পর্ব ১৮

538 36 7
                                    

#অপরিণত_নিকাহনামা

#১৮

আসিফের পরীক্ষা চলছে।পরীক্ষার পড়ার ফাঁকে ফাঁকে যখনই মন চায়,দরজা আটকে প্রিয়ন্তিকে কল করে ফিসফিস করে কথা বলে।প্রিয়ন্তিও বাসার বারান্দায়,কখনো ঘরের দরজা আটকে,কখনো কাঁথা মুড়ি দিয়ে কিংবা টয়লেটে বসে বসে কথা বলে।বিয়ে ঠিক হওয়ার পর দুজনের দুজনকে এখন নেশার মতো লাগে। যে আসিফ আগে খুব একটা প্রিয়ন্তির সাথে নিজে থেকে কল করে কথা বলত না,সেই আসিফ দিনে তিন থেকে চারবার নিয়ম করে প্রিয়ন্তিকে কল করে।আজকাল ঘুম ভেঙেই প্রিয়ন্তির কন্ঠস্বর শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। সকাল সকাল প্রিয়ন্তি যখন কল রিসিভ করে বলে "হ্যালো জামাই", আসিফ তখন এপাশ থেকে বলে " হ্যালো বউ"। আজকাল দুজনের প্রেম যেন আরও বেশি আঠালো হয়ে উঠেছে,একে অপরকে ছাড়া মন বসে না!

আসিফের যত সময় যাচ্ছে,আসিফ তত বেশি অনুভব করতে পারছে,ওর বাবার সিদ্ধান্ত ওর জন্য কত জরুরি ছিল।এই যেমন বায়লোজি ১ম পর্ব পরীক্ষার পর ওরা সবাই বসে আড্ডা দিচ্ছিল।এই সময় সোহেল নামের এক বন্ধু বললো,
"আমার গার্লফ্রেন্ডকে বউ বললে জানিস খুব ক্ষেপে!"
"কেন?"
"কারণ ও তো বউ না।তাছাড়া আমাদের বিয়ে হবে কিনা জানি নাহ"
আসিফ বলল, "বিয়েতে কি সমস্যা?"
পাশ থেকে শামীম বলল, "তুই জানিস না?ওদের পারিবারিক ঝগড়াঝাটি আছে"
আসিফ চুপ করে থাকে।এক এক করে সবাই যার যার যার প্রেমিকার কথা বলছে।অন্য সময় হলে আসিফও বলত।হয়ত ফ্রাস্টেশান উবলে দিত,কিংবা ওর গার্লফ্রেন্ড কেমন যন্ত্রণা দিচ্ছে তার বর্ণনা দিত।অথচ এখন প্রিয়ন্তি যাইই করুক,ওর সেসব বলতে কেমন যেন সংকোচ হচ্ছে,যেন প্রিয়ন্তির কোনো ভুল বললে ওর অনেক অপমান হবে।তাই তো! প্রিয়ন্তি এখন ওর বউ।ওর বউয়ের বদনাম ও যদি করে,তার মানে ওর নিজেরই অপমান।আসিফ মনে মনে হাসে, হালাল ভালোবাসায় কি অদ্ভুত শক্তি!

আসিফের টেস্ট পরীক্ষা শেষ হতেই প্রিয়ন্তির ফাইনাল পরীক্ষা শুরু হয়।আসিফ বাবার কাছ থেকে ফোন ফেরত পেলেও প্রিয়ন্তির সাথে বেশি কথা বলতে পারে।প্রিয়ন্তি তার পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস।আসিফ যদি পড়ার সময় ফোন দেয়,খুব রেগে যায়।আজকাল তাই দূরত্ব কিছুটা তৈরি হয়েছে।আসিফ এসব নিয়ে চিন্তিত নয়,নিজের পড়াশোনা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে।এইএসসির আর পাঁচমাস।

অপরিণত নিকাহনামা (Complete)Where stories live. Discover now