়বে না।খুব ভালোবাসে ও আপনাকে"

অপরিণত নিকাহনামা (Complete)Où les histoires vivent. Découvrez maintenant